ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর পঞ্চম দিনের খেলার আপডেট


IMAGE SOURCE
আজ চ্যাম্পিয়নশিপ ফাইনাল এর পঞ্চম দিনের খেলা হলো. গতদিন বৃষ্টির কারণে খেলা অফ ছিলো এবং অবশেষে আজকে সেই বাকি থাকা ম্যাচটি শুরু হলো. এই নিয়ে দুইদিন অফ গেলো খেলা। যদিও এই ফাইনাল খেলাটি আলটিমেট খেলা তাই দিন হিসেবে খেলা হচ্ছে না.

সাউথাম্পটন এ আজকে আবহাওয়াটা দারুন ছিল. আজকে খেলাটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। গত ইনিংস এ বাকি থাকা রান এর লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ড মাঠে নামে। তবে আজকে ভারতের তেজ পেসার মোহাম্মদ সামি শুরু থেকেই নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের এটাক করা শুরু করে.

কিছুক্ষনের মধ্যেই ৩ উইকেট তুলে নেয় ভারতের বলাররা. ইশান্ত শর্মাও দারুন বল করে উইকেট নিয়েছে। মোহাম্মদ সামি ৪টি উইকেট নিয়েছে আজকে। এইভাবে চলতে চলতে নিউজিল্যান্ড ভারতের করা রান তুলে ৩২ রান এর লিড দেয় সবকয়টি উইকেট হারিয়ে।

ভারত দ্বিতীয় ইনিংস এ ব্যাট করতে নামে এবং তারা শুরুটা ভালো করেছিল, ধরে ধরে খেলছিল ওপেনিং দুইজন। কিন্তু গিল আউট হয়ে যায় অল্প কিছুক্ষনের মধ্যে। তার কিছুক্ষন পরেই রোহিত শর্মা ৩০ রান করে এলপিডব্লু হয়ে আউট হয়ে যায়.

তবে রোহিত শর্মার এই আউট সম্ভবত হয় না, কারণ বলটি আউটসাইটে পড়েছিল এবং উইকেট মিসিং হয়েছিল। রিভিউ নিলে কাজ হতো সম্ভবত। যাইহোক তারপর বিরাট কোহলি এবং পূজারা খেলার হাল ধরে. ভারত দিন শেষে ২ উইকেট হারিয়ে ৬৪ রান করে. কালকের সারাদিনটাও তাদের হাতে আছে , এখন দেখা যাক কি হয় কালকের পরিস্থিতি।

ধন্যবাদ:))

Sort:  
 3 years ago 

গতকালকের আপডেটটা পড়েছিলাম এবং আজকেরটাও পড়লাম ।ধন্যবাদ আপনাকে ।

আপনাকেও ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23