🐟♥️মাছ দিয়ে পালংশাক ঝোল রান্না রেসিপি♥️ 🐟(১০% প্রিয় সাই ফক্স এর জন্য)

আজ - ২২ বৈশাখ | ১৪২৯বঙ্গাব্দ | বৃহস্পতিবার /০৫ /মে

হেলো বন্ধুরা

শুভ সকাল

আসসালামু ওয়ালাইকুম,আমি ফেন্সি আক্তার আমার ইউজার নাম @fensi। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক । আশা করি সবার ঈদ ভালো ভাবে কেটেছে এই কামনা করি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার সুস্বাদু ও মজাদার পালংশাক ঝোল রান্না রেসিপি।

💐চলুন এবার শুরু করা যাক 💐

Polish_20220505_114857023.jpg

প্রয়োজনীয় উপকরণ
১.পালংশাক
২.আলু
৩.মাছ
৪.কাঁচা মরিচ
৫.পিঁয়াজ
৬.হলুদ
৭.তেল
৮.লবণ

Polish_20220505_115810592.jpg

💠ধাপ~১ 💠

20220504_181246.jpg
পালংশাক ছোট ছোট করে কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি।

💠ধাপ~২💠

20220504_175253.jpg20220504_175038.jpg

৪ টি আলু নিয়ে ছিলে নিলাম।

💠ধাপ~৩💠

20220504_183544.jpg20220504_181035.jpg

20220504_180749.jpg

আলু চিকন সাইজে কেটে নিয়েছি।

💠ধাপ~৪ 💠

20220504_184933.jpg20220504_184811.jpg
20220504_185148.jpg20220504_184958.jpg

একটি পাতিলে আলু কুচি গুলো দিয়ে দিলাম এর মধ্যে হলুদ রং কাঁচা মরিচ। পিঁয়াজ ও তেল দিয়ে মেখে নিলাম।

💠ধাপ~৫💠

20220504_185509.jpg20220504_185246.jpg

এর মধ্যে পালংশাক দিয়ে আর একটু মেখে নিলাম।

💠ধাপ~৬💠

20220505_104452.jpg20220504_185656.jpg

এবারে মাখানো শেষ এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম।

💠ধাপ~৭💠

20220504_181216.jpg
মাছের মধ্যে হলুদ, লবণ, গুড়ো মরিচ, তেল, দিয়ে মেখে নিলাম। সিদ্ধ করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিবো।

💠ধাপ ~৮💠

20220504_183415.jpg20220504_183337.jpg
20220504_184432.jpg20220504_184249.jpg

চুলায় একটি কড়াই বসে তেল দিয়ে মাছ গুলো খুব সুন্দর করে ভেজে নিলাম।

💠ধাপ~৯💠

20220505_104745.jpg20220504_190015.jpg

20220504_185827.jpg
এর পর মাছ গুলো দিয়ে পাতিল চুলায় দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ১৫ মিনিট পর ডাকনা খুলে দেখবো।

💠ধাপ~১০💠

20220505_104726.jpg20220505_104710.jpg

ঢাকনা খুলে দেখলাম হয়ে গেছে। একটু পর চুলার তাপ থেকে নামিয়ে ফেলবো।

💠ধাপ~১১💠

20220504_192507.jpg
ব্যাস হয়ে গেছে চুলা থেকে নামালাম।

😋ফাইনাল~ লুক 😋

20220505_114423.jpg
পরিবেশন করার জন্য একটি ডিসে তুলে নিলাম। আশা করি আমার এই রেসিপি দেখে আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

লোকেশনগোবিন্দগঞ্জ
ইউজার নেমঃ@fensi46
ডিভাইসSamsung j4+
রেসিপিপালংশাকের ঝোল

♥️আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

Sort:  
 2 years ago 

পালং শাক খেতে আমার খুব বেশি একটা ভালো লাগেনা। তবে পুষ্টির কথা চিন্তা করে মাঝে মাঝে খাই। আপনার তৈরি মাছ দিয়ে পালং শাক ঝোল রান্না রেসিপি দেখে বুঝতে পারছি খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছে। আর তাই এরকম রেসিপি খেতে পারলে মন্দ হতো না। আপনার রেসিপি টির কালার খুবই লোভনীয় লাগছে। আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

অনেক সুন্দর একটি কমেন্ট করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Nice good food 😋 👌 👍 good job

thank you.

 2 years ago 

আপনি অসময়ে পালংশাক কোথায় পেলেন আপু? খুব সুন্দর রেসিপি প্রস্তুত করেছেন আমাদের জন্য। ইচ্ছে করছে এখনই চলে আসে আপনার বাসায়। ইচ্ছে হলে তো আর হয় না কি আর করার। আশাকরি আবারো এমন সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করবেন এবং দাওয়াত দিবেন।

চলে আসেন ভাইয়া। পালংশাক আমার খুব পছন্দের ভাইয়া। এই শাক বাজারে দেখলে আমি না নিয়ে আসি না।সুন্দর মন্তব্য ছিল ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পালংশাক মাছের পাশে খুবিই ভালো লাগে।আপনি খুবিই মজার রেসিপি শেয়ার করছেন। আপনার রেসিপি দেখে খুবই ভালো লাগল।ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইল

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মাছ দিয়ে পালং শাক রান্নার রেসিপি টা আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। আপনি খুব চমৎকারভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। এত অসাধারন একটি রেসিপি আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আমার রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব বেশি লাগল ভাইযা ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

পালং শাক খেতে আমি খুবই পছন্দ করি কিন্তু এভাবে কখনো মাছ দিয়ে পালং শাক ঝোল করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটি আমার কাছে বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ।

মাছ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভাল লাগে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্য করেছেন

 2 years ago 

মাছ দিয়ে পালং শাক রান্না ঝোল রান্নার রেসিপি দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি পুরো রেসিপিটি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পালংশাক আমার অনেক পছন্দের একটি রেসিপি। ধন্যবাদ আপু আপনার জন্য শুভেচ্ছা রইল।

অনেক অনেক ধন্যবাদ আপু শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি অনেক কোয়ালিটি সম্পুর্ন পোস্ট শেয়ার করেন আপু। প্রতিবারের ন্যায় রেসিপি টা বেশ লোভনীয় মনে হয়েছে। বিশেষ করে আলুগুলো কুচি কুচি করে কাটাতে খেতে বেশি মজা লাগবে।

হিহি খুব সুন্দর মন্তব্য করছেন দেখছি। সুন্দর সুন্দর কমেন্ট পড়ে উৎসাহ পাই।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পালং শাক দিয়ে মাছের রেসিপি টা খেতে আমি খুব পছন্দ করি। ঈদের পর অন্য কিছু খেতে খুব ইচ্ছা করছিলো মাংস খেতে আর ভালো লাগছিলোনা। তাই বাজারে পালংশাক অনেক খুজেছি মাছ দিয়ে রেসিপি করে খাওয়ার জন্য কিন্তু খুঁজে না পাই অন্য রেসিপি করলাম। আপনি খুব চমৎকার করে মাছ দিয়ে পালং শাকের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

বুঝছি আমাকে তো দাওয়াত দিলেন না ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

 2 years ago 

পালং শাক দিয়ে খুব সুন্দর মাছ রান্না করেছেন। দেখে খুব ভালো লাগলো। অত্যান্ত দুর্দান্ত হয়েছে আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে ধাপ গুলো উপস্থাপন করেছেন । আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

পাশে থেকে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74