আজব শহর ঢাকা। ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু-আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। আমাদের মহানগরী ঢাকা। পৃথিবীতে সর্বাধিক ঘনবসতি পূর্ণ যতগুলো শহর আছে তার মধ্যে ঢাকা অন্যতম। স্বাধীনতার পরেও ঢাকা শহর এর বেশিরভাগটাই ছিল নিচু এলাকা। জনবসতি তেমন একটা ছিল না বললেই চলে কিন্তু এই পঞ্চাশ বছরের ব্যবধানে এই নগরী তার মধ্যে স্থান দিয়েছে প্রায় এক কোটির উপর মানুষকে। যানজট, অপরিকল্পিত নগরায়ন আর ঘনবসতির এক প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের এই রাজধানী। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এই নগরকে বসবাসের যোগ্য আর পরিকল্পিত সুন্দর একটি শহর হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নিলেও কার্যত কোন ফল পাওয়া যায়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে যেন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে এই নগরী।

20221109_132730.jpg

এত কিছুর মধ্যেও সর্বংসহা আমাদের কিছু ভাইয়েরা এই শহরে বসবাস করতে অভ্যস্ত হয়ে পড়েছে। আসলে আমি বলব অভ্যস্ত হবার চাইতেও বড় যে বিষয়টি অবদান রেখেছে তা হচ্ছে প্রয়োজন। মানুষের প্রয়োজনই তাকে বাধ্য করেছে এই শহরটিতে টিকে থাকতে। প্রয়োজনে অপ্রয়োজনে বহুবার ঢাকা শহরে যাওয়া আসা করলেও আমি এখনো অভ্যস্ত হতে পারিনি এই শহরের পরিবেশের সঙ্গে। তাই কখনোই একটানা বেশিদিন থাকতে পারিনা। এত কিছুর মধ্যেও ভালো যে কিছু নেই তা কিন্তু নয় চাকচিক্যপূর্ণ এই শহরের ভালোলাগা কিছু জায়গার মধ্যে আমার পছন্দের একটি জায়গা হচ্ছে বসুন্ধরা সিটি। কাওরান বাজার বা পান্থপথ এলাকায় গেলেই আমি এখানে একবার ঘুরে আসি। কয়েকদিন আগেও একটি প্রয়োজনে গিয়েছিলাম এই বসুন্ধরা সিটিতে। ঝকঝকে পরিষ্কার-পরিচ্ছন্ন সাজানো গোছানো শহরের মধ্যে যেন ছোট আরেকটি শহর। গিয়েছিলাম মূলত শপিং করতে কিন্তু শেষ পর্যন্ত কেনা হয়নি কিছুই। মাঝখান থেকে ঘুরতে ঘুরতে দুপুরে খাবার সময় হয়ে গিয়েছিল। উদরপূর্তির জন্য তাই চলে গিয়েছিলাম সাত তলায় অবস্থিত ফুড কোর্ট গুলোতে।

20221109_134119.jpg

20221109_134107.jpg

অসংখ্য খাবারের দোকান এই ফ্লোর জুড়ে। ইটালিয়ান, ভারতীয়, চাইনিজ সহ দেশীয় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় অর্ডার মাফিক। তবে দামের বেলায় আপনার পকেট থেকে বেশ মোটা অংকের একটি টাকা বের হয়ে যাবে তাতে সন্দেহ নেই। ভিড় কম দেখে মিডনাইট সান নামক একটি রেস্টুরেন্টে বসে পড়লাম চুপ করে। আর অর্ডার করলাম মাংসের ভুনা খিচুড়ি। প্রায় 30 মিনিট বসে থাকার পর প্লেটে তারা যে খাবার সার্ভ করলো তা আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। খাবারটা যথেষ্ট সুস্বাদু ছিল তবে পরিমাণে খুব একটা বেশি না। আর দাম মাত্র ২৬০ টাকা, যা বাইরে থেকে খেলে অনায়াসেই ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে হয়ে যেত বলে আমার ধারণা । যাইহোক খাওয়াটা বড় কথা নয় অনেকদিন বাদে পছন্দের একটি জায়গায় বেশ খানিকটা সময় কাটাতে পেরে ভালোই লেগেছিল। কয়েক বছর আগেও ধনী লোকদের জন্য এই শহরে ছিল দারুন সব ব্যবস্থা। এখনো যার সবটুকু পাওয়া গেলেও নিস্তার নেই শুধু একটি জায়গায়। ধনী-গরী ব কাউকেই ছাড় দেয় না ঢাকার রাস্তার জ্যাম। আপনি ব্যক্তিগত গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্ট যাই ব্যবহার করেন না কেন ঘন্টার পর ঘন্টা আপনাকে বসে থাকতে হবে গন্তব্যে পৌঁছানোর জন্য। বিশেষ করে পিক আওয়ার গুলোতে এ যন্ত্রনা যেন অসহনীয়। কখনো কখনো মাত্র দুই তিন কিলোমিটার রাস্তা পার হতে লেগে যায় কয়েক ঘন্টা। কয়েকদিন আগে এডমিন @Nusura Nur আপু বলেছিলেন নিজের দেশের সম্পর্কে খারাপ মন্তব্য করতে আসলে কারো ভালো লাগেনা কিন্তু বাস্তবতা কোনভাবেই অস্বীকার করা যায় না। হয়তো অচিরেই ভয়াবহ কোন প্রাকৃতিক বিপর্যয় বা মানব সৃষ্ট কারণে পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে যাবে আমাদের প্রিয় এই ঢাকা শহর। তাই সময় থাকতেই আমাদের সবার উচিত শহরের বিকেন্দ্রীকরণ আর এই শহরটিকে টিকিয়ে রাখার যথাযথ ব্যবস্থা গ্রহণ।

