|আলু,ডিম ও গাজরের সুস্বাদু ও মজাদার নুডলস রেসিপি (১০% সাই ফক্স এর জন্য)

আজ- ২০ চৈত্র /৩এপ্রিল | ১৪২৮, বঙ্গাব্দ/২০২২ খ্রিস্টাব্দ| রবিবার | বসন্তকাল|

আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। মোছাঃফেনসি আক্তার আমার ইউজার নাম @fensi46। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আবারও আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম আলু,গাজরের দুর্দান্ত রেসিপি নুডলস দেখতে যেমন লোভনীয় খেতে ও তেমন মজাদার।
😋চলুন এবার কথা না বাড়িয়ে শুরু করা যাক😋
ফাইনাল লুক
20220403_114711.jpg20220329_211918.jpg
20220329_211839.jpg20220329_204822.jpg
----
প্রয়োজনীয় উপকরণ
১.গাজর
২.আলু
৩.ডিম
৪.পিঁয়াজ
৫.কাঁচা মরিচ
৬.লবণ

🍜ধাপ ‌~১🍜

20220329_211918.jpg20220329_211839.jpg

20220329_204822.jpg

প্রথমে আমি গাজর পেঁয়াজ আলুর খোসা ছাড়িয়ে নিলাম। পিয়াজ আলু গাজর কুচি কুচি করে কেটে নিলাম।

🍜ধাপ~২ 🍜

20220329_212623.jpg20220329_212318.jpg
20220329_212211.jpg20220329_212828.jpg

চুলার ওপর একটি পাতিল দিলাম। পাতিলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর নুডলসগুলো দিয়ে সিদ্ধ করে নিলাম। আমার নুডুলস সিদ্ধ হয়ে গেলে একটা ডালায় তুলে পানি গুলো ছাড়িয়ে নিলাম।

🍜ধাপ~৩🍜

20220329_213137.jpg20220329_212837.jpg
20220329_212722.jpg20220329_212633.jpg

এবার আমিচুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম এবং দিন দুটি ভেঙ্গে দিলাম । একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম।

🍝ধাপ~৪ 🍝

20220329_213241.jpg20220329_213230.jpg

20220329_213051.jpg
এরপর আমি পিয়াজ গুলো একটু ভেজে নিয়ে এবার আমি গাজর ও আলু গুলো একটু সিদ্ধ করে নিবো।

🍝ধাপ~৫🍝

20220403_114953.jpg20220329_213512.jpg

20220329_213501.jpg
এরপর আমি সিদ্ধ নুডলস গুলো দিয়ে দিলাম। নুডলস এর মসলা দিয়ে নাড়ানো করলাম।

🍜ধাপ~৬🍜

20220403_114847.jpg

এর পর আমি ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো ।

🍜ধাপ~৭🍜

20220403_114742.jpg

আজকের মতে আমার রান্নার কাজ এখানেই শেষ করলাম। আমার রান্না করা নুডলস গুলো একটা ডিসে তুলে নিলাম। আবার দেখা হবে অন্য কোন পোস্ট নিয়ে। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।

লোকেশনবগুড়া
ইউজার নেমঃ@fensi46
ডিভাইসSamsung j4+
রেসিপি😋নুডলস খেলাম 🍜

❤️আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤️

Sort:  
 3 years ago 

নুডলস খেতে আমার খুবই ভালো লাগে। নুডুলস রান্নায় বেশি সময়েরও প্রয়োজন হয় না। তাই যখন ইচ্ছা বানিয়ে খাওয়া যায়। আপনার রান্নার প্রসেস টা খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।।

সুন্দর মতামত পোষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আলু,ডিম ও গাজরের সুস্বাদু ও মজাদার নুডলস রেসিপি দারুন হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আলু ডিম ও গাজরের সুস্বাদু মজাদার নুডুলস রেসিপি অনেক ভাল ছিল। আপনি দারুণ দক্ষতায় রান্নাটি সম্পন্ন করেছেন। প্রয়োজনীয় উপকরণ করলে সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

সুন্দর মন্তব্য করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আলু,ডিম ও গাজরের সুস্বাদু ও মজাদার নুডলস রেসিপি দারুন হয়েছে আপু। সত্যি সত্যি অনেক সুস্বাদু একটা রেসিপি লোভনীয় বটে। প্রত্যেকটা ধাপ নিখুঁতভাবে তৈরি করে সুন্দর উপস্থাপনার সাথে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

অনেক সুন্দর কমেন্ট করেছেন ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এই রমজানের রেসিপি দেখলে তো খুদা আরো বেশি লেগে যাবে। দেখে জিভে জল চলে এসেছে। এত চমৎকার একটি রেসিপি আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

রোজা থেকে জিভে জল আনা যাবে না হাহা। সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার নুডুজ রান্না রেসিপি দারুন ছিল। এবং উপকরণ গুলো খুব সুন্দর করে ব্যবহার করেছেন। আর আমাদের উপহার দিয়েছেন অসাধারণ একটি নুডুলস। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

অবশ্যই ইফতারের সময় আমার রেসিপি খেয়ে দেখবেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

নুডুলস বর্তমান খুবই জনপ্রিয় খাবার। আলু ডিম ও গাজরের মিশ্রণে খুব সুন্দর করে সবজি জাতীয় নুডুলস রেসিপি তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো ।একসময় দাওয়াত দিয়ে খাবেন আপনার জন্য শুভকামনা রইল।

কম বেশি সবাই এই নুডলস ভক্ত। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

নুডুলস রান্নার রেসিপি দেখলেই খিদা টা বেরে যায় আপু।খুব লোভনীয় একটি রেসিপি করেছেন আমার খুবই ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য

আপনার কাছে আমার নুডলস রেসিপি ভালো লাগার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

নুডুলস আমার খুবই প্রিয় একটি রেসিপি। আমার কাছে নুডুলস খেতে খুব ভালো লাগে । আমাদের বাসার সবাই খেতে খুব পছন্দ করে। আপনি খুব প্রিয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল।

 3 years ago 

নুডুলস আমার খুব ভালো লাগে। তবে চাওমিন টা আরও বেশি ভালো লাগে। এই কোকড়ানো নুডলস টা রান্না করতে অবশ্য বেশি কিছু লাগে না। শুধুমাত্র ডিম আলু আর গাজর দিয়ে রান্না করলেও খেতে বেশ লাগে।
আপনার উপস্থাপনা খুবই সুন্দর ছিলো আপু।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার পোস্ট পড়ে সুন্দর কমেন্ট করছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68331.57
ETH 2650.11
USDT 1.00
SBD 2.69