একটি দুর্ঘটনা। 10% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ২০ বৈশাখ /৩ মে | ১৪২৮, বঙ্গাব্দ/২০২২ খ্রিস্টাব্দ| মঙ্গলবার | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আজ পবিত্র ঈদুল ফিতর। আমার বাংলা ব্লগের সঙ্গে প্রথম ঈদ উদযাপন। দেখতে দেখতে প্রায় দশ মাস পার হয়ে গেল আমাদের সকলের ভালোবাসার এই "আমার বাংলা ব্লগ কমিউনিটির"। নতুন নতুন বন্ধু আর অভিজ্ঞতার মাধ্যমে সময়কে রাঙিয়ে দিতে এই কমিউনিটি যেনো অপরিহার্য হয়ে পড়েছে আমার জীবনে। আজ কোন রেসিপি, ফটোগ্রাফি, আর্ট বা diy পোস্ট নয়। শুধুই লেখালেখি।

20220503_090604.jpg

ঈদ আসে ঈদ যায় কিন্তু কিছু স্মৃতি থেকে যায়। ঘটনাটা বেশ কয়েক বছর আগের। আমার খুব কাছের এক ছোট ভাই সেইসঙ্গে নিকটতম প্রতিবেশী। বয়স বড়জোর ২২/২৩। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরীর কর্মস্থল ছিল টাঙ্গাইল জেলা। ঈদের দুই দিন আগে আর সবার মতো ছুটিতে ফিরে আসছিল পরিবারের সঙ্গেই ঈদ করার জন্য কিন্তু পথেই বাসের মধ্যে স্ট্রোক করার ফলে আর বাড়ি ফেরা হলো না তার। যথেষ্ট চেষ্টা করা সত্ত্বেও সে চলে গেল না ফেরার দেশে। খুব কাছের মানুষ হওয়াতে তখন আমি জীবনটাকে নতুনভাবে উপলব্ধি করলাম। আসলে ওপারে যাওয়ার কোনো বয়স নেই।

20220503_184902.jpg

ক্ষণস্থায়ী আর অনিশ্চিত এই জীবনকে নিয়ে আমরা কতই না পরিকল্পনা করে থাকি। অথচ দুই মিনিট পরে বেঁচে থাকবো কিনা তারই কোনো গ্যারান্টি নেই। ধর্ম বিশ্বাসী মানুষ পরকালে শান্তির প্রত্যাশা করেন। এই লৌকিক জগতের লোভ লালসা আকাঙ্ক্ষাকে তারা অবদমিত করে রাখেন পরকালীন সুখের জন্য। অন্যদিকে অবিশ্বাসী মানুষের কাছে দুনিয়াই সব। অদেখা অজানা এই পরলৌকিক জগতের বিনিময়ে তারা এই লোকৌক জগতের কোন কিছুই ছাড়তে নারাজ। আসলে সম্পূর্ণটাই বিশ্বাস এর ব্যাপার। কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।

20220503_204048.jpg

সময় কাউকে ছাড় দেয় না। জগতের নিয়ম অনুযায়ী সবাইকেই একদিন প্রস্থান করতে হবে। তাই সময় থাকতেই সময়ের কাজ করে ফেলা উচিত। ভাবুন, জীবন সম্পর্কে চিন্তা করুন। কেননা সৃষ্টিকর্তা প্রদত্ত এই চিন্তা শক্তিই আমাদেরকে অন্যান্য প্রাণী থেকে করেছে আলাদা, করেছে সৃষ্টির সেরা জীব। সবার জন্য রইল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমাদের একজনের আনন্দ যেন অন্য কারো বিরক্তি বা কষ্টের কারণ না হয়ে দাঁড়ায় আশাকরি সবাই এ বিষয়টি লক্ষ্য রাখবো। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন।

20220502_173111.jpg

Location

আজকের মতো এতোটুকুই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 2 years ago 

সময় কাউকে ছাড় দেয় না। জগতের নিয়ম অনুযায়ী সবাইকেই একদিন প্রস্থান করতে হবে। তাই সময় থাকতেই সময়ের কাজ করে ফেলা উচিত

