আর্ট: মেহেদির ডিজাইন

in আমার বাংলা ব্লগ3 months ago

IMG-20240412-WA0009.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার,১২ এপ্রিল ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। ঈদুল ফিতর উপলক্ষে ছোট বড় সবাই মেহেদী হাতে দিয়েছে। তাই আমি ঈদ উপলক্ষে নিজে হাতে একটি মেহেদি ডিজাইন এঁকেছিলাম। সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। মাঝে মাঝেই মেহেদী হাতে দেওয়া হয় কিন্তু কখনো এভাবে ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করা হয় না। তাই আজকে ঈদ উপলক্ষে একটি ডিজাইন শেয়ার করলাম। ডিজাইনটি দেওয়ার পরে দেখতে বেশ ভালই লেগেছিল। চলুন কিভাবে আমি এখন ডিজাইনটি তৈরি করেছি সেটা শেয়ার করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
মেহেদী

ধাপ-১

IMG_20240410_204504~2.jpg

প্রথমে আমি মেহেদি টা নিয়ে আমার হাতের ওপরে ফুল আঁকতে শুরু করলাম। ছোট্ট একটি গোল করে নিয়ে তার চারপাশে ছোট ছোট করে পাপড়ি দিয়েছিলাম।

ধাপ-২

IMG_20240410_204742~2.jpg

এরপর ছোট পাপড়ির ওপর দিয়ে আবারো অনেকগুলো বড় পাপড়ি এঁকে নিলাম।

ধাপ-৩

IMG_20240410_205142~3.jpg

এরপরে পাখিগুলোর চারপাশে মোটা করে মেহেদির রাউন্ড দিয়ে দিলাম।

ধাপ-৪

IMG_20240410_205544~2.jpg

এরপর ফুলটি মাঝখানে রেখে দুইটি বৃত্ত এঁকে নিলাম। বৃত্তের মাঝখানে ছোট ছোট করে দাগ দিয়ে দিলাম।

ধাপ-৫

IMG_20240410_205807~2.jpg

IMG_20240410_210054~2.jpg

এরপর বৃত্তের চারপাশে অনেকগুলো ছোট ছোট করে ফুল এঁকে নিলাম।

ধাপ-৬

IMG_20240410_210321~2.jpg

IMG_20240410_210844~2.jpg

এরপর ফুলগুলো ঠিক মাঝখান দিয়ে তিনটি করে পাতা এঁকে নিলাম। পাতাগুলো আমি সম্পূর্ণ ভরাট করে নিলাম মেহেদী দিয়ে।

ধাপ-৭

IMG_20240410_211724~2.jpg

এরপরে হাতের নিচের দিকে একটু ডিজাইন করে নিলাম। প্রথমে কিছু লম্বা লম্বা দাগ দিয়ে সেগুলো সুন্দর করে মেহেদি দিয়ে এঁকে নিলাম।

ধাপ-৮

IMG_20240410_212325~2.jpg

এরপর হাতের ঠিক অন্য পাশে তিনটি ফুল ও কিছু পাতা একে নিলাম একই রকম করে।

ধাপ-৯

IMG_20240410_214525~2.jpg

IMG_20240410_213858~2.jpg

এরপর আঙ্গুল গুলোই ডিজাইন করে নিলাম। সাথে তিনটি করে পাতা এঁকে নিলাম প্রতিটি আঙুলে।

ধাপ-৯

IMG-20240412-WA0009.jpg

IMG-20240412-WA0011.jpg

IMG-20240412-WA0011.jpg

তারপর মেহেদী দেওয়া হয়ে গেলে আমি একটি ছবি আপনাদের সাথে শেয়ার করেছি। যখন মেহেদী একদম শুকিয়ে যায় তারপরে সেই মেহেদী গুলো তুলে আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করেছি। মেহেদী কালার টা বেশ ভালোই হয়েছিল আর দেখতেও বেশ ভালো লাগছিল ডিজাইনটি। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে বলবেন। আশা করছি ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল।

Sort:  
 3 months ago 

ঈদ উপলক্ষে নিজের হাতে খুবই সুন্দর একটা মেহেদি ডিজাইন অংকন করেছেন এবং সেই অংকনটা আমাদের মাঝে চমৎকার ভাবে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। বর্তমান সময় প্রায় অনেকেই নিজের হাতে অনেক সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন অংকন করেছে, শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে আমাদের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ঈদ উপলক্ষে মেহেদীর ডিজাইন আর্ট একটু বেশি করছে সবাই ভাইয়া।

 3 months ago 

খুবই সুন্দর একটা মেহেদির ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। মেহেদির ডিজাইন টা দেখতে আসলেই অনেক সুন্দর হয়েছে। মেহেদির রংটা ও অনেক বেশি সুন্দর হয়েছে।

