ঝটপট চিংড়ি মাছের ভুনা। 10% beneficiarie @shy-fox.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ১৫ ই অগ্রায়ন | ১৪২৮ , বঙ্গাব্দ | মঙ্গলবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটি মজাদার রেসিপি। বাঙালি জাতি হিসেবে ভোজন রসিক হিসেবেই পরিচিত। আর পছন্দের তালিকায় চিংড়ি মাছ বরাবরই অনেক উপরের দিকে। অ্যালার্জিজনিত সমস্যা বাদে খুব কম মানুষই আছেন যিনি চিংড়িমাছ পছন্দ করেন না। খেতে অত্যন্ত সুস্বাদু ঝটপট খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন চিংড়ি মাছের এই রেসিপি। যাই হোক কথা না বাড়িয়ে আসুন তবে শুরু করা যাক।

20211129_120022.jpg

প্রয়োজনীয় উপকরণ

উপকরণের নামপরিমাণ
চিংড়ি মাছআধা কেজি
পেঁয়াজ কুচি১.৫ কাপ
কাঁচা মরিচ৫/৬ টি
আদা বাটা২ চা চামচ
রসুন বাটা১ চা চামচ
হলুদের গুঁড়া১ চা চামচ
জিরার গুড়াআধা চা চামচ
শুকনা মরিচের গুড়াপরিমাণ মতো
লবণপরিমাণমতো
সয়াবিন তেলআধা কাপ

20211129_113512.jpg

প্রস্তুত প্রণালী

ধাপ ১ঃ

প্রথমে চিংড়ি মাছ গুলোকে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
20211129_102153.jpg

20211129_111403.jpg

ধাপ ২ঃ

একটা পাতিল বা ফ্রাইপ্যানে ১ কাপ তেল নিয়ে চুলায় কিছুটা গরম করতে হবে। তেল গরম হলে আদা বাটা দিতে হবে।

20211129_113616.jpg

20211129_113625.jpg

ধাপ ৩ঃ

এরপর কুঁচি করে কাটা পেয়াজ তেলের মধ্যে ছেড়ে দিতে হবে।

20211129_113716.jpg

ধাপ ৪ঃ

পেঁয়াজ কুচি দেয়া হয়ে গেলে একে একে রসুন বাটা, হলুদের গুরা, জিরার গুড়া ও পরিমান মত লবন দিয়ে হালকাভাবে নাড়তে হবে। যাতে সবকিছু ভালোভাবে মিশে যায়। এসময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে

20211129_113814.jpg

20211129_113817.jpg

ধাপ ৫ঃ

মসলাগুলো ভালোভাবে মিশে গেলে মসলার মধ্যে ২ কাপ সমান পরিমাণে পানি ঢেলে দিতে হবে। এরপর অল্প আচে সমস্ত উপকরণগুলো ভালোভাবে নারতে হবে।

20211129_114001.jpg

ধাপ ৬ঃ

আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ গুলো এবার মসলার মধ্যে ছেড়ে একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপর পাত্রটিকে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট মধ্যম আচে চুলায় রেখে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে আসলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে হবে। হয়ে গেল আমাদের ঝটপট চিংড়ি মাছের ভুনা।

20211129_114417.jpg

20211129_120022.jpg

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো সময় অন্য কোন বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি।
Photographer@ferdous3486
DeviceSamsung M21

Sort:  
 3 years ago 

খুবই সুস্বাদু একটি মজাদার রেসিপি আপনি আজকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। চিংড়ি মাছ বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে যে চিংড়ি গুলোর মধ্যে ডিম থাকে, সেগুলো খেতে আমার কাছে যে কত ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবোনা। আপনার আজকের চিংড়ি ভুনা রেসিপি টা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। সেইসাথে আপনার চিংড়ির মধ্যে ডিম দেখতে পাচ্ছি, সত্যিই আপনার চিংড়ি মাছ ভুনা রেসিপি টা দেখে আমার জিভে জল এসে গেলো। এতো সুস্বাদু একটি মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ🎊🎊

 3 years ago 

আমার কাছে ছোট চিংড়িই পছন্দ। বড় চিংড়ি আমার কাছে তেমন একটা ভালো লাগে না। সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

গত কয়েক দিনে চিংড়ি মাছ এর অনেক ভুনা রেসিপি দেখতে পেলাম। আমার চিংড়ি মাছ খুব পছন্দের খাবার। আপনার ভুনা রেসিপি খুবই সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ। 😍😍

