রেনডম ফটোগ্রাফি। 10% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ১৫ চৈত্র | ১৪২৮, বঙ্গাব্দ | মঙ্গলবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। কিছুদিন যাবত ঘোরাঘুরি করার জন্য তেমন কোনো সঙ্গী সাথী খুঁজে পাচ্ছিনা। সবাই মনে হয় ব্যস্ত হয়ে গেছে কিন্তু বাইরে ঘুরতে যেতে না পারলে আমার দম বন্ধ হয়ে আসে। ঘুরতে যাওয়া মানেই ছবি তোলা আর আনন্দ। যাই হোক সাপ্তাহিক ফটোগ্রাফি পোস্ট নিয়ে আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। তাই যখনই কোনো ভালো দৃশ্য দেখি সঙ্গে সঙ্গে তা ক্যামেরায় তুলে নেই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তবে আমার সঙ্গে আপনাদের পছন্দ নাও মিলতে পারে। মানুষে মানুষে রুচিগত পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। এবারের পর্বে নিতান্তই সাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম যেগুলো সাধারণের মধ্যেও অসাধারণ।

আলোকচিত্রঃ ১


20220327_163258.jpg

20220327_163323.jpg

Location

গতকাল মোটরসাইকেল নিয়ে বৌ আর ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম দূরের একটি এলাকায়। রাস্তার পাশে নজরে আসলো অনেক বড় মাঠ বিশিষ্ট একটি স্কুল। স্কুল ভবনের প্রবেশদ্বারের দুই পাশে দুইটি সুন্দর বাগানবিলাস ফুলের গাছ। এত সুন্দর মাঠ বিশিষ্ট স্কুল এখন খুবই কম দেখা যায়। আর ফুল গাছ দুটিও বেশ ভালো লাগলো।


আলোকচিত্রঃ ২

20220317_165750.jpg

20220317_165728.jpg

Location

আমার হাতের উপর এগুলো কি বলতে পারেন। মুরগির বাচ্চা, আপনারা ঠিকই ধরেছেন। যেন তুলতুলে একটি তুলার ডিব্বা। বড় মুরগীর চাইতে ছোট বাচ্চা দেখতেই আমার কাছে ভালো লাগে।


আলোকচিত্রঃ ৩

20220304_155104.jpg

20220304_155101.jpg

Location

হিন্দু ধর্মের লোকদের একটি বিয়ের অনুষ্ঠান। মেয়েরা যাচ্ছে এক বাড়ি থেকে অন্য বাড়িতে তত্ত্ব নিয়ে। বাইক নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল এই শোভাযাত্রা। মেয়েদের পেছনে ছিল ঢোল, বাশি সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের একটি বহর।


আলোকচিত্রঃ ৪

20220313_162142.jpg

20220313_162135.jpg

Location

আমাদের দেশে বসন্তকালে যে কত রঙের ফরিং দেখা যায় তার কোন হিসেব নেই। ছোট-বড়-মাঝারি সহ বিভিন্ন রংবেরঙের ফরিং। ছোটবেলায় আমরা পাট কাঠির মাথায় এক ধরনের গাছের আঠা লাগিয়ে ফরিং ধরতে যেতাম। এখন অবশ্য অত ফরিং দেখা যায় না।


আলোকচিত্রঃ ৫

20220317_175946.jpg

Location

বসন্তের এই শেষ সময়ে এমন গাছ দেখা পাওয়া যায় না। যেখানে সব গাছে সবুজ সবুজ কচি পাতায় ছেয়ে গেছে সেখানে গাছটি এখনো ন্যাংটো হয়ে আছে। মনে হয় কোন জিনগত সমস্যার কারণে গাছটিতে নতুন পাতা হওয়ার কথা ভুলে গেছে।


আলোকচিত্রঃ ৬

20220323_170014.jpg

Location

4 পিস সিঙ্গারা মাত্র 10 টাকা। একেবারে গরম গরম সুস্বাদু এই সিঙ্গারা তৈরি হয় একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে। এক বড় ভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে খেয়েছিলাম। সেই স্বাদ এখনও মুখে লেগে আছে।

