//রঙিন কাগজ কেটে দিয়ে ওয়ালমেট তৈরি //(১০%লাজুক খ্যাকের জন্য)

আজ -১৪ ই , চৈত্র | ১৪২৮ , বঙ্গাব্দ | মঙ্গলবার | বসন্তকাল |

হেলো বন্ধুরা

আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটি ডাই পোস্ট নিয়ে। আশা করি আমার এই ওয়ালমেট সবার কাছেই ভালো লাগবে। আজকে আমি খুব সহজ একটি ওয়ালমেট আপনাদের মাঝে শেয়ার করবো।

👉চলুন তাহলে এবার শুরু করা যাক👈

20220329_125351.jpg

|প্রয়োজনীয় উপকরণ |
|১.|কালার পেজ|
|২.|আঠা|
|৩.|কেঁচি |

20220329_125555.jpg

স্টেপ ~১

20220329_102021.jpg20220329_102008.jpg

আমি এখানে একটি কাটুন নিয়েছি এবং লাভ ডিজাইন করে কেটে নিলাম।

স্টেপ ~২

20220329_102842.jpg

20220329_102738.jpg
লাভ সেফটা আমি চিকন সাইজে কেটে নিলাম।

স্টেপস ~৩

20220329_105459.jpg

20220329_104454.jpg
আমি এখানে আসমানী কালার পেজ নিয়ে লম্বা করে কেটে নিলাম। এবং আঠা দিয়ে দুই মাথা জোড়া লাগিয়ে নিলাম।

স্টেপ ~৪

20220329_120650.jpg

20220329_110447.jpg
সব গুলো আমি আঠা দিয়ে লাভ কাটিং এর সাইডে লাগিয়ে নিলাম।

20220329_120233.jpg

20220329_115736.jpg
একই সাইজে কেটে নিয়েছি এবং মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

স্টেপ ~৫

20220329_114643.jpg20220329_114541.jpg
20220329_114524.jpg20220329_114506.jpg

এবার আমি হলুদ পেজ নিয়ে তিন কোনা ভাবে ভাজ দিয়ে দিলাম। এবং কেঁচি দিয়ে কেটে নিলাম।

স্টেপ ~৬

20220329_115327.jpg20220329_114709.jpg

20220329_114658.jpg
এবার আমার ফুল তৈরি হয়ে গেছে। এখন শুধু আঠা দিয়ে মাঝে বসে দিবো।

স্টেপ ~৭

20220329_122155.jpg
এবার আমি হলুদ ফুল গুলো বসে ফেললাম।

স্টেপ ~৮

20220329_124100.jpg

20220329_123900.jpg
তিন টি ফুল তৈরি করে নিলাম আঠা দিয়ে বসে দিলাম এবং ওয়ালের সাথে ঝুলিয়ে রাখার জন্য একটি সুতা আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

স্টেপ ~৯

20220329_125448.jpg
ব্যাস হয়ে গেলো আমার ওয়ালমেট তৈরি। এবার দেওয়ালে টাঙানো অবস্থায় একটি ছবি তুলে নিলাম।
আশা করি আমার তৈরি ওয়ালমেট সবার কাছে ভালো লেগেছে।। আজকের মতে বিদায় নিলাম।

লোকেশনইউজার নেমঃডিভাইস
বগুড়া@fensi46Samsung j4+

❤️আমার পোস্ট দেখা ও পড়ার জন্য সবাই কে অনেক ধন্যবাদ♥️

Sort:  
 2 years ago 

আপু আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। কালার খুব সুন্দর করে মিলিয়েছেন। আপনার ওয়ালমেট দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে ।প্রতিটি ধাপে ধাপে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন ওয়ালমেট তৈরির প্রক্রিয়া গুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি সুন্দর হয়েছে। তবে আরো কিছু মার্ক ডাউনের ব্যাবহার করলে পোস্টটি আরো আকর্ষণীয় হতে পারে।
তাই শেখার চেষ্টা চালিয়ে যেতে হবে।
শুভ কামনা রইল 🥀

 2 years ago 

আপনি রঙিন কাগজ কেটে দিয়ে অসাধারণ ভাবে ওয়ালমেট তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো।আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ কেটে কেটে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনারা ওয়ালমেট তৈরি করার পদ্ধতিটি আমাদের মাঝে খুব সহজ ভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছেন। ধন্যবাদ জানাই আপনাকে আর শুভকামনা রইল আপনার জন্য

রঙিন কাগজ কেটে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন আপু। সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগল আপনার এই পোস্ট টি দেখে।ধন্যবাদ আপু এত সুন্দর একটা ওয়ালমেট শেয়ার করেছেন এবং আপনার জন্য শুভকামনা রইল আপু। 💞💞

 2 years ago 

আপনার ওয়ালমেট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে অনেক নিখুঁতভাবে ওয়ালমেটটি তৈরি করেছেন। রঙিন কাগজের ওলমেট টি অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি রঙিন কাগজের কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার বানানো ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। এবং নিত্যনতুন রঙিন কাগজের কাজ দেখতে পাচ্ছি এবং অনেকেই অনেক কাজ আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সবসময়।

বাহ আপু রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপনি। লাভ ওয়ালমেট বেশ দেখতে ভালই লাগতেছে। প্রত্যেকটা ধাপ নিখুত ভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি আসলে ওয়ালমেট গুলো বেশ ভালো লাগে। আপনি দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ সম্পন্ন করে উপস্থাপনা করেছেন এবং আমিও এধরণের ওয়ালমেট বানাতে বেশ ভালোবাসি এবং আপনার কালার কি বেশ ভালো ছিল। দারুণ ভাবে ফুটে উঠেছে

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা আপনারা এই ওয়ালমেট টা দেখতে সত্যি অসাধারণ দেখাচ্ছে। আপনিতো দেখছি দারুণভাবে ওয়ালমেট তৈরি করতে পারেন আপু আপনার কাছ থেকে আজকে অনেক কিছু শিখলাম। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ক্রিয়েটিভিটি সম্পুর্ন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58015.02
ETH 2381.83
USDT 1.00
SBD 2.42