20221109_141114.jpg

20221109_134807.jpg

20221109_132722.jpg

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@ferdous3486
DeviceSamsung M21
LocationBashundhara city, Panthopath, Dhaka
Sort:  
 2 years ago 

আসলে আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, সত্যি বলতে একদমই প্রয়োজনে কিংবা নিরুপায় হয়ে বসবাস করি। তবুও এই শহরটা খুব আপন। বসুন্ধরা সিটি আমার কাছেও ভীষণ ভালো লাগে, তবে একমাত্র প্রয়োজনে যাওয়া হয় আরকি। খাবারের দাম এখানে একটু বেশি রাখে, আমিও দেখেছি।
ধন্যবাদ ভাই ঢাকা শহর নিয়ে আপনার অনুভূতি ব্যাক্ত করার জন্য।

 2 years ago 

আমার মনে হয় এই শহরটাকে আবারো বসবাসের উপযুক্ত করে গড়ে তোলা যেত যদি শুধু জনসংখ্যা কমিয়ে তিন ভাগের এক ভাগে নামিয়ে আনা যেত। যাই হোক আশাকরি ভবিষ্যতে কোন না কোন একটা উপায় ঠিকই বের হবে।

 2 years ago 

আমার কাছে কিন্তু ঢাকায় থাকতে খারাপ লাগে না। আপনি এভাবে ঢাকার দুর্নাম না করলেও পারতেন। আপনার পছন্দ না আপনার থাকার কি দরকার? এখন অবশ্য ঢাকার জ্যাম কিছুটা হলেও কমেছে আগের থেকে। তারপরও জ্যাম জিনিসটা আসলেই অনেক বিরক্ত লাগে। এরপরে কখনো ঢাকায় আসলে যমুনা ফিউচার পার্কে আসবেন। তাহলে আরো ভালো লাগবে ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আপনি কেমন আপু বুঝলাম না! কোথায় বলবেন যে পরের বার আসলে আমার বাসায় আসবেন তা না বললেন যমুনা ফিউচার পার্কে যেতে হাহাহা।

 2 years ago 

আপনি যেমন আমাকে ফুচকা খাওয়ান প্রতিবার গেলে আমিও সেরকম দাওয়াত দিলাম আপনাকে।

 2 years ago 

আসলে বর্তমান সময়ে ঢাকা শহরকে অনেক বেশি অন্যরকম মনে হয়। চারিদিকে কেমন যেন একটা ভাব স্বভাব স্বভাব লাগে যদিও নিজের দেশ সম্পর্কে খারাপ মন্তব্য করা ঠিক না। তবে কিছুদিন আগে পত্রিকা দেখলাম দূষিত পরিবেশের তালিকায় ঢাকা শহর প্রথম স্থান অধিকার করেছে। বর্তমান সময়ে ঢাকা শহর অনেক বেশি ঘনবসতি হয়ে উঠেছে এবং সেই সাথে পরিবেশটা একদম ভিন্ন। যাই হোক সুন্দর কিছু কথা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন যেগুলো সত্যিই বাস্তব এবং যথার্থ। এরকম পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কারো জানা আছে কি...??

 2 years ago 

শুধু দুষিত পরিবেশ না আমার মনেহয় তালিকা করলে আরো অনেক জায়গাতেই ঢাকার নাম প্রথম সারিতে চলে আসবে আর এই সব কিছুর প্রধান কারন হচ্ছে অধিক জনসংখ্যা। আমার মনে হয় মানুষরা নিজে যদি ব্যালেন্স করতে না পারে তা হলে প্রকৃতি একদিন ঠিকই ব্যালেন্স করবে তবে সেটা মানুষের জন্য ভালো হবেনা।

 2 years ago 

ঢাকা হচ্ছে রাজধানী তাই এখানে জনসংখ্যার চাপ অনেক বেশী। সবাই যে যার প্রয়োজনে এখানে বাস করে।আমার ঢাকায় জন্ম, ঢাকায় বড় হওয়া। অনেক ঝামেলা, অনেক কিছু থাকলেও এই ঢাকাতে আমার অনেক ভাল লাগে।তবে প্রকৃতি দেখতে গ্রাম ভাল লাগে।বসুন্ধরা সিটিতেই আমার কেনাকাটা করা হয় বেশি। কেনাকাটা সেরে উপরে গিয়ে খাওয়া ও হয়।দাম একটু বেশি নেয়। তবে খাবার কিন্তু মজাই হয়।😋 যাই হোক ঢাকা শহর নিয়ে আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 64439.19
ETH 2775.41
USDT 1.00
SBD 2.64