//diy //এসো নিজে করি //রঙিন কাগজ কেটে একটি ওয়ালমেট তৈরি(১০%বেনেফিশিয়ারি shy-fox এর জন্য)

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম,আমি মোছাঃ ফেনসি খাতুন আমার ইউজার নাম @fensi46।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম অলমেট তৈরি পদ্ধতি নিয়ে।

20220109_205441.jpg

প্রয়োজনীয় পদ্ধতি প্রণালী

20220109_194844.jpg

  • রঙিন কাগজ
  • কাঁচি
  • সুতা
  • আঠা
  • পুতি
  • সুইএ

স্টেপ -১

20220109_205700.jpg

এখানে আমি একটি ছোট সাইজের কাটুন নিয়েছি।

20220109_205608.jpg
গোল সেপ করে কেটে নিয়েছি।

স্টেপ -২

20220109_205724.jpg20220109_160725.jpg

একটি রঙিন পেপার নিয়েছিএবং চতুর দিকে ৮" ×৮" করে কেটে নিয়েছি। একটি কোনা ঠিক রেখে ভাজ দিয়েছি।

স্টেপ -৩

20220109_165206.jpg
একটি কোনা লম্বা লম্বি ভাবে ভাজ দিয়ে দিলাম। এবং মাইকের মতো দেখতে একটি ফুল হয়ে গেছে।

স্টেপ -৪

20220109_165406.jpg
কেটে রাখা কাটুন এর উপর কিছু পরিমাণ আঠা দিয়ে নিলাম।

স্টেপ -৫

20220109_165618.jpg20220109_170212.jpg

আঠার সাহায্য ফুল গুলো লাগানো হয়েছে। দেখতে ই পাচ্ছেন।

স্টেপ -৬

20220109_205532.jpg

সম্পন্ন জায়গায় ভরাট করে নিলাম।

স্টেপ -৭

20220109_191127.jpg20220109_185524.jpg

এখানে আমি একুই ভাবে পাঁচ টি ফুল তৈরি করে সুই সুতার সাহায্যে একটি করে লাল পুতি দিলাম সুন্দর লাগার জন্য।

স্টেপ -৮

20220109_191526.jpg20220109_205506.jpg

এখানে আমি অপর পাশে ঝুলানো ফুল গুলো আটকে নিচ্ছি আঠার সাহায্য।

স্টেপ -৯

20220109_205329.jpg
প্রথমে আমি কালো পেপার কেটে গোল করে আঠা দিয়ে মাঝখানে বসালাম। তার পর একুই ভাবে আরো একটি লাল পেপার কেটে আঠা দিয়ে কালোর উপর বসে নিলাম।
সব লাগানোর পরে বেশ ভালো লাগছে। কিন্তু হঠাৎ মাথায় চলে আসলো ফুলের মতো দেখতে পুতি দিলে কেমন লাগবে। সব চিন্তা বাদ দিয়ে পুঁতি টি বসালাম। আমার কাছে তো সুন্দর লাগছে। জানি না আপনাদের কাছে কোন টা বেশি ভালো লাগবে । তাই দুই ছবি দিয়ে দিলাম।

20220109_192538.jpg
আমার ওয়ালমেট তৈরির শেষ স্টেপ নিচে দিলাম।

20220109_211024.jpg

20220109_205329.jpg
ওয়ালমেট সবসময় ওয়ালের সাথে রাখলেই সৌন্দর্য বৃদ্ধি করে তাই আমি ওয়ালের সাথে রেখে দিয়ে একটি ছবি ক্লিক করে আপনাদের মাঝে শেয়ার করলাম।

লাস্ট স্টেপ

20220110_000329.jpg

সবশেষে আমার তৈরি ওয়ালমেট হাতে নিয়ে আমার একটি সেলফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
আশা করি আমার তৈরি ওয়ালমেট আপনাদের সবার অনেক ভাল লেগেছে।
কেমন হয়েছে আমার ওয়ালমেট সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ।

received_298314938754350.webp

লোকেশনমোবাইলইউজার নেমঃ
বগুড়াস্যামসাং j4+fensi46
---------

❣️
আমার পোস্ট পড়ার জন্য সবাই কে অসংখ্য ধন্যবাদ❣️

Sort:  

ওয়াও ওয়ালমেটি সেই সুন্দর হয়েছে । মনের মাধুরী মিশিয়ে খুব সহজে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে ফেললেন আপু । সত্যিই আমার কাছে চমৎকার লেগেছে ওয়ালমেটি । ভালোবাসা এবং শুভেচ্ছা রইল ।

আপনার জন্য অবিরাম ভালো বাসা ও শুভেচ্ছা রইল ভাইয়া ধন্যবাদ।
❤️❤️❤️❤️

 3 years ago 

বাহ আপু আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন । খুব সহজে আপনি সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে । প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

বাহ আপু অনেক সুন্দর হয়েছে রঙিন কাগজ কেটে ওয়ালমেট । হলুদ রঙের সাথে পুঁতি গুলো দারুন লাগছে । এসব ওয়ালমেট দেওয়ালে সৌন্দর্য বৃদ্ধি করে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করেছেন ধন্যবাদ ভাইয়া।
❤️❤️❤️❤️

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। আমার এই ওয়ালমেট দেখে অনেক ভালো লাগলো। যেভাবে ওয়ালমেট প্রসেসটা দেখিয়েছেন তা দেখে যে কেউ তৈরি করতে পারবে। আর আপনি অনেক সময় এবং পরিশ্রম করে তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। এরকম ওয়ালমেট গুলো দেওয়ালে লাগালে সৌন্দর্য বৃদ্ধি পাবে।

সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আপু। ওয়ালমেট তুই আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার সুন্দর মন্তব্য জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
❤️❤️❤️❤️

 3 years ago 

  • অসম্ভব সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করেছেন আমাদের সাথে। এ ওয়ালমেট আমার খুবই ভালো লাগার একটি ওয়ালমেট। এটি দেখতে আমার খুবই ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব অসাধারণ ভাবে আপনি বর্ণনা দিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

❤️❤️❤️❤️

 3 years ago 

আপু আপনার রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরিটি খুবই চমৎকার হয়েছে। এরকম ওয়ালমেট এর আগেও বেশ কয়েকবার দেখেছি। কিন্তু আপনার ওয়ালমেটটিতে পুতি বসানোর কারণে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
❤️❤️❤️❤️

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

এই ধরনের ওয়ালমেট আমি একটা বানিয়েছিলাম দারুন লেগেছিল এবং আমার থেকেও আপনার টা অনেক সুন্দর হয়েছে। আমার অনেক ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ,


IMG_20220106_113311.png

আপনাদের উৎসাহ পেলে আরো সুন্দর ওয়ালমেট তৈরির অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ ভাইয়া।
❤️❤️❤️❤️

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। আমার কাছে আপনার ওয়ালমেটটি অসাধারণ লেগেছে। প্রতিটি স্টেপ আপনি খুবই সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমার কাছে সব কিছু মিলিয়ে দারুণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

❤️❤️❤️❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61949.37
ETH 2415.67
USDT 1.00
SBD 2.65