রেনডম ফটোগ্রাফি। ১০ শতাংশ লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ১১ ফাগুন | ১৪২৮, বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। সপ্তাহ শেষে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। মোবাইল ফোনের সঙ্গে ক্যামেরাযুক্ত হওয়াতে ছবি তোলা এখন কোন ব্যাপারই নয় কিন্তু তা সত্বেও ভালো ছবি তোলা এত সহজ নয়। কমিউনিটির অনেককেই দেখি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে। তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন ছবি তোলায় তারা খুবই দক্ষ। অনেকটা তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই এখন সপ্তাহে অন্তত একদিন ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি ভালো না লাগলেও খুব একটা বিরক্ত হবেন না।

আলোকচিত্রঃ ১


20220222_171013.jpg

20220222_171007.jpg

Location

ভূতের বাড়ি!!!একসময় বাংলাদেশের এমন অসংখ্য পরিত্যক্ত বাড়ি দেখতে পাওয়া যেত। যার বেশিরভাগই ছিল জমিদার বাড়ি। যারা স্বাধীনতা যুদ্ধের সময় দেশত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে এসমস্ত বাড়ির কিছু কিছু বেদখল হয়ে যায় আর কিছু পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।


আলোকচিত্রঃ ২

20220222_182449.jpg

20220222_182423.jpg

Location

বিয়ে বাড়ির আলোকসজ্জা। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পরিবর্তিত হয়। আমি যে স্থানের বিয়ে বাড়ির ছবি তুলেছি, দশ-পনের বছর আগে সেখানে বিয়ের সময় কলাগাছ আর রঙিন কাগজ দিয়ে গেট বানানো হতো। এখন কত আকর্ষণীয় আর আধুনিক আলোকসজ্জা ব্যবহৃত হয় তা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন।


আলোকচিত্রঃ ৩

20220218_121704.jpg

20220218_121633.jpg

Location

কিছুদিন আগে ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য হন্যে হয়ে শিমুল ফুল খুঁজলেও তার দেখা মিলেনি কিন্তু এখন যেদিকে চাই সেখানেই দেখি গাছভর্তি টকটকে শিমুল ফুল। দেখেই মনে হয় বসন্ত এসে গেছে। এই ফুলগুলোর ছবি তোলার সময় ভালো একটি ক্যামেরার খুবই অভাব বোধ করেছিলাম।


আলোকচিত্রঃ ৪

20220218_174233.jpg

20220218_173852.jpg

Location

যারা কক্সবাজার বা কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছেন তারা সবাই এই ভঙ্গিটির সঙ্গে পরিচিত। বেড়াতে গেলে প্রায় প্রত্যেকেই এভাবে দু-একটি ছবি না তুলে আসেন না। মাঠের মধ্যে পরিবারের সবার সঙ্গে ঘুরতে গিয়ে আমিও চেষ্টা করেছিলাম এইভাবে কিছু ছবি তুলে আনতে।


আলোকচিত্রঃ ৫

20220218_172401.jpg

Location

এটা কি গাছ আমার জানা নেই। তবে ছোটবেলা থেকে ফসলের মাঠে বা পরিত্যক্ত জমিতে দেখে আসছি। ছোট ছেলেমেয়েরা এই ফলগুলোর ভেতরের অংশ গুলো দিয়ে খেলতে পছন্দ করে। আমরা এগুলোকে টমাটম বলে ডাকতাম। অনেকদিন পরে দেখতে পেয়ে ছবি না তুলে থাকতে পারলাম না।


আলোকচিত্রঃ ৬

20220126_171046.jpg

20220126_170815.jpg

Location

আমাদের এলাকার পাশেই অল্প কয়েক ঘর মৃৎ শিল্পের কারিগর বসবাস করে। যাদেরকে আমরা কুমোর বলে থাকি। মাটি দিয়ে বিভিন্ন তৈজসপত্র তৈরি করাই তাদের পেশা। কিছুদিন আগে বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম কুমোর বাড়িতে। সেখান থেকেই তুলে আনা এই ছবি দুটো।

