বর্ষার আকাশ ও আমার ফটোগ্রাফি। ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ২৪ আষাঢ়/৮ জুলাই| ১৪২৯, বঙ্গাব্দ/২০২২ খ্রিষ্টাব্দ | শুক্রবার | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ঋতু বৈচিত্র্যে যে পরিবর্তন এসেছে তা এখন অনেকটাই স্পষ্ট। বর্ষাকালের শুরুতেই শরৎকালের আভাস দেখা যাচ্ছে প্রকৃতিতে। অন্যদিকে শরৎকালের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। আষাঢ় মাসের এই শেষ দিকে আকাশের দিকে তাকালে মনটা উদাস হয়ে যায়। গতকাল ঘুরতে গিয়েছিলাম নদীর দিকে। নদী এবং আকাশের এই মিতালির কিছু ছবি তুলে নিয়েছি সেখান থেকে। সেগুলোই শেয়ার করব আজ আপনাদের সঙ্গে।

আলোকচিত্রঃ ১


20220707_184002.jpg

20220707_183148.jpg

নৌকায় করে যখন ফিরে আসছিলাম পদ্মা নদীর চর থেকে। তখন দূরে অস্তমিত সূর্য ইটভাটার চিমনির উপরে ঝুলে ছিল। আর পানিতে ছিল এক সোনালী ছায়া। এটা এমন এক সৌন্দর্য, কোন এক মহান শিল্পী যার স্রষ্টা। এই সৌন্দর্য শুধু উপভোগ করা যায় ভাষায় প্রকাশ করা যায় না।


আলোকচিত্রঃ ২

20220707_183111.jpg

20220707_183050.jpg

আজকের প্রায় সবগুলো ছবি নদী এবং আকাশ কেন্দ্রিক। উপরের ছবি দুটো পদ্মার চর এলাকা থেকে তোলা। পারাপারের জন্য আমরা যখন ট্রলারের অপেক্ষায় ছিলাম তখন দেখলাম মাল বোঝাই একটি কার্গো গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। সূর্যের সামনে আসতেই ক্যামেরায় ক্লিক করে দিলাম।


আলোকচিত্রঃ ৩

20220707_164732.jpg

20220707_164626.jpg

ছবি দেখে মনে হতে পারে এটা শরৎকাল। শরৎকালে যেমন নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা উড়ে বেড়ায়। এই সময়ে ঠিক একই আবহাওয়া বিরাজ করছে। এ থেকেই সন্দেহ দেখা দিতে পারে ঋতু বৈচিত্র আজ অনেকটাই হুমকির মুখে। আর নদীতে পালতোলা দেখলাম অনেকদিন পর। তাই ছবি তোলার লোভ সামলাতে পারলাম না।


আলোকচিত্রঃ ৪

20220707_173830.jpg

আমি ছবিটার নাম দিয়েছি স্বর্গীয় মেঘ। শেষ বিকেলে সূর্য যখন প্রায় দিগন্তে হেলে পড়েছে ঠিক সেই সময় একখন্ড বিশাল আকৃতির মেঘ সূর্যটাকে ঢেকে দিল। আর সূর্যের আলো মেঘের চারিদিকে এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছিল।


আলোকচিত্রঃ ৫

20220707_164232.jpg

এটা নদীর পারে ভাসমান একটি রেস্টুরেন্ট থেকে তোলা। রেস্টুরেন্টের নাম রিভারভিউ। চটপটি, ফুচকা, চা-কফি, নুডুলসহ হালকা স্নাক্স জাতীয় খাবার পাওয়া যায় এই রেস্টুরেন্টে। তবে সবচাইতে আকর্ষণীয় দিক হচ্ছে ইজি চেয়ারেবসে বিকেল বেলা নদীর খোলা বাতাসে আড্ডা দেবার ব্যবস্থা।


আলোকচিত্রঃ ৬

20220707_164835.jpg

20220707_164815.jpg

এই ছবি দুটি ও একই জায়গা থেকে তোলা। একটা সেভেন আপের বোতল নিয়ে যখন খাচ্ছিলাম হঠাৎ দেখলাম একটা বোলতা এসে বসে পড়লো বোতলের ক্যাপ এ। আল্লাহই জানে এই সেভেন আপের বোতলের মধ্যে কি পেল এই বোলতা। বসল তো বসলো আর যাবার খবর নেই।

আলোকচিত্রঃ ৭

20220708_122644.jpg

এটা আমাদের ছাদ বাগানের টবে লাগানো মরিচ। কিছুদিন আগে এই মরিচের ছবিগুলো আমি শেয়ার করেছিলাম। তখন ছিল সবুজ বর্ণের আর এখন পেকে টকটকে লাল বর্ণ ধারণ করেছে। দেখতে কি চমৎকার তাই না ।

আজকের মতো এতোটুকুই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
LocationLink
Sort:  
 2 years ago 

বর্ষার আকাশের অসাধারণ কিছু আলোচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো দেখে বিশেষ করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নম্বর ফটো সবথেকে বেশি ভালো হয়েছে

 2 years ago 

প্রকৃতি আসলে এত সুন্দর যা ফটোগ্রাফি বা ভাষায় প্রকাশ করার মত নয়। শুধু অনুভব করা যায়। ধন্যবাদ প্রতিনিয়ত উৎসাহ দেবার জন্য।

