কাগজের তৈরি পান্ডা। ১০ শতাংশ লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ২১ জ্যৈষ্ঠ | ১৪২৯, বঙ্গাব্দ | শনিবার | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। প্রায় 14/15 দিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম একটি পেপার ক্রাফট নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে তৈরি একটি পান্ডা তৈরীর পদ্ধতি। পৃথিবীতে যতগুলো প্রাণী আছে তার মধ্যে পান্ডা অন্যতম সুন্দর একটি প্রাণী। আমার কাছে এই প্রাণীটিকে পৃথিবীর সবচাইতে সুন্দর প্রাণী বলেই মনে হয়। দেখতে ভীষণ কিউট এ প্রাণীটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় চীন দেশে। এদের প্রধান খাবার হচ্ছে কচি বাঁশ এবং বাঁশের পাতা। মূলত এরা তৃণভোজী। ভালুকের সঙ্গে দেখতে অনেকটা মিল থাকলেও এরা অতটা হিংস্র নয়। এশিয়ার বিভিন্ন দেশে পান্ডা দেখতে পাওয়া গেলেও এখন তা অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। যাইহোক আসুন তবে দেখে নেয়া যাক কাগজ দিয়ে পান্ডা তৈরীর পদ্ধতি।

20220605_000555.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

প্রয়োজনীয় উপকরণঃ


  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • পেন্সিল

20220604_231545.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

এ ফোর সাইজের একটি সাদা কাগজ নিয়ে মাঝখানে বড় বড় দুটি বৃত্ত অঙ্কন করি। কাঁচি দিয়ে দাগ বরাবর বৃত্ত দুইটি কেটে নেই।

20220604_233459.jpg20220604_234102.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-২ঃ

এবার একই সাইজের একটি কালো কাগজ নিয়ে অপেক্ষাকৃত ছোট সাইজের ৬টি বৃত্ত অঙ্কন করি। কাঁচি দিয়ে দাগ বরাবর বৃত্তগুলো কেটে নেই।

20220604_232548.jpg20220604_233545.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৩ঃ

সাদা কাগজের তৈরি বৃত্ত দুটি কে চিত্রের মতো করে একটির সঙ্গে আরেকটি আঠা দিয়ে লাগিয়ে দেই। এরপর কালো বৃত্ত গুলিকে চিত্রে প্রদর্শিত স্থানগুলোতে আঠা দিয়ে একইভাবে লাগিয়ে দেই।

20220604_234337.jpg20220604_234814.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৪ঃ

কাল কাগজ কেটে পান্ডার জন্য দুটি চোখ তৈরি করি এবং আঠা দিয়ে চোখ দুটি পান্ডার সঙ্গে লাগিয়ে দেই।

20220604_235035.jpg20220604_235434.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৫ঃ

সাদা কাগজ কেটে চোখের মাঝখানে দুইটি বৃত্ত তৈরি করি এবং সেগুলো আঠা দিয়ে লাগিয়ে দিই। এরপর সাদা কাগজ গুলোর মাঝখানে কলম দিয়ে চোখের মনি এঁকে দেই।

20220604_235747.jpg20220604_235930.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৬ঃ

সব শেষ ধাপে কলম দিয়ে পান্ডার মুখ এবং ঠোঁট আঁকি। এরপর চোখের উপরে ভুরু গুলো এঁকে দেই। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের কাগজের পান্ডা।

20220605_000455.jpg20220605_000555.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

আজকের মতো এতোটুকুই। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

কাগজ দিয়ে খুবই সুন্দর একটি পান্ডার অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে আসলে আপনার প্রস্তুত করা ক্রাফট গুলা বরাবরই অনেক চমকপ্রদ হয়ে থাকে

 2 years ago 

চেষ্টা করি নিজের সর্বোচ্চ টা দিয়ে কোন কিছু করতে। তারপরে ও সীমাবদ্ধতা থেকে যায়। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

কাগজ দিয়েই এতো সুন্দর পান্ডা তৈরি করলেন, অনেক ভালো লাগলো আপনার আইডিয়া টি , ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য। ভালো থাকবেন