আজকের মতো এতোটুকুই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে করেছেন। বিয়েবাড়ির ফটোগ্রাফি টা খুবই অসাধারণ হয়েছে। বিয়েবাড়ির আলোকসজ্জা গুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। তাছাড়া মৃৎশিল্পের মূর্তিটা অসাধারণ লেগেছে। একদম নিখুঁত কাজ ছিল। আমাদের মাঝে এত অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর এই মন্তব্যটি শেয়ার করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

কি অস্থির ফটোগ্রাফি দিয়েছেন ভাই দেখে চোখ জুড়িয়ে গেলো। আপনার সবগুলো ফটোগ্রাফি খুব ভালো হয়েছে তারমধ্যে হাতের তালুতে ডুবন্ত সূর্য্য এক কথায় অসাধারণ। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ফটোগ্রাফির উৎসাহ বেড়ে গেলো বহুগুন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলেই খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করলেন আজকে আপনি। সবগুলো ফটোগ্রাফি কি অসাধারণ দেখাচ্ছে দেখতে। আমার কাছে তো বিশেষ করে প্রথম ছবিটা জাস্ট অসাধারণ লাগলো। এরকম সুন্দর ছবির ফটোগ্রাফির দেখলেই তো মনটা একেবারে ভালো হয়ে যায়। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপনা ও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 2 years ago 

আসলে কাজ করে প্রশংসা পাওয়া না গেলে সে কাজে কোন আগ্রহ থাকে না। প্রশংসা তা আসল বা নকল যাই হোক না কেন মানুষকে ভীষণভাবে উৎসাহিত করে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল এবং দেখার মত ছিল, এক কথায় অসাধারন। আমার কাছে একটি ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে সেটি হলো আপনি সূর্য হাতে নেওয়ার চেষ্টা করেছে ফটোগ্রাফি করেছেন সেটা আসলেই দেখতে অসাধারণ লাগে। এরকম যে ফোটোগুলো আছে সেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এছাড়াও আপনার প্রতিটি ফটোগ্রাফে আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে সত্যি চমৎকার লাগছে । বিশেষ করে হাতের ভিতর সূর্য ধরে রাখার ফটোগ্রাফি টা আমার কাছে অনেক চমৎকার লেগেছে তাছাড়া আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে প্রকৃতির সৌন্দর্য গুলো চমৎকার ভাবে ফুটে উঠেছে ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু আলোকচিত্র আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন দেখছি। আপনার এই ফটোগুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করে থাকেন এভাবে চেষ্টা করতে থাকুন একটা সময় যে আপনি আরো ভালো ফটোগ্রাফার হতে পারবেন বলে আশা রাখি। ধন্যবাদ আপনাকে এরকম একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি আমার একটি শখ। দোয়া করবেন যেন শখটির প্রতি আগ্রহ থাকে চিরকাল। শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

সব গুলো ছবি অনেক সুন্দর ছিল তবে আমার কাছে ব্যক্তিগতভাবে শিমুল গাছে ফুটে থাকা শিমুল ফুল গুলোর ছবি অনেক বেশি ভালো লেগেছে। প্রকৃতির মাঝে ফুটে থাকা লাল ফুলগুলো দেখে যে কেউ মুগ্ধ হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

বাস্তবের শিমুল গাছটি দেখতে আসলেই অনেক সুন্দর ছিল কিন্তু মোবাইল ফোনের ক্যামেরায় আমি সেভাবে ছবিটি তুলতে পারিনি। প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে স্বাগতম ভাইজান 💚

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে শিমুল ফুলের ফটোগ্রাফি টি এবং হাতের উপর সূর্যের ধরে রাখার ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। আশাকরি আপনাদের উৎসাহ পেলে পরবর্তীতে আরো ভালো কিছু ছবি শেয়ার করতে পারব। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ফটোকপি গুলো খুবই অসাধারণ হয়েছে দেখে আমার খুব ভালো লেগেছে। ৪ নং ফটোগ্রাফি দেখে আমি খুব মুগ্ধ হলাম। আপনি জানেন তো চমৎকারভাবে এবং দক্ষতা সহকারে ছবিগুলো তুলেছেন এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার পোস্টে আপনার এই সুন্দর মন্তব্যটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58833.91
ETH 3155.94
USDT 1.00
SBD 2.44