এসো নিজে করি। কাগজের তৈরি রঙিন ফুল। 10% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ৭ মাঘ | ১৪২৮ , বঙ্গাব্দ | শুক্রবার | শীত-কাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। এসো নিজে করি এর আজকের পর্বে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি কাগজের তৈরি রঙিন ফুল নিয়ে। লাল এবং হলুদ রংয়ের দুইটি কাগজের ফুল তৈরি করেছি আমি। দেখতে চমৎকার এই ফুলগুলো ইচ্ছে করলে সাজিয়ে রাখতে পারেন ড্রইংরুমের ফুলদানিতে। আপনারা চাইলে অন্যান্য রঙের ফুলও বানাতে পারেন। আসুন তবে শুরু করা যাক।


20220121_004544.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল

20220120_234708.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • 4 ইঞ্চি দৈর্ঘ্য ও 4 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট 1 খন্ড হলুদ কাগজ নেই। কাগজটিকে কোনাকুনিভাবে মাঝ বরাবর ভাজ করি।

20220120_235906.jpg

20220120_235932.jpg

ধাপ-২ঃ

  • মাঝখান থেকে আরেকটি ভাজ করি তারপর আবারো আরেকটি ভাজ করি। মোট তিনবার কাগজটিকে ভাজ করি। সবশেষে কাগজটিকে চিত্রে প্রদর্শিত ভাবে পেন্সিল দিয়ে দাগ দেই।

20220120_235954.jpg

20220121_000040.jpg

20220121_000233.jpg

ধাপ-৩ঃ

  • দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে ফেলি। এবার ভাজ খুললেই পাওয়া যাবে একটি ফুলের আকৃতি। ফুলগুলোর পাপড়ি গুলোকে পেন্সিল দিয়ে মাঝখান থেকে হালকা একটি ভাজের সৃষ্টি করি।

20220121_000352.jpg

20220121_000424.jpg

20220121_000937.jpg

ধাপ-৪ঃ

  • একইভাবে মোট তিনটি ফুল বানাই। যেকোনো দুইটি ফুল হতে চিত্রে প্রদর্শিত ভাবে একটি করে পাপড়ি কেটে নেই। আর তৃতীয় ফুল হতে দুটি পাপড়ি কাটি।

20220121_001007.jpg

20220121_001043.jpg

20220121_001145.jpg

ধাপ-৫ঃ

  • এবার ফুলগুলোকে চিত্রে প্রদর্শিত ভাবে আঠা দিয়ে 2 পাশ জুড়ে দেই।

20220121_001254.jpg

20220121_001430.jpg

ধাপ-৬ঃ

  • এবার একটি ফুলের মাঝখানে আঠা দিয়ে অপর ফুলটি লাগিয়ে দেই তার উপর ছোট ফুলটি জুড়ে দেই এভাবে ক্রমান্বয়ে বড় থেকে ছোট ফুল গুলো একটির উপর আরেকটি বসিয়ে দেই।

20220121_001642.jpg

20220121_003039.jpg

ধাপ-৭ঃ

  • ফুলের কান্ড তৈরি করার জন্য 10 ইঞ্চি লম্বা এবং 6 ইঞ্চি চওড়া একখণ্ড কালো কাগজ পেনসিলের সাহায্যে রোল করে আঠা দিয়ে লাগিয়ে নেই।

20220121_001853.jpg

20220121_002020.jpg

20220121_002245.jpg

ধাপ-৮ঃ

  • পাতা তৈরীর জন্য 2 ইঞ্চি চওড়া ও ৪ ইঞ্চি লম্বা একটি সবুজ কাগজের উপর পেন্সিল দিয়ে পাতা আকি এরপর কাঁচি দিয়ে দাঁগ বরাবর কেটে নেই।

20220121_003155.jpg

20220121_003447.jpg

20220121_003531.jpg

ধাপ-৯ঃ

  • সবশেষে আঠা দিয়ে কান্ডটি ফুলের সঙ্গে জুড়ে দেই। একইভাবে পাতাগুলো কাণ্ডের সঙ্গে লাগিয়ে দেই। হয়ে গেল আমাদের কাগজের তৈরি রঙিন ফুল।

20220121_004243.jpg

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  

ওয়াও ভাই অনেক সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি। এমনভাবে তৈরী করেছেন যেন অরজিনাল ফুলের মত লাগতেছে। তার সাথে উপস্থাপনা করেছেন সুন্দরভাবে। অনেক ভালো লেগেছে ভাই ।ধন্যবাদ আপনাকে আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

কাগজের তৈরি রঙিন ফুলটি দেখতে খুব সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর করে কাগজের ফুল টি তৈরি করেছেন।আপনার সৃজনশীলতা দেখে আমি সত্যিই মুগ্ধ। কাগজের তৈরি ফুল সম্পর্কে ধাপে ধাপে সুন্দর করে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনার জন্যও শুভকামনা সেইসঙ্গে মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন আর এটা খুব সাধারণভাবে তৈরি করা হলেও আপনি এটা খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর দুটো ফুল তৈরি করেছেন। লাল আর হলুদ কালারের হলুদ দুটো দেখলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। সত্যিই আপনি অসাধারণ দুটো ফুল তৈরি করেছেন। আপনার ফুল দুটো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম সেইসঙ্গে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

এটা কাগজের ফুল দেখে তো প্রথমে ভাবলাম অরিজিনাল ফুল। খুবই সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন। ধাপগুলো সুন্দরভাবে দেখিয়েছেন ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাই মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

কাগজ দিয়ে আপনি অনেক চমৎকার ভাবে একটি রঙিন ফুল তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরীকৃত এই রঙিন ফুলটি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে ফুল তৈরির ধাপ টি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম একটি ফুলের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল

 3 years ago 

আমার পোস্টে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যেও রইল শুভকামনা

বাহ ভাইয়া কাগজের তৈরি রঙিন ফুলটি অনেক সুন্দর তৈরি করেছেন আপনি। এটা দেখতে বেশ চরম হয়েছে। প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর ছিল। খুব সুন্দর ভাবে উপস্থাপন করে শেয়ার করেছেন আমাদের সাথে। ধন্যবাদ।

 3 years ago 

ভাই মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

➡️ রঙিন কাগজ দিয়ে খুব সাধারণভাবে ফুল তৈরি করেছেন। কাগজের তৈরি ফুল গুলো দেখতে সত্যি কারের ফুলের মত দেখায়। আপনি খুব যত্ন করে এটি তৈরী করেছেন তা দেখেই বুঝা যাচ্ছে। আপনার জন্যও শুভকামনা রইল।
 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুবিই সুন্দর দুটি ফুল আমাদের মাঝে শেয়ার করছেন।ফুল দুটি সত্যিই আমার কাছে ভালো লাগছে আপনি অনেক দক্ষতার পরিচয় দিয়েছেন।আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ। সেইসঙ্গে শুভকামনা রইল আপনার জন্য। আমার বাংলা ব্লগে সুন্দর হোক আপনার পথচলা।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন।আমার কাছে অনেক ভালো লেগেছে।প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58440.50
ETH 2618.70
USDT 1.00
SBD 2.39