প্রকৃতির কিছু টুকরো টুকরো ছবি। ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ১৭ আষাঢ়/ ১ জুলাই| ১৪২৯, বঙ্গাব্দ/২০২২ খ্রিষ্টাব্দ | শুক্রবার | বর্ষাকাল |


GridArt_20220701_232512896.jpg

আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। বর্ষাকালের এই মাঝামাঝি সময়ে প্রকৃতি থাকে দারুণ সুন্দর। বিশেষ করে আকাশের দিকে তাকালে মনটা ভরে যায়। অনেকটা শরৎকালের আকাশের ছাপ পাওয়া যায় এ সময়। নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখলেই মনে হয় যেন কোন সুনিপন শিল্পীর আঁকা দৃশ্য। আর এজন্যই ইচ্ছে করে দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আসুন তবে দেখে নেয়া যাক গত কয়েকদিনে তোলা আমার কিছু আলোকচিত্র।

আলোকচিত্রঃ ১


20220626_162645.jpg

Location

গ্রাম এলাকায় ঘুরতে আমার দারুন লাগে। বিশেষ করে ফাকা মাঠের মধ্যে দিয়ে যখন বাইক চালিয়ে যাই তখন আশেপাশের প্রকৃতি দেখলে চোখটা জুড়িয়ে যায়। নিচে সবুজ মাঠ আর উপরে নীল আকাশে মেঘের আনাগোনা এমন দৃশ্য কার না ভালো লাগে।


আলোকচিত্রঃ ২

20220626_154844.jpg

20220626_154838.jpg

Location

এটি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত একটি মসজিদ। সবাই এটাকে বলে দরগা মসজিদ। দুপুরের রোদ্দুর উজ্জ্বল আবহাওয়ায় যখন গিয়েছিলাম ওই দিকে দূর থেকে মসজিদটি দেখতে চমৎকার লাগলো। তাই পকেটে থাকা ফোন বের করে তুলে নিলাম কয়েকটি ছবি।


আলোকচিত্রঃ ৩

20220626_154245.jpg

20220626_154238.jpg

Location

দেখতেই পাচ্ছেন এটাও আকাশ আর মেঘের ছবি। ছোটবেলায় আকাশে এমন মেঘ দেখলে মনে মনে অনেক কিছু কল্পনা করে নিতাম। কখনো আকাশের মেঘগুলো দিয়ে গাড়ি, কখনো হাতি, কখনো ঘোড়া মনে যা চাইতো তাই কল্পনা করে নিতাম। আর এই সাদা মেঘগুলো খুব দ্রুত পরিবর্তনশীল।


আলোকচিত্রঃ ৪

20220625_152844.jpg

20220625_152838.jpg

Location

আমাদের ছাদ বাগানে লাগানো রঙ্গন গাছে বসে থাকা একটি প্রজাপতি। সকালে যখন ছাদে গিয়েছিলাম দেখলাম একটা প্রজাপতি এই গাছ থেকে ও গাছে উড়ে উড়ে বেড়াচ্ছে। অনেক চেষ্টার পর পছন্দমতো কয়েকটি ছবি তুলতে পেরেছিলাম। আশা করি আপনাদের কাছেও খারাপ লাগবে না।


আলোকচিত্রঃ ৫

20220629_182434.jpg

20220629_182431.jpg

Location

এগুলো কিসের বাসা নিশ্চয়ই আপনাদেরকে বলে দিতে হবে না। তবে শহরে যাদের বসবাস তারা হয়তো চিনবেন না। হ্যাঁ এগুলো বাবুই পাখির বাসা। একসময় সাধারণত এগুলোকে গ্রামের তালগাছেই বেশি দেখা যেত কিন্তু ইদানিং এ পাখিগুলো একেবারেই দেখা যায় না। বাড়ি থেকে অনেক দূরে একটি গ্রামে ঘুরতে গিয়ে দেখেছিলাম এই বাসাগুলো।


আলোকচিত্রঃ ৬

20220701_165552.jpg

20220701_165550.jpg

Location

এই ফুলটির নাম আমার জানা নেই। স্থানীয়ভাবে এই ফুলটিকে আমরা কলা ফুল বলে থাকি। হলুদ রঙের এই ফুলটি দেখতে মনমুগ্ধকর। রাস্তার পাশ দিয়ে যাবার সময় একটা বাড়ির গেটের মধ্যে দেখতে পেয়েছিলাম এই ফুলগুলো। তাই দেখা মাত্রই তুলে নিয়েছি এই ফুলের ছবি।

আলোকচিত্রঃ ৭

20220701_165533.jpg

20220701_165531.jpg

Location

এই ফুলটি ও আমার একেবারেই অচেনা। বেশ কয়েকবার দেখে থাকলেও নাম আমার জানা নেই। আজকেই চলতি পথে দেখতে পেয়েছিলাম এই ফুলগুলো। নাম যাই হোক সাদা রঙের এই ফুলগুলো দেখতে যে অসাধারণ তা আর বলার অপেক্ষা রাখে না ।

আজকের মতো এতোটুকুই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত একটি মসজিদ

আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফটোর মধ্যে আমার কাছে সব থেকে ভালো লেগেছে ফরিদপুর জেলা প্রশাসন কার্যালয়ে উপস্থিত একটি মসজিদ। আসলে মসজিদের ছবিটি আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

বাইরের দেশের কিছু মসজিদের ফটোগ্রাফি দেখি এত সুন্দর। মনে হয় স্থাপত্যবিদ্যার একেকটা নিদর্শন। সে তুলনায় আমাদের দেশের মসজিদ গুলো কিছুই না। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

