একটি অন্যধরণের প্রজাতির উদ্ভিদের কয়েকটি ফোটোগ্রাফি


এটি একটি অন্যধরণের প্রজাতির উদ্ভিদ। এই উদ্ভিদ শুধু যে এই একটি প্রজাতির তাই নয়, আরো অনেকগুলো প্রজাতির আছে এই উদ্ভিদগুলো। আর এই উদ্ভিদগুলো প্রজাতি অনুযায়ী বিভিন্ন ধরণের দেখতে হয়ে থাকে।

এই উদ্ভিদটির নাম এই মুহূর্তে মনে আসছে না. এই উদ্ভিদটিকে আমি আগেও কয়েকবার দেখেছি এবং এর কিছু বৈজ্ঞানিক নামও আছে. এই উদ্ভিদটি প্রজাতি অনুযায়ী বিভিন্ন কালারের দেখতে হয়.

এই প্রজাতির উদ্ভিদটির পাতার কালারগুলো দুই ধরণের হয়ে থাকে। পরিণত পাতার উপরের অংশটি সবুজ এবং নিচের অংশটি লালচে মতো দেখতে হয়ে থাকে। এইরকম উদ্ভিদটির আরো যেসব প্রজাতির আছে সেগুলোরও কালার অন্যান্য রকমের হয়.

এই উদ্ভিদগুলোর পাতার কালারের কারণে দেখতে খুব সুন্দর হয়. রৌদ্রোজ্জ্বল জায়গায় এই উদ্ভিদের পাতাগুলো ঝিলমিল করে. চারিদিকে সৌন্দর্য বাড়িয়ে থাকে। এই উদ্ভিদগুলোকে সাধারণত সংগ্রহ করে লাগানো হয়ে থাকে এবং এইগুলো একমাত্র উদ্যানে গেলেই দেখা যায়.

এছাড়া হয়তো বাড়িতেও সৌন্দর্যতার জন্য লাগানো হয়ে থাকে কিন্তু সচরাচর দেখা যায় না বাড়িতে . এই উদ্ভিদগুলো ঝোপঝাড়ের মতো দেখতে বেড়ে ওঠে এবং এদের শাখাপ্রশাখা চারিদিকে ছড়িয়ে পড়ে. এই উদ্ভিদগুলোকে একমাত্র উদ্যানগুলোতে বা অন্য কোথাও শোভাবর্ধনের উদ্দেশ্যে লাগানো হয়ে থাকে।

ফোটোগ্রাফি বাই, @featherfoam

ধন্যবাদ:))

Sort:  
 3 years ago 

আমার কাছে এটা অনেকটা তেজপাতার মতো মনে হচ্ছে।

না এটি তেজ পাতা না. অন্য উদ্ভিদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 58118.57
ETH 2462.81
USDT 1.00
SBD 2.38