লাইফস্টাইলঃ আমাদের পুকুরে তেলাপিয়া এবং সিলভার মাছ

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)

IMG20231209125904.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আবারো নতুন আরো একটা পোস্ট দিয়ে হাজির হয়ে গিয়েছি। গতকাল দুপুরের দিকে হঠাৎ লক্ষ্য করলাম আপনাদের ভাইয়া তার পুকুরে চাষ করা কিছু মাছ নিয়ে বাড়িতে চলে এসেছে। আমি যখন তার কাছ থেকে জানতে চাইলাম এই মাছগুলো কোথায় পেয়েছে তখন সে আমাকে জানালো তুহিন ভাই নাকি পুকুরে মাছ ধরছিল ঠিক সেই সময়ই পাশের খাবার দিতে গিয়েছিল আপনাদের ভাইয়া। যেহেতু তুহিন ভাই পুকুরে মাছ ধরছিল তাই আপনাদের ভাইয়া ও তার পুকুর থেকে কিছু মাছ ধরে এনেছে। আপনাদের ভাই আর পোস্টগুলো যারা পড়েন তারা হয়তো বা জানেন যে আপনাদের ভাইয়া পুকুরে কিছুদিন যাবৎ মাছ চাষ শুরু করেছে।

IMG20231209125649.jpg

সম্ভবত এখন পর্যন্ত দুই মাসও হয়নি পুকুরে তেলাপিয়া মাছ দিয়েছে আর এরই মধ্যে মাছগুলো যে এত বড় হয়ে গিয়েছে এটা তো আমি প্রথমে বিশ্বাসী করতে পেরেছিলাম না। আসলে তেলাপিয়া মাছগুলো দ্রুত বড় হবার পিছনে একটা কারণ রয়েছে সেটা হচ্ছে প্রতিদিন নিয়মিতভাবে পুষ্টি সমৃদ্ধ খাবার আপনাদের ভাইয়া পুকুরে দেয়। যেহেতু প্রত্যেকদিন পুষ্টি সমৃদ্ধ খাবার দেয় তাই মাছগুলোর আকৃতি খুব অল্প সময়ের মধ্যেই দ্রুত বৃদ্ধি পেয়ে গিয়েছে। তেলাপিয়া মাছগুলোকে দেখে কি আপনারা বিশ্বাস করতে পারবেন যে মাত্র দুই মাসের মধ্যে এত বড় হয়ে গিয়েছে।

IMG20231209125640.jpg

আমি সব থেকে বেশি অবাক হয়ে গিয়েছিলাম পুকুরের সিলভার মাছ দেখে। আমি শুনেছিলাম মাস তিনেক আগে আপনাদের ভাইয়া কেজিতে ১০ টি হবে এমন সিলভার মাছ করে দিয়েছে। কিন্তু কালকে দেখলাম বড় আকৃতির একটা সিলভার মাছ বাড়িতে নিয়ে এসেছে। পরে আমরা সেটাকে ওজন দিয়ে দেখলাম প্রায় দেড় কেজির কাছাকাছি হয়ে গিয়েছে। আসলে আমাদের এলাকাতে মাছের চাষ খুব ভালো হয় এর জন্য গ্রামের সকলেই মাছ চাষের সাথে যুক্ত। যদিও খাবারের দাম বৃদ্ধি পাবার কারণে অনেক মৎস্য চাষে মাছ চাষ করা অনেকটাই ছেড়ে দিয়েছে তারপরও এখনো অনেকে লেগে আছে মাছ চাষের সাথে।

আমাদের পুকুরের এই মাছগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

নিজের পুকুরের মাছ তোলার মজা আলাদা। সিলভর কার্প মাছ ও তেলাপিয়া মাছ দু-মাসে এতো বড়ো হয়েছে জেনে অবাক আমিও।তবে পুষ্টিকর খাবার দেয়ার কারণে এমন হয়েছে তা বুঝতে পারছি।ধন্যবাদ সুন্দর মাছের ফটোগ্রাফিক ও অনুভুতির কথা শেয়ার করার জন্য।

 7 months ago 

নিয়মিত খাবার দেওয়া হয় আপু এবং পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়ার কারণেই মাছগুলো দুই মাসে এত বড় হয়ে গেছে।

 7 months ago 

আপু দুই মাসের মধ্যে তো অনেক বড় হয়ে গিয়েছে। মাছদের যত বেশি পুষ্টিকর খাবার খাওয়াবেন ততই তাড়াতাড়ি বড় হবে। সিলভার কার্প মাছ দেখেও ভালো লাগলো। নিজেদের চাষের মাছ খেতে খুবই সুস্বাদু লাগে। আপনাদের পুকুরের মাছ নিয়ে খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।

