ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি

এইটা একটি উদ্ভিদের ছবি। অনেকদিন পর আজকে একটু প্রকৃতির মাঝে ঘুরতে চলে গেলাম। আজকে বিকালে একটি গ্রামের দিকে ঘুরতে গিয়েছিলাম। এই গ্রামটি আমাদের শহরতলি থেকে খুব একটা দূরে নয়, বাইকে করে মাত্র ২০-২৫ মিনিট লাগে।

যাইহোক, শহর থেকে গ্রামের প্রকৃতির মাঝে অনেকদিন পরে গিয়ে বেশ ভালো লাগলো। মনটা সতেজ হয়ে উঠলো। এই গ্রামের রাস্তার পাশেই রয়েছে বিভিন্ন ধরণের সবজির খেত। এই খেতে বিভিন্ন ধরণের ফসলের চাষ হয়ে থাকে।

আমি মাঝে মাঝে এখান থেকে টাটকা সবজি কিনেও বাড়িতে নিয়ে আসি। এখানে খেত থেকে সবজি কেনার সুবিধা হলো টাটকাও পাওয়া যায় আবার কম দামেও কেনা যায়।


ফটোগ্রাফি বাই @featherfoam


ধন্যবাদ:))

Sort:  
 3 years ago 

শহর থেকে যখন আপনি কোলাহল মুক্ত পরিবেশে যাবেন গ্রামীণ এলাকায় তখন আলাদা একটা ভালো লাগা কাজ করে এটা একদম সত্য কথা। যেমনটা হয় প্রতিদিন আমার ধন্যবাদ আপনাকে ।

আপনি ঠিকই বলেছেন, গ্রামের দিকে গেলে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয় মনের ভিতরে।

অনেক সুন্দর হয়েছে ভাইয়া

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23