ভালোলাগা কিছু ফটোগ্রাফি। 10% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ১০ আষাঢ়/২৪ জুন| ১৪২৯, বঙ্গাব্দ/২০২২ খ্রিষ্টাব্দ | শুক্রবার | বর্ষাকাল |


GridArt_20220624_183318048.jpg

আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। ফটোগ্রাফি করা আমার শখ। অনেকটা নেশার মতো। ইদানিং ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগছে। বর্ষার এই সময়ে প্রকৃতি থাকে মনমুগ্ধকর। বিশেষ করে ক্ষণে ক্ষণে আকাশ এর রং বদল আমার কাছে অভাবনীয় লাগে। এই মেঘ এই রোদ্দুর। আবার হঠাৎ হঠাৎ দেখা যায় রংধনু। মাঝে মাঝে মনে হয় আকাশের এই মনমুগ্ধকর রূপ দেখেই একটি জীবন অনায়াসে কাটিয়ে দেয়া যায়। বেশ কয়েকদিন ধরে প্রতিদিন বিকেলে বাইক নিয়ে বেরিয়ে পড়ি। বিভিন্ন এলাকায় যাই আর সেই সঙ্গে চলতে থাকে আমার ছবি তোলা। বাছাই করা এমন কিছু ছবি নিয়েই আমার আজকের আয়োজন।

আলোকচিত্রঃ ১


20220611_175440.jpg

20220611_175224.jpg

Location

ঝাকি জালে মাছ ধরার একটি দৃশ্য। পদ্মা একটা বিশাল নদী। বর্ষার পানিতে নানা রকম মাছে ভরে উঠেছে এ নদী। একজন জেলেকে দেখলাম জাল দিয়ে মাছ ধরায় ব্যস্ত। প্রায় ত্রিশ/ চল্লিশ টা শট নেয়ার পরে কাঙ্খিত ছবি গুলো তুলতে পারলাম।


আলোকচিত্রঃ ২

20220611_175644.jpg

20220611_175635.jpg

Location

দিগন্তবিস্তৃত মাঠের মধ্যে বিকেল বেলায় দুইটি ঘোড়া ঘাস খেয়ে বেড়াচ্ছে। এই জায়গাটি আমাদের খুবই প্রিয় একটা জায়গা। আমাদের বাড়ি থেকে প্রায় ১৪/১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটিতে আমরা মাঝে মাঝেই আড্ডা দেই। তবে সম্ভবত আর কিছুদিনের মধ্যেই পানির নিচে তলিয়ে যাবে এই স্থানটি।


আলোকচিত্রঃ ৩

20220619_182117.jpg

20220619_182115.jpg

Location

এটা হচ্ছে কড়াই গাছ এর একটি ফুল। স্থানীয়ভাবে এই গাছটিকে রেন্ডি কড়াই বলা হয়ে থাকে। যদিও আসল নাম রেইনট্রি। কাঠের জন্য এই গাছগুলো খুবই ভালো। তবে ফুল গুলো দেখতে অসাধারণ। বেশ খানিকটা উপরে অবস্থিত হওয়ায় ছবিগুলো তোলার সময় ক্যামেরার লেন্স কিছুটা জুম করতে হয়েছে।


আলোকচিত্রঃ ৪

20220619_181444.jpg

20220619_181409.jpg

Location

সূর্যাস্তের কিছুটা আগের একটি দৃশ্য। নদী তীরে অবস্থিত এই নিরিবিলি রাস্তাটিতে প্রত্যেকদিন বিকেলেই অসংখ্য মানুষ হাঁটাহাঁটি করতে বের হয়। গাড়ি-ঘোড়া তেমন একটা চলে না বলেই হয়তো হাঁটার জন্য এই রাস্তাটা উত্তম। শেষ বিকেলের পড়ন্ত আলোয় চারিদিক কেমন উদ্ভাসিত হয়ে আছে।


আলোকচিত্রঃ ৫

20220620_180843.jpg

20220620_180058.jpg

Location

এগুলো ভুট্টার দানা। চর এলাকার মাটি ভুট্টা চাষের জন্য দারুন উপযোগী। তাই পদ্মার চরে প্রচুর ভুট্টা চাষ হচ্ছে ইদানিং। যদিও এগুলো গো খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ভুট্টাগুলো শুকিয়ে মেশিনে ভাঙিয়ে তার সাথে অন্যান্য পুষ্টিকর খাদ্য দ্রব্য মিশিয়ে গরু-ছাগলের জন্য তৈরি হয় ফিড। এছাড়া গরীব মানুষেরা ভুট্টার আটাও খেয়ে থাকে। ভুট্টা খেতে যেমনই হোক না কেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর। তাই শুকাতে দেয়া কিছু ভুট্টার দানার ছবি তুলে নিলাম ক্যামেরায়।


