এসো নিজে করি (রঙিন কাগজের তৈরি ফুল)। ১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ৭ ফাগুন | ১৪২৮ , বঙ্গাব্দ | রবিবার | শীত-কাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। শুরুতেই সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা। ঋতুরাজ বসন্তের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গাছে গাছে ফুলের সমারোহ সেইসঙ্গে গাছগুলো ভরে ওঠে নতুন কচি পাতায়। শীত এবং গরমের মাঝামাঝি এই সময়টা সত্যিই অনেক উপভোগ্য। এসো নিজে করির আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাগজের তৈরি একটি ভিন্ন ধরনের ফুল। ফুলটি সম্পুর্ন আমি নিজেই নিজের মতো করে তৈরি করেছি। সামান্য কয়েক রকমের রঙিন কাগজ আর দু একটি উপকরণ এর সাহায্যে আপনিও চাইলে বানিয়ে ফেলতে পারেন এমন একটি আকর্ষণীয় রঙিন ফুল। ঘরের দেয়ালে বা দরজার উপরে আঠা দিয়ে লাগিয়ে রাখতে পারেন এই ফুল। আসুন তাহলে শুরু করা যাক।


20220220_014144.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল
  • কার্ডবোর্ড
20220219_234216.jpg20220219_233001.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

২×৬ ইঞ্চি দৈর্ঘ্যের একখণ্ড গোলাপী কাগজ নেই। পেন্সিল দিয়ে কাগজের উপর সুন্দর একটি পাতা অঙ্কন করি। এবার কাঁচি দিয়ে দাগ বরাবর পাতাটি কেটে নেই। একই ভাবে ১২/১৩ টি পাতা তৈরি করি।

20220220_000451.jpg20220220_000300.jpg

ধাপ-২ঃ

গোল করে কাটা 1 খন্ড কার্ডবোর্ড নিয়ে গোলাপী পাপড়ির সঙ্গে আঠা দিয়ে চিত্রে প্রদর্শিত ভাবে একটির উপর একটি করে লাগিয়ে দেই।

20220219_233235.jpg20220219_233645.jpg20220220_001829.jpg

ধাপ-৩ঃ

গোলাপী পাপড়িগুলো লাগানো শেষ হয়ে গেলে 1 নং ধাপ এর অনুসরণে লাল রঙের কিছু পাপরি তৈরি করি। যেগুলো আকারে গোলাপী পাপড়ির চাইতে কিছুটা ছোট হবে। আঠা দিয়ে এগুলোকেও গোলাপী পাপড়ির ওপর গোল করে লাগিয়ে দেই।

20220220_004404.jpg

ধাপ-৪ঃ

একই পদ্ধতি অনুসরণ করে আগের লাল পাপড়িগুলোর চাইতে সাইজে আরও কিছু ছোট আকৃতির লাল পাপড়ি তৈরি করি। এগুলো কেউ বড় লাল পাপড়ির ওপর আঠা দিয়ে গোল করে লাগিয়ে দেই।

20220220_010658.jpg

ধাপ-৫ঃ

চতুর্থ সাড়িতে আগের লাগানো লাল পাপড়িগুলোর চাইতে কিছুটা ছোট আকৃতির হলুদ পাপড়ি তৈরি করি। এগুলোকেও আঠা দিয়ে লাল পাপড়িগুলোর উপরে লাগিয়ে দেই। মোট 4 সারি পাপড়ি একটির উপর একটি করে লাগিয়ে দেয়া হলো। আপনারা চাইলে আরো বেশি পাপড়ি ব্যবহার করতে পারেন।

20220220_012624.jpg

ধাপ-৬ঃ

এবার 10 ইঞ্চি লম্বা ও আধা ইঞ্চি চওড়া একখণ্ড সবুজ কাগজকে কাঁচি দিয়ে চিত্রের মত করে ফালি ফালি করে কেটে পেচিয়ে রোল বানাই।

20220220_012823.jpg20220220_170814.jpg
20220220_171024.jpg20220220_171347.jpg

ধাপ-৭ঃ

সবুজ এই রোলটি হলুদ পাপড়িগুলোর মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দেই। এরপর শক্ত কিছুর সাহায্যে চাপ দিয়ে কিছুটা চেপে দেই। হয়ে গেল আমাদের রঙিন কাগজের তৈরি আকর্ষণীয় ফুল। কেমন লাগলো আশা করি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

