ব্যস্ত শহর গাংনী

in আমার বাংলা ব্লগ11 months ago

IMG_20230813_124018_HDR.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩

হ্যালো আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে বেশ ভালো লাগলো। আবারও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির। এবার আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আমাদেরই এলাকার একটি ব্যস্ত শহর নিয়ে। গাংনী থানা খুবই ব্যস্ত বহুল শহর। যেখানে আমরা প্রায়ই যাতায়াত করি। তো একদিন আমরা গাংনী গিয়েছিলাম। তখন ভাবলাম আপনাদের মাঝে এটা শেয়ার করি। তাই আজকে আমার এই পোস্ট। গাংনী এমন একটা শহর যেখানে প্রায় সব কিছুই পাওয়া যায়। আমাদের থানা বর্তমান গাংনী।

IMG_20230813_124217_HDR.jpg

বর্তমান গাংনীতে আমাদের সকল কার্যক্রম হয়। আমরা মূলত একটু ঘোরাঘুরি করা আর কিছু শপিং করার জন্য গাংনী গিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা শপিং মলের মধ্যে ছিলাম।গাংনীতে প্রচুর মার্কেট রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের পোশাক যাবতীয় সামগ্রী পাওয়া যায়। আমরা দুপুরের দিকে গিয়েছিলাম তাই অনেকগুলো মার্কেট বন্ধ হয়ে গিয়েছিল। কেননা তখন নামাজ এবং দুপুরের খাওয়ার সময়। তাছাড়াও অনেকগুলো মার্কেট খোলা ছিল। আমরা প্রথম দোকানে গেলাম সেখানে অনেক জামাকাপড় ছিল। আমরা একটা জামা পছন্দ করলাম এবং সেটা কিনে ফেললাম। পোশাকটি কেনার সময় আমার ছবি তুলতে মনে ছিল। তাই আপনাদের মাঝে ওটা আর শেয়ার করা হলো না। এরপর আমরা ওখান থেকে অন্য মার্কেটে চলে গেলাম। আমাদের হাতের প্রচুর সময় ছিল। তাই ভাবলাম আজকে শহরটা একটু ঘুরে বেড়াই।
IMG_20230813_124040_HDR.jpg

IMG_20230813_124012_HDR.jpg

সময়টা ছিল দুপুর বেলা। তাই মার্কেটে তেমন একটা ভিড় ছিল না। এবং মটর সাইকেল রাখার জায়গাটাও বেশ ফাঁকা ছিল। তারপরে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হতে থাকলো। তবে আমরা যখন বাড়ি থেকে বের হই তখন একটু মেঘ হয়েছিল। সেজন্য আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম না। মার্কেটে থাকা অবস্থায় প্রচন্ড বৃষ্টি নামে তাই আমরা মার্কেটে অনেকক্ষণ অবস্থান করেছিলাম। বৃষ্টির কারণে অনেকের বাইক গুলো ঢেকে রেখেছিল। আমরা বসে না থেকে মার্কেটটি ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। আমিও আমার দুইটা বান্ধবী ছিলাম। তাই অনেক মজা হয়েছিল।

IMG_20230813_124005_HDR.jpg

IMG_20230813_124003_HDR.jpg

এরপর আমরা আস্তে আস্তে পুরো মার্কেটটি ঘুরে ফেললাম। তবুও ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তাই আমরা আরেকটি মার্কেটের ভিতরে ঢুকলাম। সেখানে অনেকগুলো নতুন নতুন কালেকশনের থ্রি পিছ ও ছিট ছিল। সেখান থেকে আমার একটি বান্ধবী একটি থ্রি পিস কিনে নিল। গাংনী শহরটা সব সময় প্রচুর লোকজন। সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। গাংনী হাটের দিন হলে রাস্তা দিয়ে হেটে যাওয়া মুশকিল হয়ে যায়। সব সময় যেন ব্যস্ততার মধ্যে দিয়েই শহরটির সময় অতিবাহিত হয়। যে যার কাজে সব সময় ব্যস্ত। এই ছিল আজকে আমার শেয়ার করা একটি পোস্ট। আজকে এই পর্যন্তই শেষ করলাম। আগামী দিন নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার জন্য। এতক্ষণ আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 11 months ago 

আপনি একদম ঠিক বলেছেন আসলে বর্তমান সময়ে গাংগীবাজারকে অনেক ব্যস্ত শহর বলা হয়। আসলে আমি যেহেতু গাংনীতে থাকি তাই বুঝতে পারি মাঝে মাঝে । আপনি আপনার বান্ধবীদের সাথে মার্কেটে এসেছিলেন জেনে বেশ ভালো লাগলো। আসলে বান্ধবীদের সাথে মার্কেট করার মজাই আলাদা। সে সময় প্রচুর বৃষ্টি হয়েছিল তাও জানতে পারলাম আপনার পোস্টের মাধ্যমে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

দিন দিন এই শহর যেন আরো ব্যস্ত হয়ে যাচ্ছে।

 11 months ago 

শহর মানেই ব্যস্ততায় পরিপূর্ণ।আপনি গাংনী শহরে দারুণ সময় পার করেছেন আশা করি।আপনার বান্ধবী থ্রি পিস কিনেছিল জেনে ভালো লাগলো।ঝিরঝিরে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে আমার ও।এর হাটের দিনে ভিড় হওয়াটা স্বাভাবিক, ধন্যবাদ আপু।

 11 months ago 

যদিও কেনার ইচ্ছা ছিল না তারপরও কিনে ফেললাম।

 11 months ago 

দুপুর বেলা মার্কেট করলে তো জীবন শেষ হয়ে যায় গরমে! তবে বৃষ্টির দেখা যে পেয়েছেন এজন্য সুবিধা হয়েছে। তিন বান্ধবী মিলে তাহলে ভালো সময় পার করেছেন।

 11 months ago 

ঠিক বলেছেন ভাইয়া আমরা অনেক ভালো সময় অতিবাহিত করেছিলাম।

 11 months ago 

গাংনী শহর আসলেই এখন ব্যস্ত শহরে পরিণত হয়ে গিয়েছে। আপনাদের ভাগ্য ভাল ছিল যে মার্কেটে থাকা অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ছাতা নিয়ে গিয়েছিলেন না বাইরে থাকলে তো ভিজে যেতেন।

 11 months ago 

আসলে আমাদের ভাগ্য ভালো ছিল তাই বৃষ্টিতে ভিজে যায়নি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59493.68
ETH 2649.33
USDT 1.00
SBD 2.45