কাগজের তৈরি শহীদ মিনারের মডেল। 10 শতাংশ লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ৮ ফাগুন/২১ ফেব্রুয়ারী | ১৪২৮ , বঙ্গাব্দ/২০২২ খ্রিস্টাব্দ | সোমবার | বসন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। প্রথমেই সবাইকে জানাই মহান শহীদ দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সেইসঙ্গে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছেন যে সকল শহীদ তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। ভাষা আন্দোলনের পর হতে আজ পর্যন্ত বহু সময় অতিবাহিত হয়েছে কিন্তু আজও আমরা বাংলা ভাষাকে সর্বস্তরে প্রতিষ্ঠা করতে পুরোপুরি সফল হইনি। নিজের ভাষায় মতামত প্রকাশ তথা ব্লগিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করার জন্য প্রিয় @rme দাদার জন্য রইল অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা। আশা করি আমাদের সকলের এই প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটিকে আমরা আমাদের কাজের দ্বারা বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে যেতে পারবো। ছোটবেলায় কলাগাছ কেটে এই দিনে আমরা শহীদ মিনার বানাতাম। এই মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাগজ দিয়ে তৈরি একটি শহীদ মিনার বানানোর কৌশল। আশা করি আপনাদের ভালো লাগবে।


20220221_215244.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল

20220221_201443.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

এ ফোর সাইজের একটি কাগজের অর্ধেক নিয়ে একটি পেন্সিল এর সাহায্যে পেচিয়ে রোল বানাই। শেষপ্রান্তে আঠা দিয়ে লাগিয়ে দেই।

20220221_201752.jpg20220221_201834.jpg20220221_201942.jpg

ধাপ-২ঃ

একই পদ্ধতি অনুসরণ করে বেশ কিছু সবুজ রঙের রোল বানাই।

20220221_201947.jpg

ধাপ-৩ঃ

একটি রোল নিয়ে উপর থেকে এক ইঞ্চি পরিমাণ জায়গা বাদ দিয়ে ছুরি দিয়ে একটুখানি অংশ কেটে নেই। এরপর কাটা জায়গায় আঠা দিয়ে ভাঁজ করে চিত্রের মত করে লাগিয়ে দেই। যা দেখতে শহীদ মিনারের বাঁকা মাথার মত লাগবে।

20220221_202454.jpg20220221_203900.jpg20220221_203948.jpg

ধাপ-৪ঃ

একই পদ্ধতিতে ৬ টি বাঁকা স্টিক বানাই। এরপর 2 টি বাঁকা স্টিক নিয়ে মাঝের অংশ ছোট ছোট কাগজের রোল আর আঠা দিয়ে চিত্রের মত লাগিয়ে দেই।

20220221_210835.jpg20220221_210933.jpg20220221_211038.jpg

ধাপ-৫ঃ

একটি লাল কাগজ নিয়ে কম্পাসের সাহায্যে মাঝখানে একটি বৃত্ত আকি। এরপর কাঁচি দিয়ে বৃত্তটি কেটে নেই। বৃত্তটিকে এবার আঠা দিয়ে সবচাইতে বড় পিলারটির মাঝখানে লাগিয়ে দেই।

20220221_212314.jpg20220221_212843.jpg20220221_212922.jpg

ধাপ-৬ঃ

এভাবে মোট পাঁচটি পিলার বানাই। মাঝখানের পিলারটি বড় হবে। তার দুই পাশের দুইটি বড়টির চাইতে একটু ছোট হবেএবং শেষের দুই পাশের দুটি আরো ছোট হবে।

20220221_213931.jpg

ধাপ-৭ঃ

এবার বড় একখণ্ড শক্ত সাদা কাগজ নিয়ে মাঝখানে শহীদ মিনারের বড় অংশটি আঠা দিয়ে লাগিয়ে দেই। এরপর দুই পাশে পর্যায়ক্রমে বড় থেকে ছোট অংশগুলো আঠা দিয়ে লাগিয়ে দেই। হয়ে গেল আমাদের শহীদ মিনারের মডেল।

20220221_214608.jpg20220221_214933.jpg

20220221_215240.jpg

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

বাহ্ অসাধারণ। খুব সুন্দর করে শহীদ মিনার টি তৈরি করেছেন ভাইয়া। আপনি তো এখন প্রতি একুশে ফেব্রুয়ারীতে নিজের বাসায় শহীদদের প্রতি সম্মান জানাতে পারবেন নিজের তৈরি করা শহীদ মিনারে। কারণ শুধু শাহবাগের শহীদ মিনারে নয়,যেকোনো শহীদ মিনারে নিজের মন থেকে চাইলে শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো যায়। সুন্দর করে উপস্থাপন করেছেন সবকিছু। ভালো লাগলো আপনার পোস্টটি। অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