আপনার এই কথাগুলো আমার কাছে বেশ ভাল লেগেছে ভাই। আর সবচেয়ে খারাপ লাগলো যে আপনার ছোট ভাই যার বয়স মাত্র 22 থেকে 23 বছর তিনি স্টক করে মারা গেছেন। আসলে দুনিয়ার রীতি বোঝা অসম্ভব ভাই। আমি আসলে হতভম্ব হয়ে গিয়েছিলাম আপনারা এই কথাটা পড়ে। এই দুইদিনের দুনিয়ার জন্য আমরা কতই না কিছু করি। আসলে ঘটনাটা শুনে অনেক খারাপ লাগলো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক ভাই। শুভকামনা রইলো ভাইজান আপনার জন্য।

 2 years ago 

আপনার মত কিছু পাঠক আছে বলেই মাঝে মাঝে কিছু লিখতে ভরসা পাই। অসংখ্য ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য।

 2 years ago 

আসলেই এই পারে যাওয়ার কোন বয়স নাই। আমরা এই দুইদিনের জন্য কত কিছু করি।যাই হোক আপনার ছোট ভাইকে সৃষ্টিকর্তা জান্নাত নসিব করুক। ধন্যবাদ আপানকে।

 2 years ago 

আসলেই তাই। আশেপাশে কত মানুষ কে দেখলাম সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ওপারে চলে যেতে। অথচ আমরা কত কিছুই না পরি কল্পনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু পোস্টটি পড়ার জন্য।

 2 years ago 

ঈদের শুভেচ্ছা নেবেন ফিরদৌস দা। আশা করি খুব কেটেছে আজকের দিনটা।

আসলেই জীবন খুব ক্ষণস্থায়ী, আজ আছি কাল নেই নইলে কি মাত্র ২২-২৩ এর যুবকের স্ট্রোক হয়। পরকালের কথা না ভেবে অল্প বাঁচলে হয়না, সমস্ত ধরনের ঈর্ষা ও প্রতিহিংসা ছেড়ে।

 2 years ago 

সেটাই চেষ্টা করে যাচ্ছি দাদা কিন্তু এগুলোতো সহজাত প্রবণতা। চাইলেই কি আর সহজে ঝেরে ফেলা যায়। দোয়া করবেন যেন এপারের কর্মগুলো সেরে তবেই ওপারে যেতে পারি।

 2 years ago 

প্রিয় ভাই আপনি একদম ঠিক বলেছেন। সময়ের কাজ সময়ে না করলে অনেক পস্তাতে হয়। খুব ভালো লাগলো আপনার লেখাটি পড়ে। এর পাশাপাশি ঈদ মোবারক জানাই।

 2 years ago 

সত্যি বলতে কি ভাই বুঝি অনেক কিছুই কিন্তু কাজের বেলায় কিছুই করা হয় না। আর তার ফলেই আজ আমাদের বাঙালি জাতির এই অবস্থা। আপনাকেও জানাই ঈদ মোবারক

 2 years ago 

ভাই ঠিকই বলেছেন, সময় কাউকে ছাড় দেয় না। আর তাই হয়তো আপনার ছোট ভাই বা নিকটতম প্রতিবেশী সময়ের কাছে বন্দি হয়ে গেছে। ব্যাপারটা খুবই মর্মান্তিক ছিল। কেননা তাকে খুবই অল্প বয়সে পরপারে পাড়ি জমাতে হয়েছিল। তবে ভাইয়া আগে আর পরে আমাদের সবারই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই বাস্তবতা। ছোট্ট এই জীবনে আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি। আর তাই আমরা মানব যন্ত্র হয়ে ছুটে চলেছি সামনের দিকে। কখনোই আমরা পরকালে কি হবে তার চিন্তা ভাবনা করি না। সময়ের কাজ সময়ে না করলে পরকালে গিয়ে আমাদের জবাবদিহিতার জায়গা থাকবেনা। আপনার সুন্দর কথাগুলোর জন্য এবং সুন্দর একটি পোস্ট তৈরী করে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমার লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ার জন্য। আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এ জীবনে আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি তাই সহজে কেউ এ জীবনের মায়া ছাড়তে চায় না। আপনার মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক

আপনার পোষ্টটি পড়ে খুব ভালো লাগলো। সময়ের কাজ সময়ে করা উচিত না হলে। আমাদের জীবন ক্ষতিগ্রস্ত হবে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ক্ষতিগ্রস্ত হবে তাতে কোন সন্দেহ নেই কিন্তু এমন অবস্থায় সেটি হবে যখন শোধরাবার আর কোনো সুযোগ থাকবে না। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33