আলোকচিত্রঃ ৬

20220621_182355.jpg

20220621_182350.jpg

Location

ফরিদপুর শহরের সিএন্ডবি ঘাট এলাকার একটি স্লুইস গেট। একসময় এই স্থানটি ফরিদপুর বাসীদের কাছে খুবই জনপ্রিয় ছিল কিন্তু কালের বিবর্তনে এখন আর লোকজন তেমন একটা আসেনা। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিকেল বেলায় বেশ কিছু ছেলেপেলে এই উঁচু স্থান থেকে বিপদজনক জায়গায় লাফালাফিতে মেতে উঠেছে। এটা এদের কাছে দারুণ আনন্দের বিষয় হলেও ঘটতে পারে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা।

আলোকচিত্রঃ ৭

20220621_182450.jpg

20220621_182436.jpg

Location

একই জায়গা থেকে তোলা আকাশের একটি ছবি। একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে চেনা জিনিসও অচেনা লাগে। এই জায়গাটির দুইপাশে বড় বড় বোল্ডার দিয়ে বেঁধে দেয়া। এই বোল্ডার এর নিচের দিকে দাঁড়িয়েই আকাশের ছবিটি তুলেছিলাম। ক্ষণে ক্ষণে রং বদলানো আকাশ আমার কাছে কিন্তু দারুণ লাগে।

আজকের মতো এতোটুকুই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

ভালোলাগা কিছু চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। ঘোড়ার ছবিটি দেখে অনেক ভালো লাগলো। অনেক দিন হলো ঘোড়া 🐎 দেখিনি। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

কমেন্টের মধ্যে আপনার ব্যবহৃত লোহো গুলো আমার কাছে খুবই ভালো লাগে। সত্যি বলতে কি সবসময়ই ইউনিক কিছু করার চেষ্টা করেন আপনি। সাধুবাদ জানাই আপনার প্রচেষ্টাকে। ধন্যবাদ

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। বিশেষ করে মাছ ধরার ছবিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। সবগুলো প্রাকৃতিক ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে যে শেষ বিকেলের ছবিগুলো তুলেছেন। সে যদি আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে বর্ষাকালের এই প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে ভালো ফটোগ্রাফার না হলেও চলে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার পোষ্টের দারুন টাইটেল দিয়েছেন ভাই, ভালোলাগা কিছু ফটোগ্রাফি। সত্যিই তাই আপনার ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগছে। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এই মেঘ এই রোদ্দুর আর এরকম মনমুগ্ধকর পরিবেশে ফটোগ্রাফি অনেক অনেক সুন্দর হয়। আপনার ফটোগ্রাফিতে দিগন্তবিস্তৃত মাঠের মধ্যে বিকেল বেলায় দুটি ঘোড়া ঘাস খাচ্ছে, এবং সূর্যাস্তের কিছুটা আগের একটি দৃশ্য, নদীর তীরে অবস্থিত এই নিরিবিলি রাস্তাটি দেখতে আমার কাছে সব থেকে ভালো লেগেছে। এছাড়াও অন্যান্য ফটোগ্রাফি গুলো দেখার মত হয়েছে। এত চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ইদানিং ঘোরাফেরা বেশি হচ্ছে তাই ছবিও জমে যাচ্ছে অনেক। চিন্তা করলাম এত ছবি জমিয়ে না রেখে পোস্ট করে দেই। আমার ছবিগুলো আপনার ভালো লাগে এটা জেনে সত্যিই উৎসাহিত বোধ করি। ধন্যবাদ ভাই

অসাধারণ ফটোগ্রাফি করেছেন। দিগন্তবিস্তৃত মাঠে বিকেল বেলার একটি ঘোড়ার ছবিটি খুব ভালো লেগেছে। সূর্যাস্তের আগের দৃশ্যটিও চমৎকার। প্রফেশনাল ফটোগ্রাফার এর দক্ষ হাতের কাজ মনে হচ্ছে। এভাবেই কাজ চালিয়ে যান খুব শীঘ্রই আপনি আপনার লক্ষ্যে পৌছুতে পারবেন। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 2 years ago 

