শপিং ব্যাগ দিয়ে তৈরি একটি পার্স (১০%বেনিফিশিয়ারি শিয়াল মামার জন্য)

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম,আমি মোছাঃ ফেনসি খাতুন আমার ইউজার নাম @fensi46।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম শপিং ব্যাগ ও কাটুন দিয়ে তৈরি হ্যান্ড পার্স। আশা করি সবার অনেক ভাল লাগবে। কম বেশি সব মেয়েরা এই ব্যাগ ব্যবহার করে । তাই আমি আজ খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেই পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করছি। # চলুন তাহলে শুরু করি।

20220116_152738.jpg

পদ্ধতি প্রনালী

20220116_103127.jpg

  • কাটুন
  • গ্যাগ
  • আঠা
  • পুতি
  • কেঁচি
  • সুই সুতা

ধাপ ১

20220115_151045.jpg

20220115_151028.jpg
আমি একটি কাটুন বলেন বা বিস্কুটের ঢোলা বলেন একটু মোটা সাইজের নিলেই হবে। আমি নিয়েছি টিফিন বক্স এর পরিত্যক্ত ঢোলা।

ধাপ ২

20220115_154042.jpg
20220116_102458.jpg
এই স্টেপে আমি ঢোলার এক পাশে দুই কোনায় গোল সেভ করে কেটে নিয়েছি।

ধাপ ৩

20220115_153954.jpg20220115_153729.jpg
এখানে একটি শপিং ব্যাগ নিয়ে চার পাশে সমান করে কেটে নিয়েছি।

ধাপ ৪

20220115_154425.jpg20220115_154312.jpg

শপিং ব্যাগ কেটে নিয়ে নিচে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম।লম্বা সাইডে আগে লেগে নিলাম।

ধাপ ৫

20220115_154650.jpg
বাকি তিন সাইডে এভাবে লাগিয়ে নিলাম।

ধাপ ৬

20220115_155845.jpg20220115_160058.jpg

অপর পাশে আঠা লাগিয়ে আর এক টুকরো কেটে রাখা কাপড় লাগিয়ে ফেললাম।

ধাপ ৭

20220115_160626.jpg
চার পাশের বাড়তি কাপড় কেটে ফেললাম।

ধাপ ৮

20220115_161039.jpg
হাতের কাছে স্কেল না থাকাই আমি চিরনি দিয়েই মাঝখানে তিনটি ভাজ দিয়ে দিলাম।আপনারা চাইলে স্কেল ব্যবহার করতে পারেন।

ধাপ ৯

20220115_161757.jpg20220115_162348.jpg

দুই পাশে দেওয়ার জন্য ছোট করে দুটি কাপড় কেটে নিয়েছি। এবং আঠার সাহায্য লেগে নিচ্ছি।

ধাপ ১০

20220115_164817.jpg20220115_171119.jpg

এবার উপরের পাট টি আটকানোর জন্য আমি সুই সুতা সাহায্য বোতাম লেগে নিচ্ছি।

ধাপ ১১

20220115_173110.jpg20220115_171704.jpg

লক লাগানো হয়ে গেছে এবার আমি আঠা দিয়ে উপরে পুতি গুলো বসালাম।

ধাপ ১২

20220116_102616.jpg

সব গুলো পুতি বসানোর কাজ শেষ মানে আমার পার্স তৈরি করা হয়ে গেছে।

ধাপ ১৩

20220115_172455.jpg
শেষ ধাপে আমার নিজের প্রচেষ্টায় তৈরি করা পার্সের সাথে একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।আশা করি আপনাদের সবার অনেক ভাল লাগছে।

received_298314938754350.webp

লোকেশনইউজার নেমঃডিভাইস
বগুড়া@fensi46স্যামস্যাং j4+

❤️সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য ❤️

Sort:  
 3 years ago 

শপিং ব্যাগ দিয়ে খুবই সুন্দর একটা পার্স ব্যাগ তৈরি করেছেন। অনেক সুন্দর লাগছে। এটা তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

শপিং ব্যাগ দিয়ে তৈরি পার্স অনেক সুন্দর হয়েছে। তুই খুব সুন্দরভাবে আপনার সৃজনশীলতা আমাদের মাঝে প্রকাশ করেছেন এই ব্যাগটি বানানোর মধ্য দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যাগ বানানোর পুরো প্রক্রিয়া আমাদের মাঝে তুলে ধরার জন্য

আপনার লেখার মধ্যে একটু ভুল আছে আপু। আশা করি ঠিক করে নিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ফেলে দেয়া শপিং ব্যাগ দিয়েও যে এত সুন্দর একটি পার্স ব্যাগ তৈরি করা যায় তা আগে কখনো ভেবে দেখি নি আপু। সত্যিই অনেক সুন্দর হয়েছে আপু। এতো সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

সুন্দর মন্তব্য করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago (edited)

বাহহ দারুন পাস বানিয়েছেন শপিং ব্যাগ দিয়ে।খুব ইউনিক একটি আইডিয়ে ছিল।গুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

ব্যা কি ভাইয়া বানান এর দিকে একটু খিয়াল রাখবেন ভাইয়া। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

🙏🙏🙏

 3 years ago 

আপু আপনি শপিং ব্যাগ এবং কাটুন দিয়ে খুব সুন্দর একটি ব্যাগ তৈরি করেছেন। আসলে আপনার ব্যাগ তৈরি আমার কাছে একেবারেই ইউনিক লেগেছে। বিশেষ করে উপরের পুঁতিগুলোর কারণে আরো বেশি চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে এরকম একটি ব্যাগ তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

সুন্দর একটি কমেন্ট করছেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার সৃজনশীলতার তারিফ করতে হয়। আপনি শপিং ব্যাগ দিয়ে অসাধারণ ভাবে একটি হাতের পার্স তৈরি করেছেন। আপনার ব্যাগ তৈরির ধাপগুলো খুবই সহজবোধ্য ছিলো। এর পর আপনি আবার খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনাদের উৎসাহ পেলে কাজের প্রতি আগ্রহ বেড়ে যায় ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপনার চিন্তা ধারা অনেক ভালো। খুব সুন্দর একটি জিনিস তৈরি করছেন। আমার কাছে চিন্তা চেতনা মুলক পোস্ট খুবই ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লেগেছে শুভকামনা রইল। ❤️❤️

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করছেন। একটু আলাদা আলাদা পোস্ট শেয়ার করতে বেশি ভালো লাগে ভাইয়া।

 3 years ago 

শপিং ব্যাগ দিয়েও যে সুন্দর পার্স তৈরি করা যায় এটাই প্রথম দেখলাম। খুবই চমতকার হইছে।এটা বানানোর উপকরণ ও বর্ণনা ছিলো খুবই গোছানো। ধন্যবাদ, আপু।

খুব কম উপকরনে তৈরি করেছি ভাইয়া। আপনার কথা গুলো খুব সুন্দর লাগছে ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আমার প্রায় সব পোস্টে আপনার কমেন্ট পেয়ে যাই। তাই চিন্তা করলাম আপনার প্রোফাইলে ঢুকি একটি কমেন্ট করি ।এসে দেখলাম কি সুন্দর একটি ব্যাগ তৈরি করেছেন কার্টন দিয়ে সত্যিই আপনার গুন আছে বলতে হবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61956.82
ETH 2417.96
USDT 1.00
SBD 2.62