লেভেল -২ হতে আমার অর্জন || By @fatema001

in আমার বাংলা ব্লগlast year

IMG-20230712-WA0000.jpg

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। ইতিপূর্বে আমি লেভেল ওয়ানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং লেবেল টু এর ক্লাস শেষ করেছি। লেবেল টু এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে আমাকে লেবেল টু এর লিখিত পরীক্ষা দেবার জন্য বলা হয়েছে। তাই আমি আজকে লেভেল টু এর লিখিত পরীক্ষা দেবার জন্য হাজির হয়ে গেলাম।

Posting key এর কাজ কি ?

১) পোস্ট করা
২) কমেন্ট করা
৩)আপভোট দেওয়া
৪) ডাউনভোট দেওয়া
৫) কাউকে ফলো আনফলো করা
৬) কোন পোস্ট রিস্টিম করা
৭) অনাকাঙ্ক্ষিত কাউকে মিউট করা
৮)পোস্ট ও কমেন্ট এডিট করা

Active key এর কাজ কি ?

ওয়ালেট সংক্রান্ত সকল কাজ আমরা একটিভ কি দিয়ে করতে পারি।

১) ব্যালেন্স ট্রান্সফার করা।
২.পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
৩.SBD Steem কনভার্ট করা।
৪.উইটনেস ভোট প্রদান করা।
৫.কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেয়া।
৬.প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন করা।
৭.নতুন ব্যবহারকারী তৈরি করা ।

Owner key এর কাজ কি ?

Owner শব্দ দিয়েই আমরা মালিকানা বসে থাকি। owner key কাছে থাকে তাকেই মালিক হিসেবে গণ্য করা হয়। তাই এই key সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১)উনার, এক্টিভ ও পোস্টিং কী পরিবর্তন করতে পারবেন
২.একাউন্ট রিকভার করতে পারবেন
৩.ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারে।

Memo key এর কাজ কি

স্টিমিট এখন পর্যন্ত memo keyএর কোন ব্যবহার শুরু হয়নি। একজন স্টিমিট ব্যবহারকারী অন্য একজন স্টিমিট ব্যবহারকারীকে যদি গোপনে কোন মেসেজ দিতে চায় তাহলে এই key ব্যবহার করতে হবে। memo key এর কাজ নিচে দেওয়া হল।

১) এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে
২) এনক্রিপ্ট করা মেসেজ দেখতে

Master password এর কাজ কি ?

এটি স্টিমেট এর সব থেকে গুরুত্বপূর্ণ password । যদি কোন সময় এই password হারিয়ে যায় তাহলে কোনভাবেই আর অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই এটা সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ।

১)ওয়ালেট নিয়ন্ত্রণ করা অর্থাৎ ওয়ালেটের সব কাজ করা
২)অন্যান্য সকল key পরিবর্তন করা
৩)একাউন্ট পুনরুদ্ধার করা যায়

Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

Master password হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি পাসওয়ার্ড। তাই এটিকে খুবই ভালভাবে সংরক্ষণ করে রাখতে হবে। কয়েকটি উপায় Master password সংরক্ষণ করা যেতে পারে।

১. পেন ড্রাইভে রাখা যেতে পারে
২. গুগল ড্রাইভে রাখা যেতে পারে।
৩. পাসওয়ার্ডটি প্রিন্ট করে ও রাখা যেতে পারে।

পাওয়ার আপ কেন জরুরী?

স্টিমিট এ দীর্ঘ মেয়াদীভাবে কাজ করার জন্য পাওয়ার আপ করাটা অত্যন্ত জরুরী। পাওয়ার আপ করার মধ্য দিয়ে একাউন্টের সক্রিয়তা বৃদ্ধি পায়। আর যদি বেশি পরিমাণে পাওয়ার থাকে তাহলে অনায়াসে পোস্ট, বেশি পরিমাণে কমেন্ট করা সম্ভব হয়। আবার কোন একজন আপনার একাউন্টে পরিদর্শন করতে আসলে আপনার স্টিম পাওয়ার দেখে আপনারা সম্মান করবে। এইজন্য আমাদের সকলের উচিত বেশি বেশি পাওয়ার আপ করা।

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

প্রথমে স্টিমিট ওয়ালেট ওয়েব সাইটে গিয়ে এক্টিভ কি দিয়ে লগইন করতে হবে।তার পর স্টিম ব্যালেন্স এর পাশে ড্রপ ডাউনে ক্লিক করতে হবে।তার পর পাওয়ার আপ বাটনে ক্লিক করতে হবে।এর পর পছন্দ মতো এমাউন্ট দিতে হবে।এমাউন্ট দেওয়ার পর পাওয়ার আপে ক্লিক করলে পাওয়ার আপ হয়ে যাবে।

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ।

মেমো ফিল্ড এর কাজ কি?

এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে এটি ব্যবহার করা হয়।এছাড়াও এক্সচেঞ্জ সাইট কর্তৃক দেওয়া মেমো উল্লেখ করতে মেমোফিল্ড এর প্রয়োজন হয়।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।

ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

৩০০ এস.পি

নিজের একাউন্টে সংরক্ষণ রাখার জন্য লেভেল টু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের সকলের উচিত এই লেভেলের সকল বিষয় সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা রাখা।

Sort:  
 last year 

বাহ দেখতে দেখতে তো আপনি লেভেল টু অতিক্রম করলেন লেভেল টু থেকে অর্জন যা করলেন তা আপনি লিখিত ভাবে শেয়ার করলেন অনেক ভালো লেগেছে। আশা করি আপনি লেভেলে থেকে খুব সুন্দর ভাবে গুরুত্বপূর্ণ বিষয় গুলো অর্জন করবেন এবং পরবর্তীতে ভেরিফাইড হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62082.09
ETH 2434.81
USDT 1.00
SBD 2.66