 3 years ago 

চিংড়ি মাছ আমারও খুব পছন্দের। মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

এই রেসিপিটি আমার খুবই পছন্দ। চিংড়ি মাছ দিয়ে যেকোনো কিছু রান্না হলে আমার কাছে ভালো লাগে আর এখানে তো চিংড়ি মাছ ভুনা করা হয়েছে। গতকাল ও চিংড়ি মাছের একটি রেসিপি দেখেছিলাম। রেসিপি গুলো দেখে জিভে জল চলে আসে। খুব সুন্দর করে ধাপ গুলো আমাদের সাথে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

যে আপু চিংড়ি মাছ আসলে কমবেশী সবাই পছন্দ করে শুধু দামটা একটু বেশি এই যা

 3 years ago 

আপনি চিংড়ি মাছের ভুনা অনেক সুন্দর ভাবে রান্না করেছেন। চিংড়ি আসলে অনেক সাধের একটি মাছ যদি একটি আভিধানিক ভাবে মাছ নয় তবে আপনি এত সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন যে কারো পক্ষে করা সম্ভব। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তুলে ধরার জন্য।

 3 years ago 

জি আপু আপনি ঠিক বলেছেন। চিংড়ি যদিও মাছ নয় তবুও সারাবিশ্বে এটি অন্যতম জনপ্রিয় খাবার। আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার চিংড়ি মাছের রেসিপি দেখে সত্যিই আমার পেতে খুব ইচ্ছা করছে। চিংড়ি মাছ আমার অনেক প্রিয় মাছ। আপনি খুব সুন্দরভাবেই চিংড়ি মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনি খুব সুন্দর একটি চিংড়ি মাছের ভুনা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তবে হ্যাঁ এই সব চিংড়ি মাছ সব জায়গায় পাওয়া যায় না, তাই আপনার রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। তাই আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

জি ভাই চিংড়ি বর্তমানে অনেক দামী একটা মাছ। সেই সঙ্গে সব জায়গায় পাওয়াও যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য

দেখেই খেতে ইচ্ছে করছে ভাইয়া আপনার চিংড়ি ভুনার রেসিপিটি।এক কথায় অসাধারণ হয়েছে।রান্নার পদ্ধতিও দারুণ ছিল।
তবে কিছু মনে না করলে একটি বিষয় সংশোধন করে দিতে চায়,চিংড়ি কোন মাছ নয় ভাইয়া।যাইহোক চমৎকার সুস্বাদু এই রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ ❤️

 3 years ago 

জ্বি ভাই আপনি ঠিক বলেছেন চিংড়ি আসলে মাছ নয়। তবে সারা বিশ্বে এটিকে মাছের মতোই খাওয়া হয়। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য

 3 years ago 

চিংড়ি মাছের ভুনা রেসিপি অনেক সুন্দর হবে আপনি উপস্থাপন করেছেন। চিংড়ি মাছ আসলে আমার অনেক প্রিয়। ‌ আর আপনার উপস্থাপনা ও সুন্দর হয়েছে। দোয়া করি ভবিষ্যতে এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি আপনি আমাদের মাঝে উপস্থাপন করবেন। দাওয়াত দিয়েন ভাই চিংড়ি মাছ খাওয়ানোর জন্য।

 3 years ago 

জি ভাই দাওয়াত রইল আপনার। ফরিদপুর আসলে নক করবেন আমাকে। ইনশাআল্লাহ তখন চিংড়ি মাছ খাওয়াবো

 3 years ago 

বাহহ একদম মুহুর্তের মধ্যে এতো দারুন একটি খাবার এর রেসিপি খুবই ভালো লাগলো।খুব সুন্দর ভাবেগুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

জি ভাইয়া এই আইটেমটি রান্না করতে আসলে খুব কম সময় লাগে। চেষ্টা করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের জন্য

 3 years ago 

এটি খুবই সুস্বাদু, কারণ চিংড়ি যা তৈরি করা হোক না কেন তা খুবই সুস্বাদু এবং আমিও চিংড়ি পছন্দ করি এবং এটি আমার প্রিয় খাবার।
এই সুস্বাদু রান্নার পদ্ধতি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ.

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 55030.03
ETH 2337.21
USDT 1.00
SBD 2.32