শিম ভাজি রেসিপি। 10% প্রিয় লাজুক শিয়ালের জন্য।
আজ- ১৬ মাঘ | ১৪২৮ , বঙ্গাব্দ | রবিবার | শীতকাল |
আসসালামু-আলাইকুম।
কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। নিরামিষ প্রিয় বন্ধুদের জন্য আজ আমি হাজির হয়েছি একটি মজাদার ভাজি আইটেম নিয়ে। এই রেসিপিটি রান্না করা খুবই সহজ। আমি রান্না বাড়ায় তেমন এক্সপার্ট না হলেও ইতিমধ্যেই বেশ কিছু আইটেম রান্না করা শিখে ফেলেছি। আজ তেমনি একটি আইটেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু দিয়ে শিম ভাজি। যে সমস্ত ভাইয়েরা এখনো ব্যাচেলর, বিভিন্ন ম্যাচ বা হোস্টেলে থাকেন তাদের উদরপূর্তির জন্য এই আইটেমটি খুবই কাজ দেবে বলে আমি মনে করি। শিম অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি। বাংলাদেশে শীতের সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় আর রান্না করাও একেবারেই সহজ। আসুন তাহলে শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ
উপকরণের নাম | পরিমাণ |
---|---|
শিম | আধা কেজি |
পেঁয়াজ কুচি | ১ কাপ |
কাঁচা মরিচ | ৫/৬ টি |
শুকনা মরিচ | ৩/৪ টি |
লবণ | পরিমাণমতো |
সয়াবিন তেল | আধা কাপ |
প্রস্তুত প্রণালী
ধাপ ১ঃ
একটি পরিষ্কার কড়াই বা ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে গরম করি।
ধাপ ২ঃ
তেল গরম হয়ে গেলে শুকনা মরিচ গুলো তেলের মধ্যে দিয়ে দেই।
ধাপ ৩ঃ
এরপর কুচি করে কেটে নেয়া শিম, আলু এবং পেঁয়াজের কলি কড়াইতে দিয়ে দেই।
ধাপ ৪ঃ
একটি চামচের সাহায্যে আস্তে আস্তে নাড়তে থাকি যাতে সবকিছু ভালোভাবে মিশে যায়।
ধাপ ৫ঃ
এই পর্যায়ে একটি ঢাকনি দিয়ে কড়াইটি ঢেকে দেই এবং অল্প আচে দশ বারো মিনিট চুলায় রেখে দেই।
ধাপ ৬ঃ
রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে দেই। হয়ে গেল আমাদের ঝটপট নিরামিষ শিম ভাজি। তবে লক্ষ্য রাখতে হবে রান্নার সময় যেন ভাজি গুলো পাত্রের সঙ্গে লেগে না যায়। এবার পরিবেশনের পালা। গরম ভাত বা গরম গরম রুটির সঙ্গে এই ভাজি খেতে খুবই চমৎকার।
আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer | @ferdous3486 |
---|---|
Device | Samsung M21 |
ভাইয়া শীতের দিনে সিম ভাজি খুব একটা মজার খাবার।যা আমার খুব প্রিয়। এমন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করছেন।আমারও অনেক ভালো লাগে সিম ভাজি।খেতে অনেক মজাদার হয়।আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের সাথে উপস্থাপনা করছেন।ধন্যবাদ।
অনেক মানুষ আছেন যারা নিরামিষভোজী। মাছ মাংস খান না। তাদের জন্য এই রেসিপিটি আসলেই অনেক ভাল। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা
সিম ভাজির রেসিপি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে সিম ভাজি আমার পছন্দের একটা রেসিপি। আমি এটা অনেক খেয়েছি খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।
মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আপনার রান্না সত্যিই ভাল লাগছে, এবং রেসিপিটি তৈরি করা খুব সহজ, সুস্বাদু খাবার ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ
হলুদ ছাড়া সিম ভাজি রেসিপি কখনো খাওয়া হয়নি । তবে আপনার ছবিটি দেখে খুবই লোভনীয় মনে হইতেছে । আপনার রেসিপিটি ধাপ গুলো দেখে আমিও কোন একদিন চেষ্টা করব । আপনি আমাদের সামনে এত সুন্দর একটি রেসিপি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
জি ভাই সহজ এই রেসিপি আপনি যেকোন সময়ে রান্না করতে পারেন। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
রেসিপি টি দেখতে খুবই ভালো হয়েছে।
আর ভাজি আমার এমনি ভালো লাগে। আর রুটি দিয়ে খেতেতো আরো ভালো লাগে😋
ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য
মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু
শীতকালীন সবজির মধ্যে অন্যতম একটি সবজি সিম।শিম পছন্দ করেনা এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। আর সেই সিম দিয়েই আপনি অসাধারণ একটি ভাজি রেসিপি আমাদের উপহার দিয়েছেন এবং সেইসাথে বিস্তারিত লিখেছেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনি শিম বাজীর মধ্যে লাল গুঁড়া মরিচ এবং হলুদ টোটালি ব্যবহার করেননি, অনেকটা দেখতে চাইনিজ ভেজিটেবল এর মত হয়েছে। এত সুন্দর একটি সিম ভাজি রেসিপি আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
হলুদ ব্যবহার না করলে সবজির আসল কালার টা পাওয়া যায়। আর আমার কাছে এটাই ভালো লাগে। আমার পোস্টটি পড়ে সুন্দর এই মতামত জানানোর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
শুধু ব্যাচেলররা খাইলে কি আমাদের পেট ভরব। আমরাও চেষ্টা করে দেখব। রান্নায় বলে স্বাদে ভরপুর । সুন্দর ছিল ভাই।