Diy//এসো নিজে করি//রঙিন পেপার দিয়ে একটি ওয়ালমেট তৈরি //১০%পে- আউট shy-foxট

আসসালামু আলাইকুম// আদাব

আমার বাংলা ব্লগ পরিবারের সবাই কে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি ও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো রঙিন কাগজ কেটে আমার নিজে থেকে তৈরি ওয়ালমেট।আমার বাংলা ব্লগ কমিটিতে এসে খুবই গর্বিত যে নিজের দক্ষতা সবার মাঝে শেয়ার করতে পেরে। @rme দাদার অফুরন্ত ভালো বাসার করণেই আজ আমার এতো বড় প্ল্যাটফর্মে কর্মের সুযোগ পেয়েছি। অনেক ভাল বাসা রইল আপনার জন্য দাদা।যাই হক কথা না বাড়িয়ে এবার তাহলে কাজে ফিরে যাই।

চলুন শুরু করি

||সুন্দর একটি ওয়ালমেট||

20211229_142334.jpg

প্রয়োজনীয় উপকরণের একটা ছবি নিচে দিয়ে
দিলাম

20211229_135741.jpg

  • রঙিন পেপার ৪ টি।
  • মোটা সুতা।
  • পুতি ৪ টি।
  • আটা
  • স্কেল।
  • পেনসিল।
  • কালার পেন।
  • কাঁচি।

ধাপ ১

20211230_163535.jpg

প্রথমে আমি একটি পেপার কেটে তিন টুকরো করে নিলাম। # #

ধাপ ২

20211229_111607.jpg

এর পর আমি পেপার গুলো তিন চার ভাজ দিলাম। পরে আবারও অন্য দিকে ভাজ দিলাম।

ধাপ ৩

20211229_112114.jpg

সোজা দিকে ভাজ দেওয়ার পর মাঝেখানে একটি ভাজ দিলাম।

ধাপ ৪

20211229_112313.jpg20211229_130419.jpg

মাঝখানে ভাজ দেওয়া পিপার গুলো দুই পাশে আটা দিয়ে জোড়া লাগালাম।

ধাপ ৫

20211229_124219.jpg
সব গুলো আমি একটা একটা করে জোড়া লাগিয়ে গোল করলাম।

ধাপ ৬

20211229_132822.jpg

এখানে আমি ১ টি সাদা পেজ নিয়ে ৮'-৮'করে চার কোনা করে কেটে নিয়েছি।

ধাপ ৭

20211229_133454.jpg
তিনটি ভাজ দিয়ে পাতার সাইজ করে কেটে নিলাম।এবার একটি ফুল হয়ে গেছে।

ধাপ ৮

20211229_134129.jpg20211229_135410.jpg

এই ধাপে আমি ফুলের একটা পাতা কেটে গেল করলাম।
মাঝে খানে কালার পেন দিয়ে একে নিয়ে আটা দিয়ে পুতি গুলো বসালাম।

ধাপ ৯

20211229_141513.jpg20211229_141156.jpg

20211230_163416.jpg

মোটা পেপারের উপর আটা দিয়ে সুতা গুলো বসে নিলাম। পুরো পিপারে আটা দিয়ে বড়ো ফুল টি বসে নিলাম।

ধাপ ১০

IMG-20211230-WA0007.jpg

শেষ ধাপে আমার তৈরি করা ওয়ালমেটের সাথে আমার তোলা একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।আশা করি আপনাদের সবার অনেক ভাল লেগেছে। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।

আমি @fensi46 লোকেশন -বগুড়া ফোন স্যামসাং j4+

ভালো থাকবেন সুস্থ থাকবেন

আললাহ হাফেজ

সবাই কে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেখা শেষ করলাম

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আসলে দেখতে এটা খুবই সুন্দর লাগছে। সত্যি বলতে অসাধারন। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার ওয়ালমেটটি আমার অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি স্টেপ বর্ণনা করেছেন। এটা ওয়ালে আটকিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে। আশা করি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে হাজির হবেন আমাদের মাঝে। আপনার জন্য শুভকামনা আপু।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার ওয়ালমেট কি আমার কাছে অনেক ভালো লাগছে। দেখতে খুবই সুন্দর। এককথায় রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন।

ধন্যবাদ

 3 years ago 

রঙিন পেপার দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আর ধাপগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

  • বাসার দেয়ালে লাগিয়ে রাখার মত একটি ওয়ালমেট তৈরি করেছেন। খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপ করেছেন। কালার কম্বিনেশন ছিল অসাধারণ। শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাই আপনাকে

অনেক সুন্দর হয়েছে আপু আপনার ওয়ালমেট। দেওয়ালে লাগিয়ে রাখার মত একটি ওয়ালমেট। এবং আপনার উপস্থাপনা ও বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য। শুভকামনা রইলো আপনার প্রতি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ওয়ালম্যাট টি অনেক সুন্দর হয়েছে। বেশ সুন্দর ও গোছালো ভাবে ওয়ালম্যাট টি বানিয়েছেন আপনি যা আমার কাছে অনেক ভাল লেগেছে। শুভেচ্ছা রইল আপু আপনার জন্য।

siam,.png

আপু রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন

siam,.png

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58503.45
ETH 2594.59
USDT 1.00
SBD 2.45