20220220_014144.jpg

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। ফুল তৈরি করার ক্ষেত্রে আপনি খুবই সুন্দর সুন্দর রঙিন কাগজ ব্যবহার করেছেন। আপনি খুবই সুন্দর ভাবে ফুল তৈরির প্রক্রিয়াকে আমাদের মাঝে দেখিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি ফুল তৈরি পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জাস্ট অসাধারণ রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি রঙিন ফুল তৈরি করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ফুল দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সত্যিই আমি মুগ্ধ আপনার এরকম রঙিন কাগজের রঙিন ফুল দেখে। ধন্যবাদ আপনাকে এরকম একটি রঙিন ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 
ভাই আপনার আজকের তৈরি রঙিন কাগজের ফুল টি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। খুবই চমৎকার ভাবে সহজ পদ্ধতিতে এবং ধৈর্য সহকারে আপনি আজকে এই কারুকার্য টি সম্পন্ন করেছেন এবং তা ধাপে ধাপে আমাদের মাঝে বেশ সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজু ভাই। সুন্দর এই মতামত শেয়ার করার জন্য

 3 years ago 

আপনার তৈরি করা রঙ্গিন কাগজের ফুল দেখতে সত্যি অতুলনীয় লাগছে । আপনি খুবই চমৎকার ভাবে সাজিয়ে গুজিয়ে রঙ্গিন কাগজ ব্যবহার করে অনেক চমৎকার একটা ফুল আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন এটি সত্যি অনেক প্রশংসনীয় । এ কাজটি অনেক পরিশ্রমী একটা কাজ কেননা এর আগে আমি এমন পোস্ট করেছিলাম এতে অনেক ধৈর্য্য এবং পরিশ্রম প্রয়োজন। সত্যিই আপনার ক্রেয়েটিভিটি দেখে আমি মুগ্ধ হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার পোস্টে উৎসাহমূলক এই মন্তব্যটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago (edited)

সকাল থেকে এ পর্যন্ত অনেকগুলা রঙিন কাগজের কাজ দেখেছি। তার মধ্যে কিছু কাজ বেশি ভালো লেগেছে তার মধ্যে এটি একটি। অনেক ধন্যবাদ আপনাকে, ফ্যামিলির সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক বড় একটা ফুল তৈরি করেছেন। দেখতে অনেক চমৎকার হয়েছে। কালার কম্বিনেশন টা ভালো ছিল। আসলেই হ্যান্ডিক্রাফট তৈরি করতে অনেক ধৈর্য লাগে। উপস্থাপনার বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

বাহ আপনি তো খুব চমৎকার করে একটি ফুল তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে আপনি খুব অসাধারণ ভাবে এটি তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সময় দিতে হয়েছে আপনাকে এটি তৈরি করার জন্য। কষ্ট করে বানালেও শেষের ফলাফল খুব ভাল হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

একজন ভাল ব্লগারের মন্তব্য আমার জন্য অত্যন্ত উৎসাহমূলক। শুভকামনা রইল আপু আপনার জন্য

 3 years ago 

প্রতিটি ধাপ ছিল চমৎকার। তাছাড়াও কালারের ব্যবহার ছিল অসাধারণ।

পর্যায় গুলো অনুসরণ এবং সমস্ত বিষয় খেয়াল রেখে খুব চমৎকার কাগজের ফুল তৈরি করেছেন। অনেক ভালো লাগলো

 3 years ago 

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

এই ফুলটি তো বেশ সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে তৈরি এই সুন্দর ফুল দেখতে মনে হচ্ছে যেন একটা পদ্মফুল।আপনি খুব সুন্দর করেই এই ফুলটি তৈরি করেছেন ভাইয়া।আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু দেখতে অনেকটা পদ্ম ফুলের মতোই হয়েছে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি যথেষ্ট সুন্দর হয়েছে। আপনি খুব দক্ষতার সাথে রঙিন কাগজ ব্যবহার করে ফুলটি তৈরি করেছেন। বিভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করেছেন বলেই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আমার কাছে খুবই ভালো লাগলো এত সুন্দর উপস্থাপন করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

রিপন ভাই মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.040
BTC 101672.76
ETH 3666.48
USDT 1.00
SBD 3.15