 7 months ago 

ধন্যবাদ আপু তবে আপনি ঠিকই বলেছেন নিজেদের চাষের মাছ খেতে বেশ ভালোই লাগে।

 7 months ago 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাদের নিজ পুকুরে তেলাপিয়া এবং সিলভার মাছ। আসলে মাছগুলো দেওয়ার সময় আমি মামার সাথে ছিলাম। মাছগুলো দেওয়ার সময় প্রায় ১০ থেকে ১২ টায় কেজি ছিল। খুব দ্রুত সিলভার মাছ গুলো বৃদ্ধি পেয়েছে দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

মাছগুলোর গ্রোথ খুবই ভালো তাই হয়তোবা দুই মাসেই এত বড় বড় হয়ে গেছে।

 7 months ago 

নিজ পুকুরে মাছ ধরার আনন্দটাই খুব অন্যরকম হয়ে থাকে। বাহ বেশ বড় সিলভার মাছ পেয়েছেন। আপনার নিজের পুকুরে এত বড় মাছ দেখে ভালো লাগলো । আসলে নিজ পুকুরে মাছ রান্না করলে খেতে বেশ লাগে। পুকুরের মাছ নিয়ে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ‌।

 7 months ago 

নিজের পুকুর থেকে মাছ ধরে এনে সেটা রান্না করে খাওয়ার অনুভূতিটা সত্যি অনেক মজার ধন্যবাদ।

 7 months ago 

তেলাপিয়া মাছ অনেক লাভজনক। বাংলাদেশের বেশিরভাগ জায়গায় তেলাপিয়া মাছ চাষ করা হয়ে থাকে। অল্প দিনে অনেক বড় হয় । নিয়মিত খাবার দিলে খুবই দ্রুত বড় হয়। তাই তো দেখছি মাত্র তিন মাসে সিলভার কাপ মাছ অনেক বড় হয়ে গিয়েছে। খুবই ভালো লাগলো দেখে। তিনি কিছুদিন আগে একটি পোস্টের মাধ্যমে বলেছিলেন মাছ চাষ শুরু করেছে। এটা একটা ভালো উদ্যোগ অল্প দিনে ভালো লাভবান হওয়া যায়।

Posted using SteemPro Mobile

 7 months ago 

তেলাপিয়া মাছ এবং সিলভার কাপ মাছ অনেক দ্রুত বৃদ্ধি হয় যদি তারা পুষ্টি সমৃদ্ধ খাবার পায় নিয়মিত।

 7 months ago 

আমি যখন আমার পুকুরে মাছ ধরছিলাম তখন তো বিশ্বাসই করতে পেরেছিলাম না এত অল্প সময়ের মধ্যে এত বড় হয়ে গিয়েছে। আসলে প্রতিনিয়ত পুষ্টি সমৃদ্ধ খাবার দেয়া হয় তো পুকুরে তাই হয়তো বা মাছের বৃদ্ধি খুবই দ্রুত হচ্ছে।

 7 months ago 

আমারও বিশ্বাস হচ্ছিল না যে মাত্র দুই মাসেই মাছগুলো এত দ্রুত বড় হয়ে যাবে।

 7 months ago 

নিজেদের পুকুরের মাছ খাওয়া এবং ধরার মজাই আলাদা। দু মাসের মধ্যে মাছগুলো বেশ বড়ই হয়েছে দেখছি। আসলে যত বেশি ওদের যত্ন নিবেন এবং পুষ্টিকর খাবার দিবে তত ই মাছগুলো বেশ বড়ই হবে। আপনাদের নিজেদের পুকুরের মাছ গুলো দেখে আমার কাছে বেশ ভালই লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 7 months ago 

আসলে নিজের পুকুরের মাছ ধরার মজাই আলাদা। সিলভার মাছ এবং তেলাপিয়া মাছ গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে পুকুরে পর্যাপ্ত পরিমাণে মাছ খাবার পেলে দুই মাসের মধ্যেই মাছগুলো এরকম বৃদ্ধি হয়ে যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

সত্যি যে কোন জিনিসের প্রতি যদি সঠিকভাবে যত্ন নেওয়া যায় তাহলে সেটি দ্রুত বৃদ্ধি পায়।

 7 months ago 

পুকুরের মাছ ধরার মুহূর্ত টা অনেক মজাদার হয়ে থাকে। বাহ মাছগুলো তো দেখছি বেশ বড় বড় হয়ে গিয়েছে। মাছের ঠিকঠাক মত খাবার দিলে বেশ দ্রুত বড় হয়। আমাদের মাঝে আপনার পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 7 months ago 

মাছ কেন ভাইয়া সব জিনিসই যদি সঠিকভাবে খাবার দেওয়া হয় এবং যত্ন নেওয়া হয় তাহলে দ্রুত বড় হয়ে যায় ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56934.21
ETH 3091.02
USDT 1.00
SBD 2.38