ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনের খেলার আপডেট


IMAGE SOURCE
নিয়ম অনুযায়ী টেস্ট খেলার আজকে তৃতীয় দিন কিন্তু মূলত খেলা হলো আজ দুইদিন। প্রথম দিনে বৃষ্টির কারণে এই সমস্যাটা হলো. এই ফাইনাল খেলায় নিয়মিত খেলোয়াড়দের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেমন- বৃষ্টিতো লেগেই রয়েছে আর তারপর লাইট এর সমস্যা হচ্ছে।

আজকেও লাইট এর সমস্যার কারণে লাস্ট সেশন এর খেলা অফ হয়ে গেলো। যাইহোক দ্বিতীয় দিন থেকে খেলা হলো. ভারত দ্বিতীয় দিনে ৩ উইকেট হারিয়ে মোটামুটি সমতায় ছিল.

কিন্তু তৃতীয় দিনে ইনিংস শুরু হতেই কিছুক্ষন পরে কোহলি এলপিডব্লু হয়ে আউট হয়ে মাঠের বাইরে চলে যায়. অর্ধশত রান করতে পারেনি ৪৪ রান করে. রাহানেও আরো কিছুক্ষন মাঠে থাকে এবং ম্যাচ ধরে রাখার চেষ্টা করে কিন্তু তারও শেষ রক্ষা হলো না, ৪৯ রান এর মাথায় স্লিপ এ ক্যাচ তুলে দেয়.

ঋষভ পন্থ এসেও দাঁড়াতে পারেনি, মোট কথা রাহানে আউট হওয়ার পরে আর কেউ বেশিক্ষন টিকতে পারেনি। অবশেষে সবকয়টি উইকেট হারিয়ে ভারতের ইনিংস শেষ হয় ২১৭ রানে।

তারপর নিউজিল্যান্ড কিছুক্ষন পরে ব্যাট করতে মাঠের ভিতরে প্রবেশ করে এবং শুরুটা তারা ভালোই করেছিল টেস্ট খেলায় যেমনটা হওয়া উচিত। তারা প্রথম দিক থেকে খুব ধৌর্য ধরে ধরে ব্যাট করেছে এবং ওপেনিং ব্যাটসম্যান দুইজন অনেক্ষন ছিল.

তারপর দুইজন মিলে শত রান এর কাছাকাছি চলেও যায়. তারপর তারা দুইজন আউট হয়ে যায় একজন ৫৪ রান এবং অন্যজন ৩০ রান করে. তারপর দিনশেষে নিউজিল্যান্ড এর ইনিংস শেষ হয় ১০১ রানে ২ উইকেট হারিয়ে।

এখন কালকে চতুর্থ দিনে খেলার পরিস্থিতি কতদূর কি হয় সেটা দেখার বিষয়।

ধন্যবাদ:))

Sort:  
 3 years ago 

ভালো তর্থ নির্ভর পোস্ট

ধন্যবাদ।

 3 years ago 

যদিও ব্যস্ততার কারণে খেলাধুলা খুব একটা বেশি টিভিতে দেখা হয়না তবে এরকম আপডেট মাঝে মাঝে পেলে ভালই লাগে ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67200.37
ETH 3331.98
USDT 1.00
SBD 2.77