পোকার অরিগামি। ১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ৪ জ্যৈষ্ঠ | ১৪২৯, বঙ্গাব্দ |বুধবার | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি পোকার অরিগামি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুল, নকশা আর ওয়ালমেট অসংখ্যবার তৈরি করেছি। এবার চিন্তা করলাম কিছুটা ব্যতিক্রমধর্মী কিছু করার। আর তা থেকেই তৈরি করলাম এই পোকার অরিগামি। কিছুদিন যাবত প্রচণ্ড গরমে সারা দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। মাটির গর্তে থাকা পোকারাও এসময় গর্ত থেকে বেরিয়ে এসেছে প্রচন্ড উত্তাপে। নিস্তব্ধ রাতে কান পাতলে শোনা যায় বিভিন্ন রকম পোকার শব্দ। কীটপতঙ্গ প্রকৃতির প্রাণ। সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিই মূল্যবান। জীবজগতের ভারসাম্য রক্ষায় সবারই কিছু না কিছু ভূমিকা রয়েছে। মাটির একটি ক্ষুদ্র পোকা কে নিরীক্ষণ করলেও দেখা যাবে কত সুনিপুণভাবে তাকে গড়া হয়েছে। যাই হোক পোকা প্রসঙ্গে অনেক কথাই বললাম এবার আসুন অরিগামি তৈরির প্রক্রিয়া দেখে নেয়া যাক।

20220519_000904.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • পেন্সিল

20220518_234140.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

২×১.৫ ইঞ্চি সাইজের একখণ্ড লাল কাগজ নিয়ে মাঝখান থেকে ভাজকরি। এরপর চিত্রের মত করে পেন্সিল দিয়ে একটি অর্ধ লাভ আকৃতি আকি।

20220518_234243.jpg20220518_234351.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-২ঃ

কাঁচি দিয়ে পেন্সিলের দাগ বরাবর লাভ টি কেটে নেই। ভাঁজ খুললেই একটি পূর্ণাঙ্গ লাভ আকৃতি পাওয়া যাবে। এভাবে তিন রঙের মোট ছয়টি লাভ তৈরি করি।

20220518_234534.jpg20220518_235207.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৩ঃ

একটি লাল রঙের লাভের সাথে একটি কালো রংয়ের লাভ আঠা দিয়ে জুরে দেই। এভাবে চারটি লাভ কেই আঠা দিয়ে একটার পিছনে আরেকটা জুড়ে দেই।

20220518_235346.jpg20220518_235536.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৪ঃ

হলুদ রঙের লাভ দুটোকে চিত্রের মত করে আঠা দিয়ে দুপাশে লাগিয়ে দেই।

20220518_235809.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৫ঃ

কালো রঙের কলম দিয়ে পোকার চোখ এবং মুখ আখি।

20220519_000139.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৬ঃ

কালো রঙের কাগজ কাঁচি দিয়ে কেটে চিত্রের মত করে দুইটি সিং তৈরি করি।

20220519_000343.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৭ঃ

সিং দুটি আঠা দিয়ে পোকার সামনের অংশে লাগিয়ে দেই। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের কাগজের তৈরি পোকার অরিগামি।

20220519_000904.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

আজকের মতো এতোটুকুই। কেমন লাগলো আশা করি জানাবেন। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

খুবিই সুন্দর একটি পোকার অরিগামি তৈরী করছেন,যে গরম পরছে তাতে সকল জীবজন্তুর টিকে থাকা অনেক মুশকিল। আপনার অরিগামি খুবই সুন্দর হয়েছে,কাগজ দিয়েও আপনি
ভালো কিছু করতে পারেন । ধন্যবাদ শেয়ার করার জন্য

 2 years ago 

আজ মনে হয় সৃষ্টিকর্তা একটু রহম করেছে। বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গাতেই গরম আজ অনেক কম। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 2 years ago 

পোকার অরিগামি তৈরি করেছেন দারুন হয়েছে। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন।

 2 years ago 

আপনার মন্তব্যগুলো বরাবরই আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার করা রঙিন কাগজের পোককার অরগেমিটা দেখতে বেশ দারুন লাগছে। সত্যি অসাধারন ছিল, প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য। এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

দেখে দেখে চেষ্টা করেছি। যদিও ভালভাবেই জানি খুব একটা ভালো হয়নি। তার পরেও আপনার প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর পোকা তৈরি করেছেন। সত্যিই আপনার ধাপে ধাপে উপস্থাপনাকে খুবই ভাল লাগল এবং শিখতে পারলাম, শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বেশ সুন্দর একটি পোকার অরিগামি তৈরি করেছেন ভাই। এই গরমের উত্তাপে পোকামাকড়ও শান্তিতে থাকতে পারছে না হাহাহা।
আপনার তৈরি করা পোকার অরিগামি টা শিং দেওয়ার কারণে আরও বেশি কিউট লাগছে 🥰🥰

 2 years ago 

সত্যি বলতে কি ভাই মৌমাছি বানাতে চেয়েছিলাম কিন্তু সেই দুটির কারণে পোকা হয়ে গেছে হাহাহাহা।

 2 years ago 

পোকার অরিগামি টা আসলেই দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে তৈরি করার কারণেই খুবই চমৎকার দেখাচ্ছে। এমনিতেই রঙিন কাগজ দিয়ে তৈরি করা প্রত্যেকটি জিনিস খুবই ভালো লাগে দেখতে। আপনি একটি পোকা তৈরি করে ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলেই দেখতে অনেক সুন্দর লাগে। অনেক ধন্যবাদ আপু আপনার প্রশংসার জন্য

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে ।আপনি খুব সুন্দর করে পোকার অরিগামি তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিসের অরিগামি তৈরি করা আমার একটা নেশা মত হয়ে গিয়েছে। তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু না কিছু করতে। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একদম রাইট কথা বলেছেন ভাইয়া, প্রতিটি প্রাণী সৃষ্টি করার পিছনে কোনো না কোনো কারণ আছেই, সৃষ্টি কর্তা অনেক মহান, যাই হোক আপনার পোকার অরিগামি তৈরি আমার খুবই ভালো লেগেছে, পোকাটি অনেকটা মৌমাছির মত দেখতে, খুব সুন্দর ছিলো ভাইয়া আপনার পোকার অরিগামি তৈরি, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনি ঠিক ধরে ফেলেছেন। আসলে মৌমাছি তৈরি করতে চেয়েছিলাম। পরে দেখলাম পুরোপুরি মৌমাছি হয়নি। তাই পোকা বলেই চালিয়ে দিলাম হাহাহাহা।

 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে আপনি তো অসাধারণ একটি পোকার অরিগামি তৈরি করেছেন ভাইয়া। যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে রঙিন কাগজের এত সুন্দর একটি অরিগামি তৈরি করে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এমন উৎসাহমূলক একটি মন্তব্য শেয়ারের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। ভালো থাকবেন ভাই

 2 years ago 

আজ সবাই রিভিউ পোস্ট দিতে ব্যস্ত , আর আপনি রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর পোকা তৈরি করেছেন ভাইয়া। কালার কম্বিনেশন এর কারণে পোকাটি দেখতে দুর্দান্ত লাগছে ভাইয়া । রঙিন কাগজ ব্যবহার করে কিভাবে পোকা তৈরি করতে হয় তা আমাদের মাঝে শিখিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার রিভিউ শেয়ার করার দিন হচ্ছে বৃহস্পতিবার। আগে রিভিউ পোস্ট করতাম না কিন্তু ইদানিং না করে উপায় দেখছি না। ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61682.60
ETH 2986.38
USDT 1.00
SBD 2.51