ইনসেক্ট ফোটোগ্রাফি : ট্রায়টোমা ইনফেক্টানস || ফাইলাম-আর্থ্রোপোডা


এটি একধরণের পোকা। এই পোকাগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। আর প্রজাতিভেদে এই পোকাগুলো বিভিন্ন ধরণের দেখতে হয়ে থাকে। এই পোকাগুলোকে বলা হয়ে থাকে ট্রায়টোমা ইনফেক্টানস .

এছাড়াও এই পোকাগুলোর আরো অনেকগুলো নাম থাকে প্রজাতিভেদে। এই পোকাগুলোর প্রজাতিভেদে গঠন এবং আকার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই পোকাগুলোর বডির কালার বিভিন্ন স্টাইল হয়ে থাকে।

প্রজাতির মধ্যে এই পোকাগুলোর কিছু প্রজাতি ছোট এবং কিছু প্রজাতি মাঝারি থেকে বড়ো হয়ে থাকে। আর এই পোকাগুলোকে সর্বত্র যেখানে সেখানে দেখা যায়. তবে এই পোকাগুলো তেমন কোনো ক্ষতিকর প্রাণী না, এরা শুধু হেঁটে হেঁটে এখানে ওখানে গিয়ে থাকে।

অনেক সময় এদের দেয়াল চড়তেও দেখা যায়. এই পোকাগুলোর শরীর লম্বাটে মতো হয়ে থাকে এবং মাথার দিকটা অনেক সরু মতো হয়ে থাকে। এদের চোখের দুই পাশে সরু দেখে লম্বাটে শুঁড় মতো থাকে। এদের পায়ের সংখ্যা ৬টি হয়ে থাকে। এই ৬টি পায়ের মধ্যে পিছনের দুটি পা বড়ো হয়ে থাকে।

ফোটোগ্রাফি বাই @featherfoam

ধন্যবাদ:))

Sort:  
 3 years ago 

সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আর ছবিটাও অনেক ভালো হয়েছে।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23