আর্ট: রাতের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন

in আমার বাংলা ব্লগ8 months ago

IMG_20231116_093432~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি পরিবারকে সাথে নিয়ে সবাই বেশ ভালো অসুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি পাহাড় গাছ সহ একটি রাতের দৃশ্য। রং ব্যবহার করে যে কোন ধরনের জিনিস আঁকতে বা তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে আর্ট পোস্ট শেয়ার করার জন্য। যদিও যেকোনো ধরনের আর্ট তৈরি করতে একটু সময় লাগে তার পরেও দেখতে ভীষণ ভালো লাগে। এখন আমি শুরু করছি কিভাবে আর্ট তৈরি সম্পন্ন করলাম।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
আর্ট তৈরির খাতা
পোস্টার রং
তুলি

ধাপ-১

IMG_20231116_090351~2.jpg

আর্ট তৈরি করার জন্য প্রথমে আমি পোস্টার রং ,আর্ট তৈরির খাতা ও তুলি নিয়ে নিয়েছি।

ধাপ-২

IMG_20231116_090949~2.jpg

তারপর খাতার ওপর গোলাপি রঙের পোস্টার রং ব্যবহার করে আঁকতে শুরু করলাম।

ধাপ-৩

IMG_20231116_091455~2.jpg

এরপর কিছু লাল রং ও হলুদ রং করে দিলাম।

ধাপ-৪

IMG_20231116_091906~2.jpg

নিচের দিকে কালো রং দিয়ে কিছু ঘাস এঁকে নিলাম। দৃশ্যটা রাতের তাই সবগুলো কালো রং করলাম।

ধাপ-৫

IMG_20231116_092436~2.jpg

এরপর ছোট বড় কিছু পাহাড় এঁকে নিলাম।

ধাপ-৬

IMG_20231116_092811~2.jpg

IMG_20231116_092635~2.jpg

তারপর দুইটি খেজুর গাছ এঁকে নিলাম।

ধাপ-৭

IMG_20231116_093151~2.jpg

IMG_20231116_093414.jpg

তারপর সাদা রংয়ের পোস্টার রং ব্যবহার করে একটি চাঁদ ও কিছু তারা একে নিলাম।

IMG_20231116_093432~2.jpg

IMG_20231116_093443.jpg

IMG_20231116_093414.jpg

এভাবেই আমার আজকের আর্ট পোস্ট তৈরি করা শেষ হলো। বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের পোস্ট কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই শেষ করছি। আগামী দিন নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

দিনের সৌন্দর্যতা এবং রাতের সৌন্দর্যতার ভিন্নতা যেটা আপনি চিত্র অংকনের মাধ্যমে ফুটিয়ে তুললেন। জোসনা রাতের ফুটফুটে দৃশ্য যেটা ভালোই উপভোগ করলাম আপনার চিত্রের মাধ্যমে। খুবই সুন্দর করে সে দৃশ্যটি ফুটে তোলার চেষ্টা করেছেন যে কাজটিতে আপনি খুবই দক্ষ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

চেষ্টা করি ভাইয়া সুন্দরভাবে আর্ট তৈরি করার ধন্যবাদ।

 8 months ago 

রাতের প্রকৃতির খুব সুন্দর দৃশ্য অংকন করেছেন। পোস্টার রং ব্যবহার করে এ ধরনের পেইন্টিং গুলো করতে খুব ভালো লাগে। চমৎকার এই পেইন্টিংটি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 8 months ago 

একদম ঠিক বলেছেন আপু পোস্টার রং কেন যে কোন রং ব্যবহার করে চিত্র অঙ্কন করতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু।

 8 months ago 

অসাধারণ একটি আর্ট করেছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 8 months ago 

সুন্দর ভাবে দাঁতগুলো শেয়ার করার চেষ্টা করেছি আপু ধন্যবাদ।

 8 months ago 

রাতের প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্য গুলো দেখতে খুবই ভালো লাগে। আর রাতের এই সৌন্দর্যময় দৃশ্য আপনি আপনার চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সত্যি আপনার চিত্র অংকন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 8 months ago 

রাতের দৃশ্য এমনিতেই সুন্দর আর রং দিয়ে সেটা ফুটিয়ে তুলে দেখতে খুবই ভালো লাগে।

 8 months ago 

আপু আর্ট টি সুন্দর হয়েছে।কিন্তু এটিকে রাতের প্রাকৃতিক দৃশ্য বলে মানতে পারছি না। বরঞ্চ ভোর বা গোধুলিবেলার প্রাকৃতিক দৃশ্য হিসেবে পারফেক্ট। যদি হলুদ রঙ টা না দিতেন তবে রাত বলে ভাবা যেত। ধন্যবাদ আপু সুন্দর চিত্র কর্মটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আর্ট করার পর কি যে নাম দেবো ভেবে পাইনা ভাইয়া সুন্দর একটি নাম দিয়েছেন ধন্যবাদ।

 8 months ago 

আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতি সপ্তাহে একটি করে অঙ্কন আমাদের মাঝে শেয়ার করবেন আপনার এই সিদ্ধান্তকে আমি বরাবরই সাধুবাদ জানাই। দারুন একটা অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন রাতের প্রকৃতির দৃশ্য অংকনের মাধ্যমে দেখতে সত্যি খুবই ভালো লাগে। আপনার এই অংকন টা দেখে আমি মুগ্ধ। শুরু থেকে শেষ অবধি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

চেষ্টা করি ভাইয়া প্রতি সপ্তাহে একটি করে আর্ট পোস্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

খুব সুন্দর রাতের প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন আপনি। আর্টটি দেখতে খুব সুন্দর লাগছে। আর্টের কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আর্ট করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ।

 8 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 8 months ago 

অনেক সুন্দর একটা রাতের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন, যেটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। কালার কম্বিনেশনটা আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, যা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। রাতে দৃশ্য উপভোগ করতে কম বেশি সবাই পছন্দ করে। আপনি এক পাশে অনেক সুন্দর করে গাছ অংকন করেছেন, যে গাছ অংকন করার কারণে খুব সুন্দর লাগতেছে। উপস্থাপনাটা অনেক সুন্দর করে তুলে ধরার কারণে, পুরোটা দেখতে অনেক সুন্দর লাগতেছে।

 8 months ago 

রঙের বিষয় টা আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপু।

 8 months ago 

আপু রাতের প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখতে অনেক সুন্দর লাগছে। পোস্টাল রং দিয়ে এই ধরনের আর্ট গুলো দেখতে বেশ ভালো লাগে আমার কাছে। খুবই সুন্দর করে রাতের প্রাকৃতিক দিশে রাত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 8 months ago 

পোস্টার রং ব্যবহার করে যে কোন জিনিস তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে।

 8 months ago 

স্টার রং ব্যবহার করে কোন কিছু অঙ্কন করলে, তা দেখতে অনেক সুন্দর লাগে। পোস্টার ব্যবহার করে অনেক রকমের দৃশ্য অংকন করা যায়। যেগুলো অঙ্কন করলে প্রাকৃতিক সৌন্দর্য যেন সুন্দরভাবে ফুটে ওঠে। আপনি গাছ, পাহাড়, চাঁদ সবকিছুই অনেক সুন্দর করে অংকন করেছেন, যা দেখতে সুন্দর লাগতেছে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে পুরোটা অঙ্কন করা হয়েছে, যা দেখেই বুঝতে পারছি।

 8 months ago 

চেষ্টা করছি ভাইয়া নিজের দক্ষতাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64970.70
ETH 3238.82
USDT 1.00
SBD 2.64