ফটোগ্রাফি পোস্ট। বনফুলের সৌন্দর্য। 10% beneficiarie shy-fox.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ১৩ ই অগ্রায়ন | ১৪২৮ , বঙ্গাব্দ | রবিবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

ফুল প্রকৃতির অলংকার। ফুল ভালবাসেনা এমন মানুষের সংখ্যা খুবই কম। বিচিত্র বর্ণ আর গন্ধ নিয়ে ফুল কীটপতঙ্গ কে যেমন আকর্ষণ করে তেমনি আকর্ষণ করে প্রকৃতিপ্রেমী মানুষকে। তবে আমরা সাধারনত বাগানের ফুল দেখতেই অভ্যস্ত। রাস্তার পাশে ঝোপঝাড়ে ফুটে থাকা কত নাম না জানা ফুল আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। যা আমরা দেখেও দেখিনা। আজ আমি আপনাদের সঙ্গে তেমনি কিছু ফুলের ছবি শেয়ার করব।

কচুরি ফুল

কচুরিপানা আমাদের সবারই অতি পরিচিত কিন্তু এই ফুলটি বিস্ময়কর রকম সুন্দর। খুব কাছ থেকে দেখলে আপনি এর সৌন্দর্য অনুভব করতে পারবেন। সাধারণত পুকুরে, ছোট নদীতে, খাল-বিলে, বা নিচু জলাভূমিতে কচুরিপানার দেখতে পাওয়া যায়। হেমন্তকালে সাধারণত কচুরিপানার ফুল ফুটে থাকে।

20211128_124251.jpg

https://w3w.co/spray.cheek.roosters

সরিষা ফুল

সরিষা আমাদের দেশে অতি পরিচিত একটি শস্য যা থেকে আমরা তেল পাই। আমাদের দেশে সাধারণত শীতকালেই সরিষার চাষ হয়ে থাকে। হলুদ বর্ণের অপূর্ব সুন্দর এই ফুলটিতে যখন মাঠের পর মাঠ ছেয়ে থাকে সেই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না।

20211127_163818.jpg

https://w3w.co/crosses.bash.spreadable

বুনো ফুল

এটি আমাদের এলাকার রাস্তার পাশের অপরিচিত একটি গাছের ফুল। ছোটবেলা থেকেই গাছগুলি আমরা রাস্তার পাশে বেড়ে উঠতে দেখি। গাছটির সঠিক নাম আমার জানা নেই। স্থানীয়ভাবে একে অনেকে আসটেল গাছ বলে থাকে। গুল্ম জাতীয় উদ্ভিদের এই ফুল পিপড়া সহ অন্যান্য পোকামাকড়কে তীব্রভাবে আকর্ষণ করে।

20211128_124857.jpg

https://w3w.co/toads.printout.outbursts

বুনো ফুল

এটিও একটি বুনোফুল। নাম না জানা এই ফুলটির সৌন্দর্যে আমিও ছুটে গিয়েছিলাম ছবি তুলতে। চলতি পথে রাস্তার পাশের ঢালু জমিতে দেখা পেয়েছিলাম এই উদ্ভিদটির।

20211128_124535.jpg

https://w3w.co/toads.printout.outbursts

জবা ফুল

জবাফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। জবা ফুলের বেশ কয়েকটি প্রজাতি আছে। এটি পরিচিত রক্ত জবা নামে। হিন্দুদের পুজোতে ব্যবহৃত অতি কমন একটি ভুল হচ্ছে এই জবা। এক সময় হিন্দু বাড়িতে এই ফুলের গাছ অনেক থাকলেও এখন আর তেমন একটা দেখা যায়না।

20211128_143606.jpg

https://w3w.co/stitching.react.party

মোরগ ফুল

এই ফুলটির সঠিক নাম আমার জানা নেই। স্থানীয় ভাবে এটি মোরগ ফুল নামে পরিচিত। অনেকটা ডাটা গাছের মত দেখতে এই গাছগুলোর ফুলগুলো লাল বর্ণের। এক প্রতিবেশীর বাড়ির আঙিনায় আমি এই গাছটির দেখা পেয়েছিলাম।

20211128_143256.jpg

https://w3w.co/ushering.data.sparrows

কাশফুল

শরতকালের অন্যতম আকর্ষণ এই কাশফুল। নীল আকাশের নিচে সাদা কাশফুল দেখতে ভীষণ ভালো লাগে। শুধুমাত্র এই কাশ ফুল দেখতে আমরা চার বন্ধু বাইক নিয়ে ছুটে গিয়েছিলাম 40 কিলোমিটার দূরে পদ্মার এক অখ্যাত চরে।

20210920_152220.jpg

https://w3w.co/toolbox.evenly.minimally

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 3 years ago 

জবা ফুল আমার খুব পছন্দের। আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাইয়া। সেই সাথে সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

জি আপু জবা ফুল আমারো অনেক পছন্দের।আপনাকে ও অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

প্রতিটি ফুলের ফটোগ্রাফি চমৎকার ছিল। শীতের সময় এই ধরনের ফুল বেশি ফোটে।আমার কাছে কাশফুল এর দৃশ্য পটভূমি বেশি মুগ্ধ করেছে। ভালো লাগলো আপনার করা ফটোগ্রাফি গুলো শুভকামনা রইল। ❤️❤️

 3 years ago 

শুভ কামনার জন্য আপনাকে ও অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাই আপনার সকল ফুলের ফটোগ্রাফির মধ্যে কাশফুলের ফটোগ্রাফিটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ফুরের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে বর্ণনা করেছেন। আপনার কাশফুলের দৃশ্যটি আমি সত্যি দেখে মুগ্ধ। খুবই ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমারও ভীষণ ভালো লাগলো।। ধন্যবাদ আপনাকে সময় নিয়ে পোস্ট টি দেখার জন্য

আজকে বেশ ক'টি ফটোগ্রাফি পোস্ট দেখলাম সবার ছবিগুলোই সুন্দর হয়েছে, আপনারটাও এর ব্যতিক্রম নয়। কাশফুলের ছবি টা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। জায়গাটা দেখে মনে হচ্ছে খুবই ভালো লাগবে ঘুরতে গেলে। ধন্যবাদ ভাইয়া আপনার ছবিগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য । শুভকামনা রইল।

 3 years ago 

আসলে কাশফুল তেমন একটি ফুল সবারই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য

 3 years ago 

বাহ অসম্ভব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি দেখে সত্যিই আমি অবাক হয়ে গেলাম। আপনার প্রতিটা ফটো আমার কাছে অনেক ভাল লেগেছে। তবে বিশেষ করে কাশফুলের ফটোটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। প্রতিটা ফটোর নীচে আপনি অনেক সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন, যার মাধ্যমে আমরা খুব সহজেই ফটো সম্পর্কে জানতে ও বুঝতে পেরেছি। আপনি চেষ্টা করতে থাকুন একটা সময় যে আপনি অনেক ভালো একটা ফটোগ্রাফার হতে পারবেন বলে আশা রাখি। শুভকামনা রইল আপনার জন্য🎊

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া। সুন্দরভাবে গুছিয়ে একটি মন্তব্য করার জন্য। সত্যি বলতে কি যেকোনো কাজের আগ্রহ অনেক গুন বেড়ে যায় যদি সেই কাজের কেও প্রশংসা করে। হোক সেটা নকল বা কাউকে খুশি করার জন্য। তার পরেও প্রশংসা সবারই ভালো লাগে। আপনার জন্যও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68773.73
ETH 2716.62
USDT 1.00
SBD 2.72