ওয়েস্টইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত তৃতীয় টি২০ ম্যাচে ওয়েস্টইন্ডিজ জিত অর্জন করেছে


IMAGE SOURCE
গতকাল ওয়েস্টইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যে টি২০ ম্যাচ ছিল। এর আগে আরো ২টি টি২০ ম্যাচ খেলা হয়েছে তাদের মধ্যে। আর গতকালের মতো আগের দুটি টি২০ ম্যাচেও ওয়েস্টইন্ডিজ জিতেছে খুবই সহজে। আমরা সবাই জানি ওয়েস্টইন্ডিজ টি২০ ক্রিকেটের রাজা একপ্রকার।

তাদের সামনে টি২০ ম্যাচ জেতা যেকোনো টিমের পক্ষে একপ্রকার অসম্ভব। কারণ তারা অন্যান্য ম্যাচে যেমন ওয়ানডে, টেস্টে ভালো না পারলেও টি২০ তে চোখের নিমিষে ম্যাচ জিতে যায়। তাদের সামনে যদি ২০ ওভারে ২০০ রানের উপরেও টার্গেট দেওয়া হয় তাহলে সেটার লক্ষ্যেও তারা পৌঁছাতে পারে।

এমনকি আমরা তাদের খেলা দেখেছি আগেও যে বোলিং পিচেও টার্গেটে ম্যাচ জিতেছে বড়ো টিমের সাথে। ওয়েস্টইন্ডিজ টিমে ১১ জন প্লেয়ারই ব্যাটিং করার ক্ষমতা আছে। তাদের হাতে একপ্রকার ছয় ছাড়া আর কোনো কথা হয় না। এক কোথায় বলতে গেলে টি২০ তে রানের মেশিন তারা।

যাইহোক এখন আমি খেলার ফ্ল্যাশব্যাকে ফিরে আসি। এই খেলাটি হচ্ছে ওয়েস্টইন্ডিজের মাঠে। আর খেলার শুরুতেই তাদের মধ্যে টস হয় এবং অস্ট্রেলিয়া জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে থাকে। ওয়েস্টইন্ডিজ এর হয়ে অধিনায়ক এর দ্বায়িত্ব পালন করছে পুরান এবং অস্ট্রেলিয়ার হয়ে দ্বায়িত্ব পালন করছে ফিঞ্চ।

খেলাটি আমাদের ভারতীয় সময়ে প্রায় সন্ধ্যার দিকেই শুরু হয়েছিল। যাইহোক প্রথমে ব্যাট করতে এসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ওপেনে ভালোই শুরু করেছিল কীন্তু কিছু কিছু ভুল শর্ট এর কারণে অল্প কিছুক্ষনের মধ্যে একজন বোল্ড এবং অন্যজন ক্যাচ আউট হয়ে যায়।

তারপর পরের ব্যাটসম্যানরা ৯, ১২, ২৪ এইরকম রান করে আউট হয়ে যায়। কেউ ৫০ ক্রস করতে পারেনি, যদিও টি২০ তে ৫০ করতেই হবে এইরকম ম্যাটার থাকে না , একজন প্লেয়ার টি২০ তে ৩০ রান করলেই সেটাকে প্রাধান্য দিয়ে থাকে।

এরপর তাদের ম্যাচ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রানের কোটায় পৌঁছায়। এই রানের জবাব দিতে ওয়েস্টইন্ডিজ ব্যাট করতে নামে কিন্তু ওপেনে তেমন জুত করতে পারিনি। তবে ওপেনের দুইজন আউট হওয়ার পরে ব্যাটে আসে রানের মেশিন ক্রিস গেইল এবং তার সাথে জুটি বাধে পুরান।

তাদের দুইজনের ৪ আর ৬ এর বন্যায় একপ্রকার অস্ট্রেলিয়ার বলাররা ভেসে গেছে। তারা দুইজনেই ৪টি করে ৪ মারে এবং গেইল একা ৭ খানা ৬ মেরেছে। ফলস্বরূপ ওয়েস্টইন্ডিজ এর পক্ষে এই রান তুলতে কোনোপ্রকার সমস্যা হয়নি। মাত্র ১৪.৫ ওভার এ ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায়।

এই দুই টিমের মধ্যে টোটাল ৫টি টি২০ ম্যাচ খেলা হবে এবং ওয়েস্টইন্ডিজ অলরেডি ৩টি জিতে সিরিজ জিতে রয়েছে। এখন কালকে ৪র্থ টি২০ আছে দেখা যাক কি হয় রেজাল্ট।

ধন্যবাদ:))

Sort:  
 3 years ago 

গেইলের ৯৭ মিটারের ছক্কাটি দেখে বেশ মজা পাইছিলাম।

গেইল এর ছয় সবসময় আউটস্ট্যান্ডিং। ওর ব্যাট থেকে লং সিক্স ছাড়া যায় না।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 64349.20
ETH 2673.53
USDT 1.00
SBD 2.83