আলোকচিত্রঃ ৭

20220316_174144.jpg

Location

ইট কাঠ আর কংক্রিটের নগরে এই দৃশ্যটি কেউ খুঁজে পাবেন না এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। একটি পোকার মাটিতে গর্ত করার প্রচেষ্টা। এগুলোকে আমরা উচুঙ্গা বলি। গর্তের মধ্যে পানি ঢেলে দিলে পোকা গুলো বেরিয়ে আসে। শক্ত খোলস বিশিষ্ট এই পোকা গুলোকে যারা গ্রামে বসবাস করেন তারা সকলেই চিনতে পারবেন। যদিও ছবিতে পোকাটি কে দেখা যাচ্ছে না।

আজকের মতো এতোটুকুই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  

বাহ চমৎকার লাগল আপনার এই ফটোগ্রাফি গুলো। সত্যি দেখার মতো সব ফটোগ্রাফি। উপস্থাপন করেছেন বেশ ভালোই। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। 💞💞

 2 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি সবসময় এভাবেই পাশে থাকবেন।

 2 years ago 

বাহ চমৎকার হয়েছে আপনার ফটোগ্রাফি। প্রতিটি ফটোগ্রাফি ভালো হয়েছে কিন্তু আমার কাছে 5 নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আমিও আসলে ভেবে পাইনি এই সময়ে গাছটি কেন এমন পাতা ছাড়া রয়ে গেছে। সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার তোলা ফটোগ্রাফী গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম । আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি বর্ণ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমি আনন্দিত। সেইসঙ্গে উৎসাহ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

রঙ্গিন ফুল গাছের ছবিটি ভালো লেগেছে ভাই। খুব ভালো পিক তুলেন আপনি। অসাধারন কিছু ছবি ক্যামেরা বন্দি করে আমাদের দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের মন্তব্য গুলো পড়লে ফটোগ্রাফি করার সার্থকতা খুঁজে পাই। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।

 2 years ago 

ফটোগ্রাফি পোস্ট এমনিতেই খুব ভালো লাগে। আর আপনি খুব সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফির বিবরণ সরকারই দিয়েছে। আর আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

আমার পোস্টে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন

বাহ বাহ ঘোরাঘুরি সাথে সাথে অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। আর অবাক হলাম এখনও এত কম দামে সিঙ্গারা পাওয়া যাচ্ছে। তাহলে প্রতি পিস দাঁড়াচ্ছে আড়াই টাকা। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়ছে তাতে বোধ হয় বেশি দিন আর পাওয়া যাবে না। আপনি আমার পোস্টটি পড়েছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে এবং বিশেষ করে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি গুলো আমার বেশি ভাল লাগেছে। অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি।

 2 years ago 

আমার ফটোগ্রাফী গুলো আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। অনেক ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেবার জন্য।

 2 years ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি বর্ণনা করেছেন সেই সাথে আপনার অনুভূতি গুলো তুলে ধরেছেন। আমার কাছে আপনার হাতে মুরগির ছানার ছবিটি বেশ ভালো লেগেছে এছাড়াও পাতার উপর ফড়িংয়ের বসে থাকার ছবিটিও দারুণভাবে ক্যাপচার করেছেন ছোটবেলা অনেক ফড়িং ধরতাম। আজ আপনার পোস্ট দেখে সেই ফড়িং ধরার গল্প মনে পড়ে গেল।

 2 years ago 

শুধু প্রশংসা করলে কাজ হবে না। মিষ্টির কথা কিন্তু ভুলি নাই। উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

সত্যি বলতে ভাইয়া পরিবারের সাথে ঘুরাঘুরি করতে অনেক ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি করো আমার নেশা। কোথাও গেলে আমিও সব সময় ফটোগ্রাফি করে থাকি। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। আর সবকিছু গুছিয়ে বর্ণনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও ফটোগ্রাফি করতে ভালো লাগে। তাহলে আপনার সাথে আমার চিমটি হাহাহা। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 57668.08
ETH 2381.55
USDT 1.00
SBD 2.42