নুডলস আলু ডিম টমেটো গাজর দিয়ে পাস্তা তৈরি রেসিপি (১০%লাজুক খ্যাকের জন্য)

০৪-০২-২২

শুক্রবার

হেলো বন্ধুরা

💞আমার প্রিয় বাংলা ব্লগ বাসি

আসসালামু আলাইকুম /আদাব

আমার প্রিয় ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই এই করোনাকালীন সময়েও সুস্থ আছেন, নিরাপদে আছেন ।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি।আজ আমি আপনাদের সামনে একটি মজার রেসিপি নিয়ে এসেছি। আর আমরা সবাই কম বেশি পছন্দ করি।অনেক সুস্বাদু মজাদার আলু ডিম, টমেটো,গাজর দিয়ে তৈরি পাস্তা। এই রেসিপি বিকালের হালকা নাস্তা হিসাবে ঝটপট তৈরি করতে পারেন। স্বাস্থ্যসম্মত একটি খাবার। আমার খুব প্রিয় একটি রেসিপি। আপনারা খুব সহজেই এই রেসিপি টি তৈরি করে খেয়ে দেখতে পারেন।আশা করি আপনাদের কাছে ও অনেক ভালো লাগবে।

😋 চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক 😋

20220204_032826.jpg

উপকরণ নংনাম
১.নুডলস
২.গাজর
৩.ডিম
৪.আলু
৫.পিঁয়াজ
৬.কাঁচা মরিচ
৭.তৈল
৮.লবণ
৯.নুডলস মসলা
১০.গোটা রসুন
১১.টমেটো

🍜প্রয়োজনীয় উপকরণের ছবি 🍜🥕🌶️🥔🍅🥚

20220204_034450.jpg20220204_112924.jpg

20220130_181410.jpg

ধাপ ১

20220130_181654.jpg20220130_181323.jpg

20220130_181636.jpg
চুলায় একটি প্যান দিয়ে সামান্য পানি দিলাম।পানি গরম হয়ে আসলে এর মধ্যে আমি নুডলস গুলো দিয়ে দিলাম। ৩ থেকে ৪ মিনিট সিদ্ধ করে নিলাম।৪ মিনিট পর নামালাম পানি সহ রেখে দিলাম।

ধাপ ২

20220130_181948.jpg20220130_181926.jpg

প্রথমে আমি চুলায় একটি প্যান বসে নিলাম। প্যান গরম হয়ে আসলে এর মধ্যে আমি তৈল দিয়ে দিলাম। তৈল গরম হয়ে আসলে এর মধ্যে আমি ছোট করে কেটে নেওয়া আলু গুলো দিয়ে দিলাম। পাচ মিনিটের মতো আলু গুলো ভেজে নিবো।

ধাপ ৩

20220204_034529.jpg
আমার আলু গুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে আসছে। একটি বাটিতে তুলে নিলাম।

ধাপ ৪

20220130_181851.jpg20220130_181744.jpg

এবার আমি তেলের মধ্যে ডিম ভেংঙে ছেড়ে দিলাম। ২ মিনিট সময় নিয়ে ভাজলাম।

ধাপ ৫

20220204_034350.jpg
ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিলাম।

ধাপ ৬

20220204_034709.jpg20220204_034618.jpg
20220204_034909.jpg20220204_034759.jpg

এর পর আমি কাঁচা মরিচ, পিঁয়াজ কুচি, ও গোটা জিরা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু হয়ে আসলে এর মধ্যে আমি গাজর, টমেটো দিয়ে নাড়াচাড়া করতে থাকি।

ধাপ ৭

20220204_035105.jpg

20220204_035001.jpg
এখন আমি একটু পানি দিলাম ও সামান্য পরিমাণ লবণ দিয়ে না ঢেকে দিয়ে সিদ্ধ করলাম।

ধাপ ৮

20220204_035151.jpg
আমার রেসিপি দেখে বুঝতে পারছেন সব কিছু অনেক সুন্দর ভাবে সিদ্ধ হয়ে আসছে।

ধাপ ৯

20220204_035457.jpg

20220204_035255.jpg
এবার আমি সিদ্ধ করে রাখা নুডলস গুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবং নাড়াচাড়া করে নুডলস মসলাগুঁড়া দিয়ে দিলাম।

ধাপ ১০

20220204_035652.jpg

20220204_035547.jpg
এবারে আমি ভেজে রাখা ডিম ও আলু দিয়ে নাড়াচাড়া করে নিলাম।

ধাপ ১১

20220204_122029.jpg
আমার রান্না করা পাস্তা রেসিপি তৈরি হয়ে গেছে এবার শুধু চুলা থেকে নামানোর পালা।

ধাপ ১২

20220204_032826.jpg
সবশেষে আমি আমার রান্না করা পাস্তা রেসিপি একটি ডিসে তুলে নিলাম পরিবেশন করার জন্য।

