সাপ্তাহিক ফটোগ্রাফি। 10% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ৩১ বৈশাখ | ১৪২৮, বঙ্গাব্দ | শনিবার | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। সাপ্তাহিক ফটোগ্রাফি পোস্ট নিয়ে আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। প্রতিদিন অসংখ্য দারুন দারুন দৃশ্য উপভোগ করি আমরা কিন্তু ছবিগুলো ধারণ করা আসলেই অনেক কষ্টের। হয়তো সঠিক মূহুর্তে ছবি তোলার কথা মনে থাকেনা অথবা ক্যামেরাটাই হাতের কাছে থাকে না। যাই হোক ভালো জিনিস অন্যকে দেখিয়েও আনন্দ পাওয়া যায়। আর এজন্যই আমার সাপ্তাহিক ফটোগ্রাফি কার্যক্রম এখনো চলছে। আসুন তবে দেখে নেয়া যাক এ সপ্তাহের আয়োজন।

GridArt_20220514_132630138.jpg

আলোকচিত্রঃ ১


20220512_174841.jpg

20220512_174839.jpg

Location

ফরিদপুর শহরের একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ। কিছুদিন আগে বিকেলে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম কলেজ ক্যাম্পাসে। বাগানে দেখতে পেলাম ফুটে আছে এই ফুলটি। দেখেই ভাল লেগে গেল তাই সঙ্গে সঙ্গে তুলে নিলাম ছবিটি।


আলোকচিত্রঃ ২

20220512_173649.jpg

20220512_173620.jpg

Location

এটিও কলেজ পার্শ্ববর্তী একটি এলাকার মাঠের পাশে ফুটে থাকা একটি ফুল। এই মাঠে বিকেল হলেই শিশু-কিশোররা ক্রিকেট খেলায় মেতে ওঠে। মাঠের পাশে ফুটে আছে অজস্র হলুদ রঙের আকর্ষণীয় এই ফুল। লক্ষ করার বিষয় হচ্ছে কেউই ফুলগুলো নষ্ট করেনি। আসলে ফুলের শোভা গাছে এটা বোধহয় এখন অনেকেই বুঝতে শিখেছে।


আলোকচিত্রঃ ৩

20220425_175416.jpg

20220425_175405.jpg

20220425_175433.jpg

Location

একটু ভিন্ন অ্যাঙ্গেলে তোলা ছবি। নদীর ধারে বেড়াতে গিয়ে দেখলাম একটা বাঁশের খুটির মাঝে একটি ছিদ্র করা। সেখানে ক্যামেরার চোখ রাখতেই সামনের দৃশ্য অন্যরকম হয়ে গেল। আসলে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে চেনা জিনিসও অচেনা মনে হয়।


আলোকচিত্রঃ ৪

20220509_183435.jpg

20220509_183306.jpg

Location

শেষ বিকেলের আলো। কয়দিন যাবৎ ঘূর্ণিঝড় অশনীর প্রভাব ছিল সারা দেশ জুড়ে। সূর্যের দেখা প্রায় পাচ্ছিলাম না বললেই চলে। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এমন দিনে শেষ বিকেলের মেঘের ফাঁক দিয়ে উঁকি মেরে ছিল সূর্যমামা। তারই বর্ণচ্ছটায় রঙিন হয়ে উঠেছিল চারিদিক।


আলোকচিত্রঃ ৫

20220506_164117.jpg

20220506_164052.jpg

Location

তিলে তৈল হয় এটা আমরা সবাই জানি কিন্তু তৈল উৎপাদন কারী এই গাছটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত নয়। হ্যাঁ এটা তিল গাছ। এই গাছেরই ফল থেকে তিলের তেল তৈরি হয়। অবশ্য তিল থেকে তাল ও হয়। সেদিকে আমরা নাইবা গেলাম।


আলোকচিত্রঃ ৬

20220430_172547.jpg

20220430_172510.jpg

Location

নানা রঙের আকর্ষণীয় তুলতুলে সুন্দর এই প্রাণীগুলো কি? প্রথম দেখায় আমিও অনেকটা ভরকে গিয়েছিলাম। এগুলো আসলে মুরগির ছানা। বিভিন্ন রঙে রঞ্জিত করে বিক্রির জন্য আনা হয়েছে বাজারে। এমন রঙিন মুরগির বাচ্চা আগে কখনো দেখিনি। তাই ছবি তুলে নিলাম আপনাদের জন্য।

আলোকচিত্রঃ ৭

20220505_192235.jpg

20220505_192216.jpg

Location

উইপোকার পাখা গজায় মরিবার তরে। রাস্তার একটি লাইট পোষ্টের নিচে উড়ে বেড়াচ্ছে অসংখ্য উইপোকা। উড়তে উড়তে একসময় এদের ডানাগুলো খসে পড়ে আর দেহটি খাদ্য হিসেবে খেয়ে নেয় অন্যান্য পোকামাকড়। কিসের জন্য জন্ম আর কেনইবা এদের মৃত্যু বোঝা বড় মুশকিল।

আজকের মতো এতোটুকুই। ফটোগ্রাফি গুলো কেমন লাগলো আশা করি জানাবেন। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।
Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আমার কাছে দুই নম্বর ফটোগ্রাফি টি অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন আপনি। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে বিভিন্ন রং বেরংয়ের মুরগির বাচ্চা গুলো দেখে। আমি বাস্তবে এখনো এরকম মুরগির বাচ্চা দেখি নি। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ছবি দেখেছিলাম। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমিও আপনার মত আগে এমন রঙিন মুরগির বাচ্চা কখনো দেখিনি। সেজন্যই ছবিগুলো আপনাদের জন্য তুলে নিয়েছিলাম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন, প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে, সেটাই দেখি সেটাই অনেক ভালো লেগেছে, সত্যি ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো তুলনা হয় না, ফটোগ্রাফি গুলোর সাথে সাথে অনেক সুন্দর করে বর্ণনা দিয়েছেন, শুভকামনা রইলো আপনার জন্য প্রিয় ভাইয়া।

