DIY / প্রজেক্ট/ লাজুক খ্যাক তৈরি (১০% বেনিফিশিয়ারি shy-fox)

আজ - ১৫ ফালগুন | ১৪২৮ বঙ্গাব্দ | মঙ্গলবার | শীতকালে |

০১/০৩/২২

হ্যালো বন্ধরা

আসসালামু ওয়ালাইকুম,আমি মোছাঃফেনসি আক্তার আমার ইউজার নাম @fensi46। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
😋আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো লাজুক খ্যাকের ড্রাই প্রজেক্ট।
আশা করি সবার কাছেই ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

20220301_134036.jpg

প্রথম স্টেপ

উপকরণ

20220228_120123.jpg
হলুদ, আকাশি, গোলাপি, রঙিন কাগজ আঠা, কেঁচি কলম নিয়েছি।

স্টেপ -2

received_1352704228486415.jpeg

received_356206749686688.jpeg

received_357275376260033.jpeg

একটি লাভ আকৃতি করে বোড কেটে নিয়েছি এবং হলুদ কালার পেজ আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
গোলাপি ও আসমানি কালার পেজ গুলো গোল করে কেটে নিয়েছি।

স্টেপ ৩

received_642742130282163.jpeg

গোলাপি রঙিন কাগজ এর উপর আসমানী কালার পেজ আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

স্টেপ ৪

received_774138163561556.jpeg

received_931754210872648.jpeg
আঠা দিয়ে লাভ সেভের উপরে গোল সেভ বসিয়ে নিলাম।

স্টেপ ৫

received_3245230342387625.jpeg

received_1947997428726300.jpeg
আঠার সাহায্য লাজুক খ্যাকের পা ও কান লাগিয়ে নিলাম।

স্টেপ ৬

received_455072449678214.jpeg
এই ধাপে আমি কাঁধের উপর দুটি বাহুর আকৃতি বসিয়ে নিলাম।

স্টেপ ৭

20220228_113605.jpg

20220228_112301.jpg
মুখের উপর একটি হলুদ কাগজ কেটে বসে নিলাম।ও চোখের আকৃতি তৈরির জন্য দুটি কালো পেজ গোল করে কেটে নিলাম। এবং আঠা দিয়ে চোখ দুটো বসে নিলাম।

স্টেপ ৮

20220228_115234.jpg
✒ কলম দিয়ে মুখের চিত্র অংকন করলাম।

স্টেপ ৯

20220228_115438.jpg20220228_115355.jpg


একটি আসমানী কালার পেজ নিয়ে ভাজ দিয়ে ফুলের আকৃতি তৈরি করে নিলাম। এবং আঠা দিয়ে লাজুক খ্যাকের বুকের উপর বসে নিলাম।।

স্টেপ ১০

20220301_134036.jpg

20220228_120005.jpg
ব্যাস আমার লাজুক খ্যাক তৈরি হয়ে গেছে। আমার ইউজার নাম লিখে দিলাম।

লাস্ট স্টেপ

20220301_180313.jpg
আশা করি আমার লাজুক খ্যাক সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

লোকেশনইউজার নেমঃডিভাইসডাই প্রজেক্ট
গোবিন্দগঞ্জ@fensi46Samsung j4+লাজুক খ্যাক

❤️আমার পোস্ট দেখার জন্য সবাই কে অসংখ্য ধন্যবাদ ❤️

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি লাজুক খ্যাক তৈরি করেছেন আপু। আপনার এই লাজুক খ্যাক তৈরি প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি কোন সময় চিন্তা করতে পারিনি রঙিন কাগজ দিয়ে এমন সুন্দর একটা জিনিস তৈরি করা সম্ভব হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে লাজুক খ্যাকের DIY তৈরি করেছেন। শুধুমাত্র রঙিন কাগজ ও আটা ব্যবহার করে তৈরি করা আপনার লাজুক খ্যাক দেখতে অত্যন্ত চমৎকার লাগছে। লাজুক খ্যাক বানানোর প্রত্যেকটি ধাপ আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর একটি লাজুক খ্যাক এর DIY আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি খুবই সুন্দর একটি diy প্রজেক্ট সম্পন্ন করলেন। খুবই সুন্দর আর কালারফুল একটি পান্ডা বানিয়েছেন আপনি। আমার দেখে খুবই ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর পান্ডা তৈরি আমি আগে কখনো দেখিনি। শুভেচ্ছা রইল আপনার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি পান্ডা তৈরি করেছেন। দেখতে খুবই চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনার জন্য।

ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করছেন।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে আমাদের প্রিয় লাজুক খ্যাক এর অরগেমি তৈরি করেছেন। দেখে খুবই ভাল লেগেছে যা বলে বোঝানো সম্ভব নয়। আমাদের সাথে এত সুন্দর লাজুক খ্যাক এর অরগেমি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে আপনি সৃজনশীলতার উদ্ভব ঘটিয়েছন। লাজুক খ্যাঁক তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি অনেক চমৎকার ভাবে আমাদের সবার প্রিয় সাই ফক্স কে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করেছেন। আপনার তৈরি করা এই‌ ডাই পোস্ট টি দেখতে বেশ চমৎকার লাগছে বিশেষ করে আমাদের সবার প্রিয় সাই ফক্স কে দেখতে অনেক কিউট দেখাচ্ছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভবিষ্যতে এমন পোস্ট আরও প্রত্যাশা রইল আপনার কাছ থেকে।

 2 years ago 

ওয়াও আপু আপনি অনেক সুন্দর করে লাজুক খ্যাকের জন্য Diy তৈরি করেছে। রঙিন কাগজ ব্যবহার করে আপনি সুন্দর একটি পান্ডা বানিয়েছেন। আমার কাছে খুব ভালো দেখতে লাগছে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

সত্যি আপু আপনাদের সুন্দর মন্তব্য জন্য কাজে অনেক উৎসাহ পাই। আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি আনন্দিত। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব অসাধারণ ভাবে আপনি এটি তৈরি করেছেন। এটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে মনে হয়। বেশ কিছুদিন আগে আমি তৈরী করার চেষ্টা করি কিন্তু ফুটিয়ে তুলতে পারিনি। আপনি খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আমার পোস্ট পড়ে সুন্দর কমেন্ট করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

লাজুক খ্যাক তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজের ব্যবহার করে লাজুক খ্যাক তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি লাজুক খ্যাক দেখতে খুব মিষ্টি লাগছে। আপনার ক্রিয়েটিভ আইডিয়া আমার কাছে ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

আপু আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার মন ভরে যায় আপু।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আমার পোস্ট পড়ে সময় দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43