সর্বশেষ ধাপ

20220204_124054.jpg
আমার রান্না করা রেসিপির সঙ্গে আমার একটি সেলফি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই রেসিপি পোস্ট আপনাদের সবার অনেক অনেক ভাল লেগেছে। সবাই কে ধন্যবাদ দিয়ে আমি আমার লেখা শেষ করলাম। আবারও দেখা হবে অন্য কোন পোস্ট নিয়ে। এই পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ

received_298314938754350.webp

লোকেশনইউজার নেমঃডিভাইসরেসিপি বিবরণ
বগুড়া@fensi46Samsung j4+নুডলস, আলু,ডিম, গাজর টমেটো মিক্স পাস্তা 🍜🥚🥕🍅🥔

🌺আমার পোস্ট টি মনোযোগ দিয়ে দেখা ও পড়ার জন্য সবাই কে অসংখ্য ধন্যবাদ 🌹🌹

Sort:  
 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার রেসিপিটি অনেক লোভনীয় হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে নুডলস আলু ডিম টমেটো গাজর দিয়ে পাস্তা তৈরি রেসিপি তৈরি করেছেন। আপনি খুবই সুন্দর ভাবে রেসিপি তৈরির প্রতিটি ধাপ আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

নুডুলস খেয়েছি
চাওমিন খেয়েছি
পাস্তা ও খেয়েছি কিন্তু নুডুলস দিয়ে পাস্তা এটি প্রথম শুনলাম। দেখে মনে হচ্ছে ভালই রান্না করেছেন, কিন্তু পাস্তা দেখা যাচ্ছে না। 😂

 3 years ago 
নুডুলস আর ডিম টমেটো গাজর দিয়ে পাস্তা রেসিপি তৈরি করেছেন। আমার অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া । আপনাকেওধন্যবাদ।

 3 years ago 

আপনার পান্তা রেসিপি খুবই অসাধারণ হয়েছে আপনি খুব সুন্দর করে প্রস্তুত প্রণালী আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া। এই রকম কমেন্ট পাইলে সত্যি অনেক ভাল লাগে। পান্তা না ভাইয়া পাস্তা। বানান এর দিকে একটু খিয়াল রাখবেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

  • নুডুলস খুব লোভনীয় একটি নাস্তা। নুডুলস দেখতে খুব অসাধারণ লাগে আমার কাছে। খেতেও খুব ভালো লাগে আমার। ধাপে ধাপে খুব অসাধারণ ভাবে আপনি উপস্থাপন করেছেন। সব সময় আপনার পোস্ট গুলো অনেক ভালো হয়ে থাকে। শুভকামনা রইল আপনার জন্য।

আহা কি সুন্দর কমেন্ট পড়েই মন ভরে যায়। উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দারুন চমৎকার লোভনীয় পাস্তার রেসিপি প্রস্তুত করেছেন। নুডুলস গাজর আলু টমেটো আর ডিম দিয়ে ।আমার খুবই ফেভরেট মাঝেমধ্যেই প্রস্তুত করে খাওয়া হয় ।তবে আপনার রেসিপিটা আজকে একটু অন্য রকম সুস্বাদু হবে মনে হচ্ছে ।দারুন ভাবে উপস্থাপন করেছেন ।শুভেচ্ছা রইল আপনার জন্য।

সত্যি ভাইয়া দেখতে যেমন লোভনীয় খেতে ও তেমন সুস্বাদু। এই ভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আপনার কমেন্ট পড়ে উৎসাহ পাই। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ওয়াও আপু আপনি খুব সুন্দর একটি পাস্তার রেসিপি তৈরি করেছেন। দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে দেখতে খুবই লোভনীয় লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপু আমার বাসায় আসেন আপনাকে দাওয়াত দিলাম। আমার পোস্ট পড়ে কমেন্ট করছেন দেখে খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু নুডুলস এমনিতেই আমার ভীষণ পছন্দের। আর আপনার রান্নাটি হয়েছে বেশ। দেখেই খেতে ইচ্ছে করছে। নুডুলস এর এই রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ
অনেক অনেক শুভকামনা
অনেক অনেক শুভেচ্ছা
অনেক অনেক অভিনন্দন
আপনার অনেক সুন্দর
কমেন্ট এর জন্য
ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

নুডুলস গাজর আলু টমেটো আর ডিম দিয়ে আপনি খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছেন। আমি তেমন একটা নুডুলস খেতে পারিনা, তবে বাচ্চাদের জন্য প্রায় বাসায় তৈরি করা হয়। মাঝেমধ্যেই খাওয়া ও হয় । তবে আপনার রেসিপিটা আজকে একটু অন্য রকম দেখেই বোঝা যাচ্ছে সুস্বাদু হয়েছে। দারুন ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।শুভেচ্ছা রইল আপনার জন্য।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই কারণ আপনি আমার প্রতিটি পোস্ট সুন্দর করে পড়ে কমেন্ট করেন। আপনার এই গঠন মুল্যক মন্তব্য আমার কাছে খুবই ভালো লাগে। আপনার জন্য অবিরাম ভালো বাসা ভাইয়া।ধন্যবাদ।

 3 years ago 

আপনার নুডুলস রান্নার রেসিপি খুবই দারুন হয়েছে। কালারটা ও সুন্দর হয়েছে। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57337.14
ETH 2342.62
USDT 1.00
SBD 2.35