 2 years ago 

ভাইয়া আপনিও দেখছি আমার মত পান্ডা তৈরি করে ফেলেছেন। দেখতে কিন্তু বেশ কিউট হয়েছে আপনার পান্ডাটি। দেখে বেশ ভালো লাগলো ।এগুলো বানাতে সত্যি অনেক ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি পান্ডা শেয়ার করার জন্য।

 2 years ago 

আস্তে আস্তে সবকিছুই বানাতে হবে। বাদ যাবে না কোনকিছুই। শুভকামনা আপনার জন্য

 2 years ago 

পান্ডা সম্বন্ধে অজানা কিছু তথ্য পেয়ে খুব ভালো লাগলো। পান্ডার প্রধান খাবার কচি বাঁশ ও বাঁশের পাতা এই তথ্যটি আমার পুরোটাই অজানা। যাই হোক আপনার কাগজের তৈরি পান্ডাটি দেখে খুব ভালো লাগলো। পান্ডা তৈরির প্রত্যেকটি সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনার সুন্দর উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ইউটিউবে সার্চ দিলেই দেখবেন কি সুন্দর প্রাণী এই পান্ডা। দেখলেই ভালো লাগবে এটা নিশ্চিত। ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন বলে আমি আশা করি। কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে আপনি পান্ডার অবয়বটি তৈরি করেছেন। এরকম সুন্দর সুন্দর তৈরিকৃত পোস্ট বা বিভিন্ন জিনিস আমার বাংলা ব্লগে পোস্ট করে নিয়মিত এর উন্নয়ন, তার সাথে আপনার আইডির সক্ষমতা বৃদ্ধি করবেন বলে আশা করি

 2 years ago 

কাগজ দিয়ে এ ধরনের ক্রাফট তৈরি করতে আমার খুব ভালো লাগে। চেষ্টা করি মাঝে মাঝে কিছু না কিছু বানাতে। আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ

 2 years ago 

পান্ডা জিনিসটা আমি খুব পছন্দ করি। বিশেষ করে এর দেহের কালার অনেক সুন্দর লাগে। আমি পান্ডার চিত্রাঙ্কন করেছিলাম কিছু দিন আগে। আপনি কাগজ দিয়ে পান্ডা বানিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভাই।

 2 years ago 

আমি ছবি আঁকতে পারিনা তাই আমার ভরসা এই কাগজ। উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাইয়া আপনার তৈরি কাগজের পান্ডা দেখতে অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ইউনিক আইডিয়া ছিলো এভাবেই এগিয়ে যান।

 2 years ago 

দারুন সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে প্রেরণা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন

 2 years ago 

আপনি খুব সুন্দর করে কাগজের পান্ডা তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। পান্ডা সম্পর্কে খুব চমৎকার তথ্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পান্ডা তৈরির ধাপসমূহ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত অসাধারন ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাই বেশি প্রশংসা বাঙালির জন্য ক্ষতিকর হাহাহাহাহা। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, পান্ডা গুলো দেখতে খুবই কিউট হয়, পান্ডা গুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, আপনার আজকের কাগজের তৈরি পান্ডাটি দেখে মনে হচ্ছে, বাস্তবে ছবি তুলেছেন, একবারে নিখুঁত ভাবে আপনি রঙিন কাগজের মাধ্যমে পান্ডা,তৈরি করেছেন ভাইয়া, এবং গুরুত্বপূর্ণ বিষয় গুলোও তুলে ধরেছেন, শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আসলে সময়ের অভাবে খুব একটা ভালো করতে পারিনি। চেষ্টা করলে আরো সুন্দর করে তৈরি করা সম্ভব। ধন্যবাদ ভাই

 2 years ago 

খুব সুন্দর এবং কিউট একটি পান্ডা তৈরি করেছেন। পান্ডা এমনিতেই খুব কিউট হয়। আপনার কাগজের তৈরি পান্ডা কে দেখতে বেশ অসাধারণ লাগছে। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। সেইসাথে পান্ডা সম্পর্কে বেশি কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পান্ডা আসলে এমনিতেই অনেক সুন্দর একটি প্রাণী। তাই কাগজ দিয়ে কোনরকমে একটু বানালেই দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69371.89
ETH 3768.85
USDT 1.00
SBD 3.71