এসো নিজে করি (শামুকের অরিগ্যামি)। 10% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ২৩ মাঘ | ১৪২৮ , বঙ্গাব্দ | রবিবার | শীত-কাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। একটু আগে দাদার একটি ঘোষনা দেখলাম। আজ ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ সংগীত শিল্পী লতা মুঙ্গেসকার পরলোক গমন করেছেন। খবরটা শুনে ভীষণ মন খারাপ হয়ে গেল। এমন ক্ষণজন্মা প্রতিভাবান একজন শিল্পীর অভাব কোনদিনও পূরণ হবার নয়। তার পরেও যেহেতু সবাইকেই এই পথে একদিন যেতে হবে তাই কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই করার নেই। যাইহোক আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রঙিন কাগজের তৈরি একটি শামুকের অরিগামি। অরিগামি মূলত একটি জাপানিজ কৌশল। যেখানে কাগজ ভাঁজ করে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়। আমাদের এই কমিউনিটিতে বেশ কয়েকজন সদস্য আছেন যারা অরিগামি তৈরিতে বেশ সিদ্ধহস্ত। কিছুটা তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমিও কয়েকদিন যাবত অরিগামি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছি। কথায় আছে প্র্যাক্টিস মেকস আ ম্যান পারফেক্ট। হয়তো আমিও চেষ্টা করতে করতে একদিন ভালো অরিগামি তৈরি করার কৌশল শিখে ফেলবো। আসুন তবে শুরু করা যাক।


20220206_011441.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল
  • ছুরি

20220206_002127.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

প্রথমেই ৫ রঙের ৫ খন্ড রঙিন কাগজ কেটে নেই। প্রতিটি কাগজ প্রস্থে 1 ইঞ্চি হলেও দৈর্ঘ্যে একটির চাইতে আরেকটি কিছুটা বড় হবে।

20220206_003323.jpg

ধাপ-২ঃ

এবার প্রতিটি কাগজের এক প্রান্তের সঙ্গে আঠা দিয়ে অন্য প্রান্তের সঙ্গে জুড়ে দেই। যা দেখতে একেকটি রিং এর মত হবে।

20220206_003631.jpg

ধাপ-৩ঃ

এবার বড় কাগজের রিংটির মাঝে তার চাইতে কিছুটা ছোট রিংটি আঠা দিয়ে লাগিয়ে দেই। তার মাঝে তার ছোটটি। এভাবে ক্রমান্বয়ে বড় থেকে ছোট রিং গুলো চিত্রের মত করে লাগিয়ে দেই।

20220206_003918.jpg

ধাপ-৪ঃ

1 ইঞ্চি চওড়া ও 8 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একখণ্ড গোলাপী কাগজ নিয়ে চিত্রের মত করে আঠা দিয়ে লাগাই। এরপর বাড়তি অংশের ওপর পেন্সিল দিয়ে লেজের মত আকি।

20220206_004743.jpg

ধাপ-৫ঃ

পেন্সিলের দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে লেজ বানাই।

20220206_005713.jpg

ধাপ-৬ঃ

আরো দুই খন্ড গোলাপি কাগজ নিয়ে চিত্রের মত করে শামুকের দুইটি লম্বা চোখ বানাই।

20220206_005723.jpg

ধাপ-৭ঃ

চোখদুটির উপরিভাগে সাদা কাগজ গোল করে কেটে আঠা দিয়ে লাগিয়ে দেই। সাদা কাগজের মাঝখানে কলম দিয়ে চোখের মনি এঁকে দেই।

20220206_010422.jpg

ধাপ-৮ঃ

শেষ ধাপে লেজের সামনের অংশে পেন্সিল দিয়ে শামুকের মুখ আখি। চোখগুলো এবার মুখের সামনের অংশে আঠা দিয়ে লাগিয়ে দেই এবং সবশেষে লেজের অংশটির সঙ্গে দেহের অংশটি আঠা দিয়ে চিত্রের মত করে জোড়া লাগাই। হয়ে গেল আমাদের রঙিন কাগজের তৈরি শামুকের অরিগ্যামি।

20220206_010809.jpg20220206_010937.jpg20220206_011136.jpg

20220206_011418.jpg

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 3 years ago 

আপনি রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ একটি শামুকের অরগেমি তৈরি করেছেন, দেখে খুবই ভালো লাগলো অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি রঙিন কাগজের শামুকের অরগেমি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার পোষ্টে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ রবিউল ভাই

 3 years ago 

খুব সুন্দর করে শামুকের একটা অরিগামি বানিয়েছেন রঙিন কাগজ দিয়ে। খুব ভালো লাগলো দেখে।প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

বাহ্ ভাইয়া আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে শামুকের অরিগ্যামি তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আমার পোস্টে আপনার মতামত টি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

শামুকের অরিগ্যামি বানানোর পদ্ধতিটা দারুণ লেগেছে। ধাপগুলো সহজ করে দেখানোর জন্য ধন্যবাদ।শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

ওয়াও আপনি খুব সুন্দর ভাবে রঙ্গিন কাগজ দিয়ে শামুকের অরিগামি তৈরি করেছেন। আমার খুব ভালো লেগেছে আপনার সৃজনশীলতা দেখি। এত সুন্দর একটি অধিক আমি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

মন্তব্য করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

image.png

শামুকের অরিগ্যামি খুব সুন্দর একটা জিনিস শেয়ার করেছেন ভাইয়া। কাগজের তৈরি এই সব ডাই পোস্টগুলো দেখতে খুবই ভালো লাগে। খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

Daco_123427.png

 3 years ago 

আমার পোস্টে আপনার মতামত টা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর শামুকের অরিগ্যামি তৈরি করেছেন ভাইয়া। আমার কাছে তো আপনার শামুকের অরিগ্যামি খুবই চমৎকার লেগেছে ।কাগজের কালারটি ও চমৎকার বেছে নিয়েছেন ।যার জন্য আপনার পোস্টটি আরও বেশি আকর্ষণীয় লাগছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি শামুকের অরিগ্যামি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমি সত্যিই আনন্দিত। সেইসঙ্গে মতামতটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

শামুক দিয়ে তৈরি অরিগ্যামি এটি দেখতে খুব সুন্দর লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অনেক ধন্যবাদ এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

বেশ কিউট লাগছে তো শামুক এর অরিগাম টি।দারুন করে কাগজ দিয়ে বানিয়েছেন আপনি সেই সাথে দারুন উপস্থাপনা।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

সুন্দর এই মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে শামুকের দারুন একটি অরিগামি প্রস্তুত করেছেন দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে সত্যিই আপনার ইউনিট বুদ্ধি আর নতুন চিন্তাধারার তারিফ করতেই হয় শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

সুন্দর এই মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57500.86
ETH 2337.17
USDT 1.00
SBD 2.36