স্বরচিত নতুন একটি কবিতা " মা"(১০%বেনিফিশিয়ারি)

বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি আর একটি নতুন কবিতা শেয়ার করবো। আমি মাঝে মাঝে নতুন নতুন কবিতা লিখার চেষ্টা করি সময়ের কারণে হয়ে উঠে না । আমি আজ খুবই ছোট একটি কবিতা শেয়ার করছি। " মা " কে নিয়ে লেখা আমার প্রিয় একটি কবিতা আশা করি আপনাদের ভালো লাগবে। "মা"কে নিয়ে কবিতা লেখার এক মাত্র উদ্দেশ্য হলো এই ২৬ মাচ স্বাধীনতা দিবসের অনেক মায়ের বুক খালি হয়েছে। অনেক মায়ের বুক শুন্য হলেও আমরা পেয়েছি স্বাধীনতা।এই দিনে" মা" কবিতা টি সবাইকে উপহার দিলাম।

InShot_20220327_200611806.jpg

💞মা💞

মা কথাটি ছোট্ট অতি
সবার কাছে সেরা,
উত্তম মাতা সে ধরাতে অমূল্য
বিশ্ব ধরা ওজন করি হবে না তাহার তুল্য,
মা নেই যাহার এই ধরাতে সে বড় শুন্য,
বুক ভরা তার মায়া মমতা ভালোবাসা পরিপূর্ণ।
মা ভুবনে ভালোবাসা ও স্নেহ আদরের গুদাম।
এিভুবনে সর্ব উপরে মাতৃ নামের আসন,
জীবনের সাথে জড়িয়ে থাকে সন্তানই
তাহার বিশ্ব সেরা ধন।
দশ মাস দশ দিন গর্ভধারণে পেল কষ্ট
পেল প্রসাবের ব্যথা
সন্তানেরে কোলে নিতে মা।
সকল কষ্ট ভুলিয়ে সন্তানরে বুকে লইলেন মা
আহার করিতে কতবার শিশুকে নিল কোলে করি,
প্রসাব আর পায়খানাতে গতর গিয়েছে ভরে,
তবু সন্তানরে জড়াইয়া বুকে
মমতাময়ী মা আহার করিত সুখে।

Sort:  
 2 years ago 

দশ মাস দশ দিন গর্ভধারণে পেল কষ্ট
পেল প্রসাবের ব্যথা
সন্তানেরে কোলে নিতে মা।

এই কথাটি পড়ে সত্যিই মনের ভিতর অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। আপু আপনি আমাদের মাঝে দারুন একটি কবিতা উপস্থাপন করেছেন ভবিষ্যতে এমন কবিতা আপনার কাছ থেকে আরও প্রত্যাশা রইলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি মাকে নিয়ে চমৎকার একটি আচ্ছা কবিতা শেয়ার করেছেন। আপনি লেখাটিতে কোন দাড়ি কমা দেননি, বিষয়টি ঠিক করে নিবেন।

ভুলেই গিয়েছি ভাইয়া দাড়ি কমা দেওয়ার কথা। কথাটি মনে করিয়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর কমেন্ট করছেন ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মা নিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার কবিতা পড়ে সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

স্বাধীনতা দিবস উপলক্ষে চমৎকার ছিল আপু আপনার কবিতাটি। এবং সুন্দর শব্দ চয়নের দারুন ফুটিয়ে তুলেছেন কবিতাটি। এরকম কবিতা আরো চাই আপনার কাছ থেকে।

মা নেই যাহার এই ধরাতে সে বড় শুন্য,

একদম যথার্থ ছিল এই লাইনটি।

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আপু, আপনার লেখা কবিতাটি আমি কয়েকবার পড়েছি খুব ভালো লেগেছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি মায়ের কবিতা লিখেছেন।মা নামটাই একটি মধুর শব্দ এই নামে হাজারো ভালোবাসা লুকিয়ে আছে। যাইহোক আপু,আপনার লেখা কবিতা প্রতিটা লাইন আমার খুব ভালো লেগেছে। তবে কবিতার এই লাইনটি খুবই খুবই ভালো লেগেছে।