 3 months ago 

ঠিক বলেছেন মেহেদির রংটা হাতের ওপর অনেক গাঢ় হয়েছিল।

 3 months ago 

ঈদ উপলক্ষে সবাই অনেক সুন্দর সুন্দর মেহেদির ডিজাইন অঙ্কন করে হাতের মধ্যে। বিশেষ করে মেয়েরা একটু বেশি মেহেদি লাগিয়ে থাকে। আপনিও ঈদ উপলক্ষে এত সুন্দর একটা মেহেদির ডিজাইন হাতে অংকন করেছেন দেখে খুব ভালো লাগলো। অনেক বেশি নিখুঁতভাবে আপনি এটা অংকন করেছেন। নিশ্চয়ই মেহেদী টা অংকন করতে আপনার অনেক সময় লেগেছিল। দেখতে কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর লাগতেছে। আর ধোয়ার পরে কালারটা অনেক সুন্দর এসেছে। হাতে দেখতেও খুব ভালো লাগতেছে।

 3 months ago 

মেহেদি টা হাতে দিয়েছিলাম অনেক রাতে। আর মেহেদী ডিজাইন আর্ট হাতের উপর করতেও অনেক সময় লেগেছিল। ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

চমৎকার মেহেদী ডিজাইন আর্ট অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেছেন বিশেষ করে হাতের উপরে ফুটিয়ে তুলেছেন বলে বেশি ভালো লেগেছে। তাছাড়া হাতের উপরে সুন্দর মেহেদি ডিজাইন কিভাবে তুলে ধরতে হয় সেটা পর্যায়ক্রমে দেখিয়েছেন আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 months ago 

প্রতিটিতে হাত সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম ধন্যবাদ।

 3 months ago 

খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট দেখতে পারলাম। আসলে ঈদ উপলক্ষে সকলেই কম বেশি সাজা গুজার চেষ্টা করে থাকে। আর মেয়েদের জন্য এটা যেন প্লাস পয়েন্ট হাতে মেহেদী রাঙানো। অনেক সুন্দর হয়েছে মেহেদি ডিজাইন টা।

 3 months ago 

শুধু মেয়েরা কেন ঈদ উপলক্ষে ছেলেরাও হাতে মেহেদির ডিজাইন আর্ট করে।

 3 months ago 

আপনার দেওয়া মেহেদী ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে আপু।
সুন্দর মেহেদী ডিজাইনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 months ago 

ধন্যবাদ আপু।

 3 months ago 

হাতে মেহেদি লাগাতে পছন্দ করে না এরকম মানুষ তো অনেক কম পাওয়া যাবে। ঈদের আগের রাতে সবাই মেহেদি লাগায়, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার মেহেদির ডিজাইন টা খুবই সুন্দর হয়েছে। আর দেখতেও অনেক ভালো লাগতেছে। মেহেদী হাতে লাগাতে প্রচুর সময়ের প্রয়োজন হয়। সময় লাগলেও কিন্তু অঙ্কন করার পর মেহেদি হাতে দেখতে অনেক সুন্দর লাগে। একেবারে চমৎকার হয়েছে কিন্তু এই মেহেদীর ডিজাইন টা। পুরো ডিজাইনটা দেখে অনেক ভালো লাগলো।

 3 months ago 

আপু আমার মেহেদী ডিজাইন আর্ট এর সুন্দর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার কমেন্ট পড়ে উৎসাহ পেলাম।

 3 months ago 

অসাধারণ সুন্দর হয়েছে আপু আপনার হাতের মেহেদীর ডিজাইন।কালারও অনেক চমৎকার লেগেছে আপনার হাতে।ধাপে ধাপে মেহেদী পড়ার পুরা পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মেহেদীর ডিজাইন টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত জানতে পেরে খুবই ভালো লাগলো।

 3 months ago 

অনেক সুন্দর মেহেদী ডিজাইন আট করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বেশ দারুণ মানিয়েছে হাতে। অনেক সুন্দর ছিল কিন্তু আপনার এ মেহেদি ডিজাইন। খুবই ভালো লাগলো আমার এত সুন্দর ভাবে হাতের উপর আর্ট করতে দেখে।

 3 months ago 

টুকটুকি মেহেদী ডিজাইন আর্ট করতে পারি আপু।

 3 months ago 

ওয়াও দারুণ হয়েছে আপনার মেহেদী ডিজাইন টি।আপনার হাতে ডিজাইন টি খুবই মানিয়েছি,রঙ টাও বেশ সুন্দর হয়েছে।এইরকম মেহেদী ডিজাইন গুলো দেখতে খুবই ভালো লাগে আমার।আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

জ্বী ভাইয়া রংটা অনেক সুন্দর হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63537.51
ETH 3405.29
USDT 1.00
SBD 2.55