 2 years ago 

বর্ষার সিজন কখন আসে বৃষ্টি কোন গ্যারান্টি নেই, এমত অবস্থায় অনেক দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনি, এবং সে ফটোগ্রাফি গুলো আমাদের সাথে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই এখন ঋতু পরিবর্তন হয়ে এমন অবস্থা দাঁড়িয়েছে যে কোন সিজন কখন আসে বোঝার উপায় নেই। ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার সাথে আমি ও একমত ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। সত্যিই আপনার ফটোগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে নীল আকাশের সৌন্দর্যময় দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে এবং সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ছিল।

 2 years ago 

আসলে এই সময়ে আকাশের লুক এত সুন্দর থাকে যা বলার মত নয়। শুধু একটা ক্যামেরা হলেই যে কেউ এই মুহূর্তগুলো ধারণ করে রাখতে পারে। ধন্যবাদ উৎসাহ দেবার জন্য

 2 years ago 

এই কয়েকদিন আকাশ ও পানি এবং অস্তমিত সূর্য দৃশ্য নিয়ে অনেকগুলো ফটোগ্রাফ দেখলাম । প্রতিটি ফটোগ্রাফ অনেক সুন্দর। হৃদয় কেড়ে নেয়ার মত ফটোগ্রাফ।
ধন্যবাদ ভাই এত সুন্দর ফটোগ্রাফ গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি ও প্রতিনিয়ত এমন ছবিগুলো দেখি আর অবাক হই। একদিকে যেমন ভালো লাগে তেমনি বিস্মিত হই। প্রকৃতি কত সুন্দর।

 2 years ago 

আপনি ফোটগ্রাফি করার জন্য খুব ভালো দুটি জিনিস এক সঙ্গে পেয়েছেন। নদী ও আকাশ। আকাশের ছবি তুলতে বসলে তুলে শেষ করা যায় না। এত সুন্দর সুন্দর রূপ ধারণ করে। তাছাড়া নদী ও আকাশ মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশের তৈরি হয়। আমার কাছে আপনার এক ও পাঁচ নম্বর ফোটগ্রাফি দুই অসাধারণ লেগেছে। আর আপনার বলতার ছবি দেখে ভেবেছিলাম মেরে ফেলে রেখেছেন ছবি তোলার জন্য। এমন গোল মরিচ আগে কখনো দেখি নি।

 2 years ago 

আপনার মত কিছু সদস্য আছে বলেই এখনো আমার বাংলা ব্লক কমিউনিটি টিকে আছে। আমার তোলা ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন আপু।

 2 years ago 

বর্ষার আকাশ ও আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। বিশেষ করে স্বর্গীয় মেঘ এবং ভাসমান মেঘ সত্যিই খুব সুন্দর দেখাচ্ছিল।
বেশ মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্য। আর আপনার ছাদ বাগানের মরিচ গাছের ছবি অসাধারণ ছিল।
শুভ কামনা রইল আপনার জন্য 💌

 2 years ago 

আপনার জন্যেও শুভকামনা। সেই সঙ্গে আমার পোস্টে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই মনোমুগ্ধকর ছিল। আমার কাছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ লেগেছে যেগুলো বলার ভাষা আমার নেই। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে। আপনি প্রশংসার যোগ্য। কোন দিক থেকে আপনার প্রশংসা শুরু করব বুঝতে পারছি না। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হাহাহাহা। আপনার ফটোগ্রাফিও আমার কাছে খুবই ভালো লাগে। তবে আপনার করা প্রশংসা একটু বেশি বেশি মনে হলো। ঠিক এই প্রশংসা গুলো আসলে আপনার প্রাপ্য। ধন্যবাদ ভাই

 2 years ago 

ভাই সত্যি বলতে নদী এবং আকাশের এইরকম অপার লীলাভূমি অনেকদিন হলো দেখিনা। নীল আকাশের নিচে সুন্দর জলরাশি। এককথায় অসাধারণ। দারুণ করেছন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য। দিয়ে রয়েছে লাগল চমৎকার।।

 2 years ago 

নদী এবং আকাশ আসলেই দারুন একটা কম্বিনেশন। ভালো না লাগার মত কিছু নেই এই দুটি জিনিস একসাথে হলে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ইটের ভাটার উপর সূর্যি মামা টাকে দেখতে বেশ সুন্দর লাগছে। এবং ভালো লাগছে নদীর উপরে সূর্যের সোনালী ছায়া।এবং খুব সুন্দর হয়েছে সুনীল আকাশের মন মুগ্ধ কর ছবি গুলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

সবগুলো ছবির মধ্যে ব্যক্তিগতভাবে এই ছবিটা আমার কাছে ও সবচাইতে বেশি সুন্দর মনে হয়েছে। আসলে গোধূলির এই আলো মানুষকে কেমন যেন উদাস করে দেয়। ধন্যবাদ আপু

 2 years ago 

জাস্ট অসাধারণ বর্ষার আকাশ ও কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। মাঝে মাঝে এরকম নদীর মাঝে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে ধন্যবাদ আপনার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি পোস্টগুলো করতে এবং দেখতে আমার কাছেও খুবই ভালো লাগে কিন্তু সময়ের অভাবে সব সময় বাইরে বের হওয়া হয় না। বা হলেও ছবি তোলার মতো অবস্থা থাকে না। শুভকামনা আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61110.96
ETH 2649.39
USDT 1.00
SBD 2.58