দশ মাস দশ দিন গর্ভধারণে পেল কষ্ট
পেল প্রসাবের ব্যথা

ধন্যবাদ আপু।।

সত্যি আপু মা মানেই মধু মেশানো মায়ের ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসার তুলনায় হয় না।মায়ের ভালোবাসা ছাড়া জীবন অপরিপূর্ণ। সকল চাওয়া সকল পূর্নতা লুকিয়ে থাকে মায়ের ভালোবাসায়। আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যি আপু মাকে নিয়ে কবিতা টি অসাধারন লিখেছেন। এরকম কবিতা পড়তে ভীষণ ভালো লাগে।আপনার পুরো কবিতার লাইনগুলো পড়লাম। কিন্তু আপু আপনি পুরো কবিতাটা একসাথে লিখে ফেলেছেন। দাড়ি, কমা না দেওয়াতে কবিতার লাইনগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। একটু ঠিক করে নিলে ভালো হয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করেছেন।

আপু মা কে নিয়ে অনেক সুন্দর একটা কবিতা আলোকপাত করেছেন আপনি। জি আপু মা প্রত্যেকের কাছেই সেরা। অনেক ভালো লাগলো আপনার কবিতা পড়ে। কারো মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বাড়িয়ে গেল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

"মা হচ্ছে সবার সেরা আমরা সবাই মানি
সেই মা কে কষ্ট দিলে হবে জাহান্নামের খড়ি
এ কথা ও আমরা সকলে জানি
বাড়াও যদি মায়ের ভালোবাসা
পাবে জান্নাতের খানা পিনা।"
সুন্দর একটি কথা বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

মায়ের স্থান সবার উপরে মা ।মা কথাটি শুনতে খুবই ভালো লাগে।মা ছোট্ট শব্দটির মধ্যে এক গভীর ভালোবাসা ও মায়া মমতা জড়িয়ে থাকে । আমাদের কত কষ্ট করে ছোট থেকে বড় করে তুলে নিজে না খেয়ে আমাদের খাওয়ায় ।মায়ের তুলনা হয় না ।আপনার এই কবিতার মাধ্যমে মায়ের যে স্থান মায়ের যে কষ্ট এগুলো সবার মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।এই কবিতা মাধ্যমে আমরা সকলেই একটু হল ওমায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি দেখাবো। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

জি ভাইয়া আপনার কাছে থেকে এই কথা টি আশা করছিলাম মায়ের অবস্থান সবার উপরে আপনার মুখ থেকে শুনে খুবই ভালো লেগেছে আমার। আশা করি আপনি মা কে সবোচচ দিয়ে ভালো বাসবেন। আপনার জন্য অবিরাম ভালো বাসা ও শুভকামনা রইল।

 2 years ago 

বাহ! আপু, আপনি তো খুবই সুন্দর কবিতা লিখতে পারেন। এটা আমার জানা ছিল না, আজ আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। স্বাধীনতা দিবস উপলক্ষে মাকে নিয়ে কবিতাটি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

টুকটাক চেষ্টা করি নিজের মধ্যে কবি কবি ভাব নিয়ে আসতে।সাহিত্যের ছাত্রী একটু কবি কবি ভাব না থাকলে হয়।দোয়া করবেন আরও যেন ভালো কবিতা উপহার দিতে পারি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মাকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আমার কাছে কবিতাটি খুবই ভালো লেগেছে। কিন্তু কবিতাটি আরেকটু বড় হলে দেখতে ভালো দেখাতো। শুভকামনা রইল আপনার জন্য।

আমার কবিতা পড়ে আপনার ভালো লাগছে শুনে আমি খুশি হয়েছি।আশা করি আজকের পর থেকে মা কে আরও বেশি ভালো বাসবেন ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 52760.21
ETH 2328.59
USDT 1.00
SBD 2.12