ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ট্রফি শেষপর্যন্ত নিউজিল্যান্ড তাদের ঘরে নিয়ে গেলো


IMAGE SOURCE
গত বুধবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ইতি ঘটলো। এই ফাইনাল খেলাটি অনেক ঝঞ্ঝাট এর মধ্যে কাটাতে হয়েছে দুই টিমকে। তবে শেষ দিনটা বেশ ঝলমলে আবহাওয়া ছিল কোনরকম কোনো সমস্যা হয়নি খেলার মাঝখানে। সবাই ভেবেছিলো টেস্ট খেলার ইতিহাসে এই প্রথমবার ফাইনাল খেলা হচ্ছে এবং ভারত ইতিহাস গড়বে। কিন্তু সেটা হলো উল্টো।

দর্শকদের চিন্তাধারাকে পাল্টে দিয়ে নিউজিল্যান্ড তাদের আয়ত্তে করে নিলো ট্রফি। তারা এখন বিশ্বসেরা টেস্ট টিম হিসেবে বিবেচিত হলো. নিউজিল্যান্ডই শেষপর্যন্ত টেস্টে ইতিহাস গড়ে দিলো। এই হারের পর ভারতীয় টিম হতাশায় ভেঙে পড়েছিল।

এই হার নিয়ে অনেকে বিভিন্ন ধরণের মতবাদ দিয়ে টুইট করেছেন। মোট কথা নিউজিল্যান্ড এর এক বলার ভারতীয়দের ধরাশায়ী এর মুখে ঠেলে দিয়েছিলো। নিউজিল্যান্ড এর সেই বোলারের নাম হলো কাইল জেমিসন।

টেস্ট এর শুরু থেকেই ভারতীয়দের সমস্যার সৃষ্টি করেছে। প্রথম ইনিংসেও একাই ৫ উইকেট নিয়ে ভরা ডুবান ডুবিয়েছে, আবার দ্বিতীয় ইনিংসেও উইকেট নিয়ে আরো চরম পর্যায় দাঁড় করিয়ে দিলো ভারতীয়দের। মাত্র ১৭০ রানে ধরাশায় করে দিলো ভারতীয়দের।

তাহলে এই অল্প রানে কি তাদের জিতার হাত থেকে আটকানো যায়!. নিউজিল্যান্ড এর বোলাররা যেমন সুইং করেছে তেমনি বাউন্স করেছে। নিউজিল্যান্ড এর ব্যাটসম্যানরা এই দ্বিতীয় ইনিংসে একদম তৈরি হয়েই নেমেছিল যার ফলস্বরূপ ম্যাচ তাদের হাতেই রয়ে গেলো। উইলিয়ামসন এবং টেলর দুইজনই ম্যাচ এর হাল ধরে শেষ পর্যন্ত নিয়ে গিয়েছে। অবশেষে টেলর একটি চার মেরেই ম্যাচ এর ইতি ঘটালো এবং ট্রফি তাদের হাতে উঠে গেলো।

ধন্যবাদ:))

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23