ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ: প্রথম দিনের বাতিল হওয়া ম্যাচ অবশেষে দ্বিতীয় দিনে শুরু হলো
IMAGE SOURCE
আজকে দিনক্ষণ অনুযায়ী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর দ্বিতীয় দিনের খেলা হলো. কিন্তু প্রথম দিনের খেলা যেহেতু বৃষ্টির কারণে সম্পূর্ণ রূপে বাতিল হয়েছিল তাই এটি একপ্রকার প্রথম দিনের খেলা হিসেবে ধরা যেতে পারে।
এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সাদাম্পটনের মাঠে। আর সেই জায়গায় ঠিক করে এখন প্রতিদিন চলছে বৃষ্টির ঘনঘটা। আজকেও খেলার মাঝে মাঝে বিঘ্ন সৃষ্টি হয়েছে আবহাওয়ার কারণে।
আজকে প্রথমে ভারত ও নিউজিল্যান্ড ক্যাপ্টেন এর মধ্যে টস হয় এবং টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনস বল করার সিদ্ধান্ত নিয়ে থাকে। তারপর বিরাট কোহলি তার টিমকে ব্যাট করতে পাঠায়। ওপেনিং এ রোহিত শর্মার সাথে শুভমন গিল কে পাঠায় ব্যাট করতে।
প্রথম দিকে তারা ধরে ধরে বেশ ভালোই খেলছিল এবং রান ভালোই করছিলো। তবে হঠাৎ করে রোহিত শর্মার ক্যাচ স্লিপ এ ওঠার কারণে আউট হয়ে যায়. তখন রানটা চেপে যায় একটু।
শুভমন গিলের সাথে চেতেশ্বর পূজারা যোগ দিলেও শুভমন গিল আউট হয়ে যায় এবং কিছুক্ষন পরে পূজারাও আউট হয়ে যায়. তারপর শেষ মুহূর্তে বিরাট কোহলি ও অজিঙ্কে রাহানে ম্যাচটাকে সমতায় ফেরায়।
দিনের লাস্ট সেশন এ লাইট এর প্রবলেম দেখা দেওয়ায় শেষ পর্যন্ত ওখানেই খেলা বন্ধ করে দেয় আম্পিয়ার। অধিনায়ক ও সহ-অধিনায়ক মিলে ৫০ রান এর জুটি তৈরি করে এবং তারা এখনো নট আউট আছে. দিন শেষে ভারতের স্কোর দাঁড়ায় ১৪৬ রানে ৩ উইকেট।
ধন্যবাদ:))
আসলেই পোস্টটা সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ।
আমি একটু আগেই ফেসবুক নিউজে দেখলাম, খেলার বিষয়টা যাইহোক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