বৃক্ষ মেলায় কিছুক্ষণ। ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ৬ শ্রাবন /২১ জুলাই | ১৪২৯, বঙ্গাব্দ/২০২২ খ্রিস্টাব্দ| বৃহস্পতিবার | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। এখন বর্ষাকাল। বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর উপযুক্ত সময়। একটি ভৌগলিক এলাকার পরিবেশ সংরক্ষণের জন্য যে পরিমাণ গাছপালা দরকার আমাদের দেশে এটা থাকলেও নগরায়নের চাপে দিনে দিনে তা কমে যাচ্ছে। অতিরিক্ত জনসংখ্যা কে জায়গা দিতে গিয়ে কৃষি জমি এবং বন জঙ্গল ক্রমেই উজাড় হয়ে যাচ্ছে। সমগ্র পৃথিবীতে প্রায় একই অবস্থা। যার ফলশ্রুতিতে ক্রমশই পরিবেশ বিপর্যয় মারাত্মক আকার ধারণ করছে। পৃথিবী জুড়ে দাবানল, খরা, ঘূর্ণিঝড়, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এখন প্রতিনিয়তই আমাদের চোখে পড়ছে। এগুলো হতে রক্ষা পেতে বৃক্ষরোপনের বিকল্প নেই কারণ গাছ বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে বিশুদ্ধ অক্সিজেন ত্যাগ করে।

20220720_154247.jpg

বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করা৷ সেইসঙ্গে বৃক্ষরোপনে উৎসাহিত করার জন্য বাংলাদেশে সরকারি পর্যায়ে প্রতিবছর বৃক্ষ মেলার আয়োজন করা হয়ে থাকে। ফরিদপুর শহরও এর ব্যতিক্রম নয়। প্রতিবছর আষাঢ়-শ্রাবণ মাসে জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয় ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র গভমেন্ট গার্লস স্কুলের সামনের রাস্তায় কিন্তু এবছর মেলা প্রাঙ্গণ সরিয়ে নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজ এর শহর ক্যাম্পাসের সামনে আয়োজন করা হয়েছে। যদিও এবারের আয়োজন ছিল খুবই ছোট পরিসরে তবে এ ধরনের মেলায় ঘুরতে আমার কাছে খুবই ভালো লাগে।

20220720_154357.jpg

20220720_154330.jpg

রিকশাযোগে যখন শহরের দিকে যাচ্ছিলাম তখনই চোখে পড়লো বৃক্ষ মেলার এই আয়োজন। রিকশা থেকে নেমে তাই ঢুকে পরলাম বিভিন্ন ধরনের গাছের সমারোহ দেখতে। এই মেলার একটি কমন আইটেম হচ্ছে আদর্শ বসতবাড়ির মডেল। মাটি আর বালি দিয়ে মডেল তৈরি করা হয় একটি আদর্শ বাড়ির। এছাড়া বিভিন্ন ধরনের ফলজ, ভেষজ আর সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন গাছের প্রাধান্যই লক্ষ্য করলাম এবারে মেলায়। ছোট ছোট কলমের গাছে ধরে থাকা আম, পেয়ারা, জাম্বুরা, লটকন সহ বিভিন্ন ধরনের ফল দেখতে দারুন লাগে।/div>

20220720_155322.jpg

20220720_155248.jpg

তবে মেলায় আমাকে সবচাইতে বেশি আকর্ষণ করেছিল একটি বট গাছের বনসাই। যার দাম দেড় লক্ষ টাকা। ছোট একটি টবের মধ্যে অনেক যত্নে কেটেছেঁটে একটি পরিপূর্ণ বটগাছ কে আকৃতিতে বামন করে রাখা হয়েছে। যার নাম বনসাই। এটা মূলত একটা জাপানি কৌশল। তবে বর্তমানে সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। বেশ কিছুক্ষণ ঘোরাফেরা ও ছবি তোলার পর আবার বেরিয়ে পড়লাম আমার গন্তব্যে। সবশেষে পাঠকদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, সময় থাকতেই বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান।

20220720_155100.jpg

20220720_155054.jpg

20220720_155000.jpg

আজকের মতো এতোটুকুই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Location[Link](Rajendra college, Faridpur)

Sort:  
 2 years ago 

এখন বর্ষার সময়। এখনই বৃক্ষ রোপন করার উপযুক্ত সময়। তাই আমাদের উচিত শুধু বৃক্ষ মেলা ভ্রমণ করা নয়। সুযোগ সাপেক্ষে বৃক্ষ মেলা থেকে গাছ ক্রয় করে তা বাড়িতে রোপন করা। আমার চাইলে ঘরের ছাদেও গাছ রোপন করতে পারি।

 2 years ago 

ঠিক বলেছেন আসলে প্রত্যেকেরই উচিত বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসা। আমিও একসময় প্রচুর গাছ লাগিয়েছি এখন আর গাছ লাগানোর জায়গা অবশিষ্ট নেই।

 2 years ago 

বৃক্ষ মেলা যে সকলকে বৃক্ষ লাগানোর জন্য সচেতন করা হয় তা জানা ছিল না। আজকে জানলাম। যাইহোক আপনার বৃক্ষমেলার ছবিগুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। কলেজে যাওয়ার সময় এই বৃক্ষ মেলাগুলো তে ঘুরতাম। অনেকদিন পর সেই একই জায়গায় বৃক্ষ মেলার ছবিগুলো দেখে আসলে খুব ভালো লাগলো। এই বৃক্ষ মেলাগুলোয় বিভিন্ন ধরনের গাছ একসাথে দেখতে পাওয়া যায়। খুব ভালো লাগে।

 2 years ago 

যদিও বৃক্ষ মেলার মূল উদ্দেশ্য গাছ বিক্রি ও প্রদর্শনি। তবে প্রশাসনের উদ্যোগে এখানে যে উদ্বোধনী অনুষ্ঠান হয় সেখানে পরিবেশ সংরক্ষণ ও গাছ লাগানোর ব্যাপারে সচেতনতমূলক বক্তব্য উপস্থাপন করা হয়। তবে এবার কার মেলার আয়োজন খুব একটা ভালো হয়নি বলেই আমার মনে হয়েছে।

 2 years ago 

বৃক্ষ মেলায় বিভিন্ন ধরনের বৃক্ষ প্রদর্শন করা হয়। প্রতিটি উপজেলায় এ সময়ে বৃক্ষ মেলা উদযাপন করা হয় এর মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করার। আপনার শেয়ার প্রীত বৃক্ষ মেলার আমের ছবিগুলো আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আপনার সঙ্গে আমিও একমত। প্রায় প্রত্যেকটি জেলাতেই এ উদ্দেশ্যে বৃক্ষমেলার আয়োজন করা হয়। আর আমি মনে করি এ ধরনের উদ্যোগ খুবই ভালো একটি উদ্যোগ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50