লাইফস্টাইলঃ আবু রায়হান হবার পূর্বে মেডিকেল চেকআপ

in আমার বাংলা ব্লগ6 months ago

IMG20231104155306.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, ৭ জানুয়ারি ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি।আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। ঘটনাটা আজ থেকে বেশ কিছুদিন আগে আবু রায়হান হবার পূর্বে আপনাদের ভাইয়াকে সাথে করে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম চেকআপ করার জন্য। কেননা বাবু হবার পূর্বে চেকআপ করে নেওয়াটা খুবই জরুরী । কারণ বাবু হবার পূর্বে যদি ভালোভাবে চেকআপ করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। শরীরে যদি কোন ধরনের সমস্যা থেকে থাকে তা আগে থেকেই সমাধান করে নেবার মত সুযোগ থাকে। কিন্তু যদি চেকআপ করে না নেয়া হয় আর সন্তান যদি অসুস্থ হয়ে পৃথিবীতে আসে তাহলে পরবর্তীতে প্রচুর পরিমাণে ঝামেলার মধ্যে ও সময় অতিবাহিত করতে হয়। এজন্য আমরা প্রথমেই ডাক্তারের কাছে পরামর্শ নেবার জন্য গিয়েছিলাম যেন পরবর্তীতে কোন ধরনের সমস্যার মধ্যে পড়তে না হয়।

IMG20231104140604.jpg

সম্ভবত আমরা ছুটির দিনে গিয়েছিলাম তাই সেখানে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করেছিলাম। আসলে তখন আপনাদের ভাইয়ের স্কুল চলছিল যার কারণে আমাদেরকে ছুটির দিন এ যেতে হয়েছিল।

IMG20231104140652.jpg

ডাক্তারের পরামর্শ নেবার পরে ডাক্তার প্রথমেই আমাকে রক্ত পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছিলেন। রক্ত পরীক্ষার ফলাফল হাতে পাবার পরে ডাক্তারকে পুনরায় দেখালাম এবং ডাক্তার বলল শরীরের রক্তের পরিমাণ কিছুটা কম রয়েছে। যেহেতু রক্তের পরিমাণ কিছুটা কম রয়েছে তাই ডাক্তার আমাকে বাবু হবার পূর্বে দুই ব্যাগ স্যালাইন এর মত একটা ঔষধ দেবার কথা বলল। স্যালাইনের মত সেই ঔষধটা দেখতে অনেকটাই রক্তের মত।

IMG20231104154923.jpg

যেহেতু ঔষধ দেবার কথা ডাক্তার বলে দিল তাই আপনাদের ভাইয়া আর কোন দেরি করল না সাথে সাথেই ফার্মেসি থেকে কিনে আনলো আর তখনই দিতে শুরু করল। ঔষধটা শরীরে প্রবেশ করতে প্রায় তিন ঘণ্টার মতো লেগেছিল আর এটা শেষ হয়ে যাবার পরে আমরা বাড়িতে চলে এসেছিলাম।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

গাংনী কাথুলি মোড়ের এই মেডিকেলে আমি বেশ কয়েকদিন গিয়েছিলাম বিভিন্ন কারণে। যাইহোক এখানে চিকিৎসা হয়েছে দেখে বেশ ভালো লাগলো এখানে ভালোই ট্রিটমেন্ট করে থাকে। পূর্ব দিনের সেই স্মৃতি আজকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

জি মামা এখানে আমি বেশ ভালোই ট্রিটমেন্ট পেয়েছি।

 6 months ago 

আসলে এ ধরনের মুহূর্ত টা খুবই আনন্দের। যাদের জীবনে এই মুহূর্তরা এসেছে তারাই বুঝতে পারবে। আপনি খুবই ভালো একটি সিদ্ধান্ত নিয়ে ছিলেন মাঝে মধ্যে বাচ্চার শারীরিক অবস্থা জানার প্রয়োজন। এতে করে নিজের বাচ্চা তো ভালো থাকেই আবার নিজেও চিন্তা মুক্ত থাকা যায় ।

 6 months ago 

জ্বী ভাইয়া দুজনেই সুস্থ থাকার জন্য চিকিৎসার খুবই প্রয়োজন।

 6 months ago 

হুম সেটাই। সুস্থতায় সকল সুখের মূল

 6 months ago 

সন্তান হওয়ার পূর্বে মেডিকেল চেকআপ অত্যন্ত জরুরী কারণ এই সময় শারীরিক অনেক পরিবর্তন হয় মেয়েদের শরীরে। যাইহোক,আপু আপনি ভালোই করেছিলেন মেডিকেল চেকআপ গুলো করিয়ে। আপনার সন্তান আবু রায়হানের বয়স কত এখন আপু?

 6 months ago 

আজ ২৫ দিন ভাইয়া।

 6 months ago 

এই সময়টাতে বাচ্চাকে নিয়ে অনেক অনেক সাবধানে থাকবেন আপু। অনেক অনেক শুভকামনা রইল আপনার এবং আপনার বাচ্চার জন্য।

 6 months ago 

ভালোই হলো ব্যবহার পূর্বে চেকআপ করিয়ে নিয়েছিলেন। আসলেই পরবর্তীতে অনেক ঝামেলা পোহাতে হয়।

 6 months ago 

সেজন্যই আগে থেকে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করেছে আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43