রঙিন কাগজের তৈরি ফুলের শোপিস। ১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ১০ই অগ্রায়ন | ১৪২৮ , বঙ্গাব্দ | বৃহস্পতিবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ঘর সাজাতে খুব পছন্দ করেন। ঘর সাজানোর জন্য আমরা অনেকেই বাজার থেকে অনেক কিছু কিনে আনি কিন্তু বাজারের জিনিসের চাইতে নিজে নিজে কিছু করতে পারলে তার আনন্দই আলাদা। নিজের কল্পনার রঙে রাঙিয়ে নিজের মত করে কোন কিছু বানানো জিনিসের প্রতি থাকে আলাদা ভালোবাসা। এতে করে যেমন সৃজনশীলতার বিকাশ হয় তেমনি অবসর সময়কে সঠিকভাবে কাজে লাগানো যায়। যাই হোক আজ আমি আপনাদেরকে দেখাবো রঙিন কাগজ দিয়ে ফুলের শোপিস কিভাবে বানানো যায়।

20211125_214951.jpg

শুরুতেই একটা বিষয় বলে রাখি DIY প্রজেক্ট গুলো করা যতটা সহজ। স্থিরচিত্রে প্রকাশ করা অনেকটাই কঠিন। কাগজের সামান্য ভাজ বা মোচড় ক্যামেরায় অনেক সময়ই সঠিক ভাবে ফুটিয়ে তোলা যায় না। তার পরেও যতটা সম্ভব বিষয়গুলো আমি পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আসুন তবে শুরু করা যাক।


প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • পেন্সিল

20211118_230543.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • ৪ ইঞ্চি দৈর্ঘ্য এবং ৪ ইঞ্চি প্রস্থের একটি রঙিন কাগজ নিয়ে মাঝখানে একটি বড় বৃত্ত আঁকতে হবে। এরপর বৃত্তের দাগ বরাবর কাঁচি দিয়ে গোল করে কাগজটি কেটে নিতে হবে।

ধাপ-২ঃ

  • বৃত্তটিকে মাঝখান থেকে সমান দুই ভাগে ভাজ করতে হবে। অতঃপর চিত্রে প্রদর্শিত ভাবে অর্ধ বৃত্ত আকৃতির কাগজটিকে আবারো মাঝখান থেকে সমান ভাগে ভাজ করতে হবে।

ধাপ-৩ঃ

  • এবার কাগজটিকে মাঝখান থেকে আবারও ভাজ করতে হবে অর্থাৎ মোট তিনবার কাগজকে ভাঁজ করতে হবে। ভাঁজ করা হয়ে গেলে চিত্রে প্রদর্শিত ভাবে কাগজটিকে কাঁচি দিয়ে কাটতে হবে।

ধাপ-৪ঃ

  • প্রতিটি কাটা অংশের সামনের দিক কাঁচি দিয়ে গোল করে ছেটে দিতে হবে। এরপর ভাজ খুললেই চিত্রে প্রদর্শিত একটি আকৃতি পাওয়া যাবে।

ধাপ-৫ঃ

  • কাগজটির যেকোনো এক দিক থেকে মাঝখান পর্যন্ত কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এরপর মাঝখানে আঠা দিয়ে কাটা অংশ থেকে পাকিয়ে ফুলের মত করে বানাতে হবে।

ধাপ-৬ঃ

  • এভাবে বিভিন্ন রংয়ের বেশকিছু ফুল বানাতে হবে।

ধাপ-৭ঃ

  • এ ফোর সাইজের একটি রঙিন কাগজ নিয়ে পেন্সিল এর সাহায্যে এক কোণা থেকে রোল করে পাইপের মত বানাতে হবে।

ধাপ-৮ঃ

  • রোল করা কাগজের সঙ্গে এবার ফুলগুলোকে আঠা দিয়ে খুব সুন্দর ভাবে লাগিয়ে দিতে হবে। হয়ে গেল আমাদের ফুলের স্টিক। এভাবে কয়েকটি স্টিক তৈরি করে ফুলদানিতে সাজিয়ে রাখতে পারেন।

20211125_214923.jpg

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 3 years ago 

এটি একটি সুন্দর নৈপুণ্য যা আপনি করেন।

 3 years ago 

আপনার মন্তব্য শুনে ভালো লাগলো

 3 years ago 

আসলে আমি এই ফুলটি দেখি নাই আপনার পোস্টটিতে প্রথম দেখলাম। এমন একটা ইউনিক ফুলের ছবি ছিল। রঙ্গিন কাগজ দিয়ে আপনি অনেক দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ফুলের শোপিস তৈরি করেছেন। বিশেষ করে এই নীল আর হলুদ কাগজ দিয়ে করাতে আরো যেন ফুটে উঠেছে ফুলগুলি।বেশ দক্ষতার সাথে আপনি কাজটি করেছেন। এবং প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফুলের শোপিস তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন।খুব ভালো লেগেছে আমার।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আমার কাছে মোট তিন রঙের কাগজই ছিল। আরো দু'একটি কালার থাকলে ফুলগুলো আরো ভালো হতো। মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

বাহ অনেক সুন্দর হয়েছে আপনার ফুল গুলো। খুব সহজে ফুলটি বানিয়ে ফেললেন। দেখে খুবই সুন্দর লাগছে। নীল রঙের গুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ধাপ গুলো। অনেক ভালো লেগেছে আমার কাছে।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

জি আপু এই ফুলগুলো তৈরি করা আসলেই অনেক সহজ চাইলে আপনিও চেষ্টা করতে পারেন

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের সোপিস দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে।আর প্রতিটা ধাপ আপনি নিখুত ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে ভালোবাসি

ভাইয়া আপনার শপিচ টা অনেক সুন্দর দেখতে। আর আপনি এত ভালো ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন জা দেখলে সবাই বুঝতে পারবে যে, আপনার শপিচ টা কিভাবে বানানো হয়েছে । সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে শপিচ টা। ধন্যবাদ ভাইয়া এইরকম সুন্দর একটা শপিচ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

এটা কিন্তু ঠিক, কাগজের ক্রাফট এর কাজের বিভিন্ন ধাপ অনেক সময় ছবিতে ফুটিয়ে তোলা যায় না। তবে খুব সুন্দর করে আপনি ফুলের শোপিস তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সহমত প্রকাশ করার জন্য

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ফুল তৈরি করেছেন ভাই, দেখেই বেশ ভালো লাগলো। মনে হচ্ছে যেন বাস্তব ফুল। খুব সুন্দর ভাবে ফুলের শোপিস তৈরি করার পদ্ধতি ধাপে ধাপে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দরভাবে দুটি ফুলের শোপিস তৈরি করেছেন। ছবি দুটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি আপনার এই শোপিস তৈরির মাধ্যমে সৃজনশীলতার পরিচয় তুলে ধরেছেন এভাবে চেষ্টা করতে থাকলে আপনি একটা সময় যে রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন বলে আশা রাখছি। শুভ কামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনার মন্তব্য আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

ভাইয়া আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে শোপিস বানিয়েছেন সত্যি আমার অনেক ভালো লেগেছে। শুভকামনা ভাই

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57142.47
ETH 2437.81
USDT 1.00
SBD 2.39