জি আপু ছোটবেলায় আমরা এভাবে শহীদ মিনার তৈরি করে তাতে ফুল ছিটিয়ে দিতাম। অনেক বছর পর আজ নিজেই আবার একটি শহীদ মিনার বানালাম। আসলে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি যথার্থ সম্মান জানানো আমাদের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। আপনার মতামত টি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু

 2 years ago 
প্রথমে আপনাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক শুভেচ্ছা জানাই। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে শহীদ মিনার বানিয়েছেন। আপনি খুব দক্ষতার সাথে কাজটি করেছেন দেখেই বুঝা যাচ্ছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
 2 years ago 

আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

আপনাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই। ভাষার প্রতি শ্রদ্ধা রেখে, ভাষার জন্য জীবন দেওয়া শহীদের প্রতি ভালোবাসা রেখে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি শহীদ মিনারের মডেল তৈরি করেছেন যা দেখতে অনেকটা বাস্তব শহীদ মিনারের মতোই লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

 2 years ago 

সকল ভাষা শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, তাদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি।

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে শহীদ মিনার তৈরি করেছেন বেশ অসাধারণ হয়েছে। কাগজের তৈরি শহীদ মিনারটি দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। এত সুন্দর পোস্ট শেয়ার করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার জন্যেও রইল শুভকামনা। সেইসঙ্গে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য

 2 years ago 
ওয়াও রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর একটি শহীদ মিনার তৈরি করেছেন ভাইয়া। দেখে মনটা ভরে গেল। ভাষার প্রতি আমাদের প্রত্যেকের উচিত সম্মান জানানো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর ভাবে রঙিন পেপার দিয়ে একটি শহীদ মিনার তৈরি করে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি লাল গোলাপের শুভেচ্ছা রইল,,,,,
 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে পোস্টটি দেখা এবং পড়ার জন্য

 2 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে কাগজের তৈরি শহীদ মিনারের মডেল তৈরি করেছেন দারুন হয়েছে দেখে অনেক ভালো লাগলো নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 2 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে। অসংখ্য ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

আসলেই দাদা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ এই আমার বাংলা ব্লগের মাধ্যমে দেশ-বিদেশে অনেকেই বাংলা ভাষা সম্পর্কে আরো পরিচিত হচ্ছে।
ভাইয়া রঙিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার একটি শহীদ মিনার তৈরি করেছেন। আপনার শহীদ মিনারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। একেবারে ইউনিক একটি আইডিয়া মনে হয়েছে আমার কাছে।

 2 years ago 

জি আপু, অনেকেই যেমন বাংলা ভাষার সঙ্গে পরিচিত হচ্ছেন তেমনি আমরাও মন খুলে ব্লগিং করতে পারছি। নিজের ভাষায় সবকিছু প্রকাশ করায় যে স্বাচ্ছন্দ অন্য কোন ভাষাতে তা এত সহজে পারা যায় না। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সব সময় উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

প্রথমেই আপনাকে জানাই ভাষা দিবসের শুভেচ্ছা।
ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি কৃত শহীদ মিনারটি চমৎকার হয়েছে ।খুব সুন্দর করে আপনি শহীদ মিনার টিকে তৈরি করেছেন ।দেখে বোঝাই যাচ্ছে না যে এটি কাগজ দিয়ে তৈরি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি শহীদ মিনার শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই মন্তব্যটি শেয়ার করার জন্য

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারাবিশ্ব যেন এভাবেই পালন করে থাকেন এই কামনাই করি। আপনি অনেক সুন্দর করে ওই ভাইয়ের স্মরণে শহীদ মিনার তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। আপনার তৈরি করা শহীদ মিনারটি অনেক সুন্দর লাগতেছে। আপনাকে অনেক ধন্যবাদ শহীদ ভাইদের উদ্দেশ্যে কয়েক ঘন্টা সময় নিয়ে তাদের স্মরণে এই শহীদ মিনারটি তৈরি করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর এই মতামতটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে রঙিন কাগজ ব্যবহার করে শহীদ মিনারের একটি মডেল তৈরি করে আমাদের সকলের মাঝে অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনি অনেক ইউনিক ধরনের একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। সত্যিই আমি রীতিমত মুগ্ধ আপনার এই রকম একটি শহীদ মিনার তৈরি দেখে। এত সুন্দর একটি শহীদ মিনার আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর ভাবে মন্তব্য করে উৎসাহিত করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58665.81
ETH 3153.57
USDT 1.00
SBD 2.44