 2 years ago 

ফটোগ্রাফি করার সখ আমার ছোটবেলা থেকেই কিন্তু ভালো ক্যামেরার অভাবে কখনোই সখটি পূরণ হয়নি। তাই মোবাইল ফোনের ক্যামেরা দিয়েই কাজ চালিয়ে নেই। উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অসাধারন কয়েকটি ফটোগ্রাফি করেছেন ভাই। এই সপ্তাহে অনেক ভাল ভাল ফটোগ্রাফি একটি পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। ক্যামেরার ফোকাস + লাইটিং অনেক সুন্দর থাকাতে ছবিগুলো ভাল এসেছে অনেক। সব ক্রেডিট আপনার। ধন্যবাদ আপনাকে ভাই

 2 years ago 

না ভাই, সব ক্রেডিট আমার একার নয়, আপনাদেরও। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট না করলে কোথায় ভেসে যেত এইসব শখের ফটোগ্রাফি। ধন্যবাদ

 2 years ago 

আজকে আপনার সাপ্তাহিক ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। কোনটা থেকে যে কোনটাকে বেশি ভালো বলবো সেটাই বুঝতে পারতাছিনা। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য।

 2 years ago 

যাক, আমার ফটোগ্রাফি গুলো আপনার ভাল লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো। আপনাদের ভালো লাগাতেই পরিশ্রমের সার্থকতা। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

প্রথম থাম্বনেইল টি দারুন হয়েছে। প্রতিটি ছবিতো সুন্দর হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। রঙিন মুরগির ছানা গুলো দারুন দেখতে। এই ছবি দেখে তো আমার মেয়ে বায়না শুরু করেছে এই মুরগির ছানা চাই তার। বাশেঁর চৌকা ছিদ্রটিকে কেন্দ্র করে ছবি গুলো দারুন ছিল। ভাল থাকবেন ভাই ।

 2 years ago 

গজারিয়া বাজারে গেলে পেয়ে যাবেন এমন রঙিন ছানা। বড় হলে এমন রঙিন থাকবে কিনা সেটা একটা প্রশ্ন। ধন্যবাদ উৎসাহ দেবার জন্য

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন তার মধ্যে পিঙ্ক কালারের মুরগির ছানা টি সবচেয়ে ভিন্ন রকমের ছিল। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মুরগির ছানা গুলো কৃত্রিমভাবে রং করা ছিল। তবে প্রথম দেখাতে আমিও ভীষণ অবাক হয়েছিলাম। যাইহোক আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসাধারণ আর অনবদ্য বেশ কিছু ছবি দেখলাম 😍
আপনি একজন দক্ষ ফটোগ্রাফার হয়ে উঠেছেন বলতে হবে 🤗
কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো বুঝতে পারছি না।
পাখির ছানা, উইপোকার ডানা, বাঁশের ফোকরে ছবিসহ সবগুলো দারুন ছিল ♥️
শুভ কামনা রইল ভাই 🥀
এতো চমৎকার আইডিয়া কোথায় পান আমাকে জানাবেন একটু 🤗

 2 years ago 

আমার ফটোগ্রাফীগুলো যে আপনার ভালো লাগতে শুরু করেছে এটা জেনে সত্যিই আনন্দিত বোধ করলাম। আসলে ব্যক্তিগত সখ থেকেই ফটোগ্রাফির চেষ্টা। সেইসঙ্গে আছে আপনাদের উৎসাহ। ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দারুণ। তবে একটা কথা ঠিকই বলেছেন উই পোকার পাখা গজায় মরিবার তরে। কারণ অল্পতেই বেশি উড়তে নেই। যাইহোক অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি পোস্টগুলো। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

উইপোকার এই উড়া থেকে আসলে অনেক কিছু শেখার আছে। জ্ঞানী মানুষ এগুলো ইঙ্গিতেই বুঝতে পারে। আসলে প্রকৃতি থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত।

 2 years ago 

সাপ্তাহিক ফটোগ্রাফি প্রতিনিয়ত আমাদের সবারই করা দরকার বলে আমি মনে করি, তাহলে আমাদের ঘুরতে বেড়ানো যা হবে এবং মন প্রফুল্ল থাকবে, ভাই আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো লেগেছে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে জীবনে প্রথম বারের মত দেখলাম কালারফুল মুরগির বাচ্চা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

আপনার সঙ্গে আমি একমত। সবাই যদি তার ভালোলাগার ছবিগুলো এখানে শেয়ার করত তাহলে আমরা সবাই প্রতিদিন কত অসংখ্য নতুন নতুন জিনিস দেখতে পেতাম। আশাকরি এখন থেকে নিয়মিত আপনার ফটোগ্রাফি পোস্ট দেখতে পাবো।

 2 years ago (edited)

ভাইয়া মানতে হবে আপনার ফটোগ্রাফি করার অনেক দক্ষতা রয়েছে। আর সেই দক্ষতার সাথে আপনি সাপ্তাহিক ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছে। প্রতিটি ছবি দুর্দান্ত ছিল ভাইয়া। আমার কাছে প্রথম ফুলের ছবিটি ও শেষে মুরগির বাচ্চা ছবি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

দক্ষতা আসে চর্চার মাধ্যমে। আর আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো একসময় সত্যি সত্যি দক্ষ হয়ে উঠব এটাই আশা। ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60035.79
ETH 3187.54
USDT 1.00
SBD 2.45