আসলে প্রফেশনাল হবার তেমন কোনো ইচ্ছে আমার নেই। সখ থেকে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর আমার বাংলা ব্লগ কমিউনিটি এই সখ পূরণের খুবই ভালো একটা জায়গা। ধন্যবাদ

 2 years ago 

ওয়াও আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি অনেক মুগ্ধ হয়েছি বিশেষ করে আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি খুব স্পষ্টভাবে তুলতে সক্ষম হয়েছেন। এছাড়াও আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ঘোড়ার ঘাস খাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি টা এছাড়াও প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি খুবই নিখুঁত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ‌‌। সবমিলিয়ে মানসম্মত এবং দারুন একটি পোস্ট ছিল ভাই।

 2 years ago 

ব্যক্তিগতভাবে আমি নিজেও ফটোগ্রাফি পোস্টগুলো পছন্দ করি। চেষ্টা করি প্রত্যেকের ফটোগ্রাফি পোস্ট গুলো একবার হলেও দেখতে। কারণ একটা ছবি অনেক কথা বলে। ধন্যবাদ ভাই

 2 years ago 

দুর্দান্ত কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই, বেশ চমৎকার লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। বিশেষ করে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ক্যাটাগরির ফটোগ্রাফি তুলে ধরেছেন।ভালো লাগলো ভাই।ভালো থাকুন।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ও আমার অনেক ভালো লাগলো। প্রতিনিয়ত দুর্দান্ত সব মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার সাপ্তাহিক ফটোগ্রাফি পোস্ট বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলে ধরেন আজকের পোস্টটি অসাধারণ কিছু ফটোগ্রাফি উপস্থাপন করেছেন খুবই ভালো লাগলো বিশেষ করে মাছ ধরার দৃশ্য এবং আকাশের দৃশ্য সবথেকে বেশি ভালো ছিল

 2 years ago 

মাছ ধরার দৃশ্য গুলো ধারণ করতে আমাকে আসলেই অনেক পরিশ্রম করতে হয়েছে। ওই জেলেদের সঙ্গে অনেকটা পথ হেঁটেছি। তারপর কম করে হলেও 40/50 টা শট নেওয়ার পর পছন্দমত ছবিগুলো ধারণ করতে পেরেছি.।ধন্যবাদ

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া বর্ষার এই সময় প্রকৃতি থাকে মনমুগ্ধকর। অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া। বিশেষ করে নদীতে মাছ ধরা ও নীল আকাশের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বর্ষার এই সময়টা আমার কাছে খুবই প্রিয়। বিশেষ করে আকাশে হালকা মেঘ এর ওড়াউড়ি আর ঝকঝকে রোদ, সবুজ গাছপালা আর ফ্রেশ আবহাওয়া খুবই ভালো লাগে। সুন্দর একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রথম ছবিটিতে ফাটিয়ে দিয়েছেন 🤗
জেলের জাল ফেলার মূহূর্ত সত্যিই অসাধারণ ছিল আর বেশ কষ্ট করেছেন ছবিটির জন্য বললেন।
যাক প্রতিটি ছবি অসাধারণ ছিল ভাই।

 2 years ago 

একটা জিনিস বুঝতে পারিনা। পোস্ট করার আগ পর্যন্ত ছবির কোয়ালিটি ভালো থাকে। জাস্ট পোস্ট করার সঙ্গে সঙ্গেই ছবি গুলো কেমন ফ্যাকাসে হয়ে যায়। উৎসাহ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

প্রথম ছবিটি ফাটিয়ে দিয়েছেন মানে বোঝাতে চেয়েছি দারুন হয়েছে 👌 আপনার এই ছবিগুলো ঠিক আছে ভাই 🤗
চালিয়ে যান ✨

 2 years ago 

আনকমন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ঘোড়া গুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। তাছাড়া অসংখ্য ভুট্টার দানা দেখি খুব সুন্দরভাবে জড়ো করে রেখেছে। গ্রামীণ সব ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। সবমিলিয়ে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।

 2 years ago 

আমি নিজেও এমন খোলা মাঠে অনেকদিন পর ঘোরা দেখলাম। তাই চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনার ভালো লেগেছে জেনে সত্যিই আনন্দিত হলাম। ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60340.89
ETH 2615.66
USDT 1.00
SBD 2.56