গাছে শুকিয়ে যাওয়া গোলাপ ফুল


এইগুলো হলো গোলাপ ফুল. তবে এই গোলাপ ফুলগুলো শুকনো। এই গোলাপ ফুলগুলো গাছে ধরে থাকা অবস্থায় পাপড়িগুলো শুকিয়ে গেছে। এই গোলাপ ফুলগুলো একটি উদ্যানে হয়েছিল এবং আমি সেখান থেকে সংগ্রহ করেছি।

গোলাপ ফুল এর প্রজাতি অনেক রকম আছে. আর এই প্রজাতি অনুযায়ী গোলাপ ফুলগুলো বিভিন্ন কালারের দেখতে হয়ে থাকে যেমন সাদা, হলুদ, লাল ইত্যাদি। গোলাপ ফুলের গাছগুলোর ডালপালা খাড়াভাবে বৃদ্ধি পায় এবং এই ডালগুলোতে একধরণের তীক্ষ্ণ কাঁটা পর পর সজ্জিত অবস্থায় থাকে।

এই গোলাপ ফুলগুলো একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। এছাড়া এই গোলাপ ফুলের উদ্ভিদ রোসা গণের অন্তর্ভুক্ত। গোলাপ ফুল দেশীয় প্রজাতি হয়ে থাকে এবং হাইব্রিড প্রজাতির হয়ে থাকে।

দেশীয়গুলো আকারে ছোট হয়ে থাকে এবং হাইব্রিডগুলো আকারে অনেকটা বড়ো হয়ে থাকে। হাইব্রিড প্রজাতির গোলাপগুলো দেখতে খুব সুন্দর হয় এবং এগুলো সৌন্দর্য্য বৃদ্ধির জন্য ব্যাপকহারে ব্যবহার করা হয়ে থাকে।

গোলাপ ফুলের পাপড়িগুলো সুন্দর সুগন্ধযুক্ত হয়ে থাকে। গোলাপ ফুল বিভিন্ন অনুষ্ঠান বাড়ি কিংবা কোনো বিশেষ দিনগুলোতে ব্যাপক হারে ব্যবহার করা হয়ে থাকে। গোলাপ ফুলকে একপ্রকার ফুলের রাজা বলা হয়ে থাকে। গোলাপ ফুল বাণিজ্যিকভাবে প্রচুর চাষ করা হয়ে থাকে।

গোলাপ ফুলগুলোর উদ্ভিদ উদ্যানে কিংবা বাড়িতে সৌন্দর্য্য বৃদ্ধির জন্য লাগানো হয়ে থাকে। শুনেছি শুকনো গোলাপ এর পাপড়িগুলো দিয়ে গোলাপ জল বানানো হয়ে থাকে। এছাড়াও নাকি শুকনো গোলাপের পাপড়ি দিয়ে তৈরি গোলাপ জল ক্ষতস্থানে দিলে ক্ষত দ্রুত নিরাময়যোগ্য হয়.

ফোটোগ্রাফি বাই, @featherfoam

ধন্যবাদ:))

Sort:  
 3 years ago 

খুব সুন্দর বাখ্যা দিয়েছেন। গোলাপ ফুল সম্পর্কে। আমার এই হাইব্রিড লাল গোলাপ গুলো দেখতে ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ।

এখন প্রায় হাইব্রিড জাতেরই চাষ হয়ে থাকে।

 3 years ago 

আমি মনে করি গোলাপ একমাত্র ফুল, যার প্রতি কমবেশি সবারই আকর্ষণ বেশী কাজ করে ।যাইহোক ধন্যবাদ আপনাকে অনেক ভালো লিখেছেন এবং তথ্যগুলো ভালো ছিল।

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

গোলাপ ফুল দেখতে আমার খুব ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ।

ছবি গুলো মনে করিয়ে দিচ্ছে সেই উক্তির কথা, জন্মিলে মরিতে হবে । অনেক সুন্দর ছবি তুলেছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67200.37
ETH 3331.98
USDT 1.00
SBD 2.77