কসমস সালফিউরাস ফুলের উদ্ভিদ

এটি হলো একধরণের ফুল. এই ফুলগুলো একধরণের উদ্ভিদ প্রজাতির মধ্যে হয়ে থাকে। এই ফুলের প্রজাতি অনেকগুলো আছে. এই ফুল প্রজাতি অনুযায়ী বিভিন্ন ধরণের দেখতে হয়ে থাকে। এই ফুলগুলোকে বলা হয়ে থাকে Cosmos sulphureus.

তবে এই ফুলগুলোকে সাধারণ ভাবেও জানা যায় যেমন ইয়েলো কসমস। এইসব প্রজাতির ফুলগুলোর অনেকগুলো করে বৈজ্ঞানিক নামও থাকে। এই ফুলের প্রজাতিগুলো সূর্যমুখী গোত্রের অন্তর্গত। এই ফুলগুলো এশিয়া সহ প্রায় বাইরের কয়েকটি দেশেও পাওয়া যায়।

তবে সেগুলো বিভিন্ন ধরণের প্রজাতিতে ভাগ থাকে। এই ফুলগুলোকে উদ্যানে হয়ে থাকতে দেখা যায়. আমি এই ফুলগুলোকে একটি উদ্যান এর থেকে সংগ্রহ করেছি। এই প্রজাতির ফুলগুলো বার্ষিক উদ্ভিদ। এই ফুলগুলোর উদ্ভিদ চিরসবুজ হয়ে থাকে এবং খাড়াভাবে বৃদ্ধি পায়।

এই ফুলের উদ্ভিদগুলোতে ফুলগুলো একসাথে অনেকগুলো ফুটে থাকে। এই ফুলের উদ্ভিদগুলোর জলের প্রয়োজন হয় না হলে খরার কারণে ফুলগুলো দ্রুত শুকিয়ে পড়ে যায়. এই ফুলের পাপড়িগুলো ৮টি থাকে এবং এগুলো খেলানো অবস্থায় থাকে।


ফোটোগ্রাফি বাই @featherfoam


ধন্যবাদ:))

Sort:  
 3 years ago 

কসমস ফুল সূর্যমুখী ফুলের অন্তর্গত ছিল এটা আমার জানা ছিল না যাইহোক ভাল তথ্য দিয়েছেন ধন্যবাদ আপনাকে ।

আপনাকেও ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23