এক কথায় অসাধারণ ভাই। অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে 4 নাম্বার ফটোগ্রাফি অসাধারণ ছিল। যদিও সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চার নম্বর ছবিটা তোলার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রজাপতির ছবি তোলা যে এত কষ্টের আগে জানতাম না। ধন্যবাদ আপনার দারুণ মন্তব্যের জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া এখনকার আকাশ এত সুন্দর কেন আমি তাই বুঝি না। আমিতো সারাদিনই আকাশের দিকে তাকিয়ে থাকি। মনে হয় যে একেবারে বরফের টুকরা মেঘগুলো মনের আনন্দে ভেসে বেড়ায়। সত্যি মনে হয় যেন শরতের আকাশ। এত সুন্দর আকাশ এর আগে আমি কখনো দেখিনি আর প্রতিদিনই মনে হয় ছবি তুলি। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে বাবুই পাখির বাসা গুলো কি যে ভালো লাগছে। অনেক সুন্দর তুলেছেন ভাইয়া হৃদয় ছুঁয়ে গেল ছবিগুলো দেখে।

 2 years ago 

আমারও অনেক আপনার মতই অবস্থা। বর্ষার এই আকাশ অনেকটাই শরৎকালের আকাশের মত দেখতে। মনে হয় সারাদিন শুধু আকাশের দিকেই চেয়ে থাকি। ধন্যবাদ আপু

 2 years ago 

ভাই আপনার প্রকৃতির কিছু টুকরো টুকরো ছবি সত্যিই অসাধারণ হয়েছে। প্রত্যেকটি ছবি নজর করার মত সুন্দর হয়েছে। বিশেষ করে খেজুর গাছে অগণিত বাবুই পাখির বাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম। কতদিন হল বাবুই পাখির বাসা দেখেনি তা মনে নেই। আজ আপনার পোষ্টের মাধ্যমে অসাধারণ সুন্দর এই দৃশ্য দেখে মনটা ভরে গেল। ভাই খুবই চমৎকার চমৎকার টুকরো ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

পাখির বাসা গুলো অনেকটা উপরে থাকায় মোবাইলের ক্যামেরায় ঠিকমতো ধারণ করতে পারেনি। একটা ডিএসএলআর ক্যামেরা থাকলে ছবিগুলো আরো অনেক সুন্দর হতো। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সব সময় পাশে থাকার জন্য।

 2 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। প্রকৃতি সম্পর্কে সুন্দর বর্ণনা এবং ফটোগ্রাফি অসাধারণ ছিল আজকে আপনার পোস্টটি।

 2 years ago 

শখের ফটোগ্রাফি আসলে খুব বেশি ভালো হয় না। বলতে গেলে ছবিগুলো নিজের জন্যই তোলা। সেই সঙ্গে পোষ্টের কাজগুলোও হয়ে যায়। ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার লাগলো। আপনি এত সুন্দর ভাবে সাজিয়ে উপস্থাপনা করেছেন। সত্যি পাখির দৃশ্যগুলো দেখে মনটা ভরে গেলো। বিশেষ করে আকাশে সাদা মেঘগুলো দেখতে অসাধারণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ব্যক্তিগতভাবে আকাশের ছবিগুলো আমার কাছেও বেশি ভালো লেগেছে। সারা বছরের মধ্যে মনে হয় এই সিজনেই আকাশ সবচাইতে সুন্দর থাকে। ধন্যবাদ আপু

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র প্রকৃতির মাঝ থেকে ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে পরজাপতির মধু সংগ্রহ করা এবং নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা

 2 years ago 

প্রতিনিয়ত এই কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমারও ফটোগ্রাফি করতে মন চায়। আর তা থেকেই এই প্রচেষ্টা। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রকৃতির ফটোগ্রাফি গুলো সত্যিই অনেক ভালো লাগে। আপনি যে ফটোগুলো শেয়ার করেছেন তা অনেক চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার শেয়ার করা প্রকৃতির আলোচিত্র গুলো সত্যি ই সুন্দর। আপনার নাম না জানা হলুদ ফুলটি আমি অনেক দেখেছি কিন্তু এই মুহূর্তে আমার নামটি মনে পড়ছে না। জেলা প্রশাসকের কার্যালয় অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।

 2 years ago 

হলুদ ফুলটি আমার খুব প্রিয় ফুল। সেই ছোটবেলায় দেখেছি। এরপর বহু বছর বাদে আবার দেখতে পেয়ে ছবিগুলো তুলে নিলাম আপনাদের জন্য। ধন্যবাদ আমার পোস্টে মন্তব্য করার জন্য।

এমন একটা সময় চলছে এখন হঠাৎ মেঘ হঠাৎ ঝলমলে রোদ। সত্যি চমৎকার লাগে আকাশটা। আপনার ছবিতেও সেই অপরূপ দৃশ্য ধরা পড়েছে। কয় দিন পর কিছু ভিডিও আপলোড করব ভাই, এই সাদা মেঘ গুলো আকাশে যখন আকাশে ভেসে বেড়ায় কি অপূর্ব লাগে তখন। আর বাবুই পাখির বাসা কত দিন পর যে দেখলাম । আজকাল তো আর চোখেই পরে না। চমৎকার ছিল পোস্ট টা।

 2 years ago 

আপনার পোস্ট মানপই অসাধারণ কিছু। আর আপনার ভিডিও এখন পর্যন্ত দেখা হয়নি। আশা করি ভালো কিছুই হবে। অপেক্ষায় রইলাম। শুভকামনা আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61263.81
ETH 2676.81
USDT 1.00
SBD 2.59