সন্তানের মুখের হাসি যেন বাবা-মায়ের সুখের নীড়
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার ,১৩ মার্চ ২০২৪
আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম।গত কয়েকদিন যাবত আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে আমার সন্তান আবু রায়হান একটু অসুস্থতা অনুভব করছিল। এমনিতেই একদিক থেকে যখন আবহাওয়া পরিবর্তন হয়েছিল ঠিক সেই সময়েই তার টিকা দেয়া হয়েছিল সব মিলিয়ে অবস্থার অনেক বেশি পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল। একদিকে ছিল আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর ঠান্ডা কাশি অন্যদিকে ছিল টিকার যন্ত্রণা। আপনারা হয়তোবা সকলেই জানেন যে টিকা দেবার ফলে ছোট বাচ্চারা কতটা বেশি পরিমাণে অসুস্থ হয়ে যায়। এই দিনে আবু রায়হানকে তার দুই পায়ে দুইটা টিকা দিয়েছিল। যার কারনে সে চাইলেও তার পা নড়াতে পারছিল না এর জন্য বেশিরভাগ সময়ে কান্না করছিল। আর সন্তান যখন কান্না করে তখন একজন মা কিভাবে সেটা সহ্য করতে পারে আপনারাই ভাবুন। সন্তান এমনিতেই অসুস্থ তারপরে টিকা দেবার পরে কান্না করছিল এর জন্য আমার কাছে খুবই খারাপ লাগছিল। অনেক কষ্টে তারপরও আমি আপনাদের মাঝে প্রতিদিন পোস্ট শেয়ার করতাম।
বেশ কিছুদিন অসুস্থ থাকার পর যখনই গতকাল রাতে তার মুখে একটু হাসি লক্ষ্য করলাম যেন মনে হল আমার পুরো পৃথিবীর দুঃখ ভুলে গেলাম। এমনিতেই আমার সন্তান আবু রায়হান খুব একটা অন্য ছেলেদের মত জ্বালায় না। কিন্তু একদিকে অসুস্থতা অন্যদিকে টিকার কারণেই সে এতদিন ভালোভাবে খেলা করছিল না হাসছিল না। বেশিরভাগ সময়ই সে মন খারাপ করে থাকত এর জন্য আমার পরিবারের কোনো সদস্যের মন ভালো ছিল না। বাড়ির সব থেকে আদরের সদস্য যখন অসুস্থ থাকে আর যখন তার মন খারাপ থাকে তখন কিভাবে সম্ভব বাড়ির অন্যান্য সদস্যদের মন ভালো থাকা।
অবশেষে মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমার সন্তান সুস্থ হয়েছে এর জন্য আমি তার কাছে জানাই লাখো শুকরিয়া। সন্তানের খুশিতেই মা-বাবার খুশি এটা শুধুমাত্র আমার ক্ষেত্রেই নয়। পৃথিবীতে প্রত্যেকটি মা-বাবাই তার সন্তানের খুশিতে খুশি থাকেন। আপনারা যারা মা এবং বাবা হয়েছেন তারা এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন। আপনারা হয়তোবা এর সাথে বাস্তব ভাবে পরীক্ষিত হয়েছেন যে সন্তান যখন অসুস্থ থাকে তখন মা বাবা কোনভাবেই ভালো থাকতে পারে না।
যাইহোক মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমার সন্তান কিছুটা সুস্থ হয়েছেন এজন্য আমি অত্যন্ত খুশি। প্রতিটা বাবা-মা ই চায় তার সন্তানের মুখে এমন সুন্দর হাসি থাকুক। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
অনেক দিন পর ছেলেকে দেখে খুবই ভালো লাগলো। সন্তানের হাসি মুখ দেখলে সব বাবা মায়ের মন আনন্দের ভরে থাকে। দোয়া করি ছেলে সুস্থ থাকুক ভালো থাকুক। তার মুখে যেনো সব সময় এমন হাসি ফুটে থাকে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক।
দোয়া করবেন ভাইয়া ধন্যবাদ।
ইনশাআল্লাহ
একদম ঠিক কথা বলেছেন আপনি। বেশি ভালো লাগলো আপনাদের ছেলে দেখে। বাবু অনেক বড় হয়ে গেছে দেখছি। দোয়া করি যেন সর্বদা সুস্থ থাকে। সন্তান সুস্থ মানে বাবা-মা সুস্থ থাকা।
হচ্ছে আস্তে আস্তে কিছুটা বড়। সন্তান সুস্থ থাকলে বাবা-মা যেন সব সময় হাসি খুশি থাকে।একদম ঠিক কথা বলেছেন আপনি।
বাপজানের মুখের হাসিটা দেখে অন্তরটা জুড়িয়ে গেল। সত্যি সন্তান পিতা-মাতার কতটা কোলজুড়ে যে থাকে সেটা শুধু পিতা মাতায় জানে। সন্তানের সুখের জন্য বাবা-মা সবকিছু করতে পারে। সারাদিন কর্মব্যস্তর পরে যদি সন্তানের মুখে এক ফোঁটা হাসি দেখতে পায় তাহলে বাবা মায়ের মনে হয় যেন সব হৃদয়টা জুড়ে গেল। সন্তান বাবা-মার জন্য এক অমূল্য রত্নধর।
হাজার কাজ ব্যস্ততার মাঝে যদি সন্তানের এরকম একটি হাসি দেখতে পাওয়া যায় দিনশেষে তাহলে তো আর কোন কথাই নেই।
প্রথমেই আপনার সন্তানদের জন্য দোয়া রইল। সন্তানের মুখের হাসি যেন বাবা-মায়ের সুখের নীড় একদমই ঠিক বলেছেন আপু। আপনার ছেলে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনার ছেলের হাসি দেখি আমিও ভীষণ খুশি হলাম। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
কাল এই ছবিগুলো দেখছিলাম,আপনার বাবুর জন্য শুভকামনা রইলো। আসলেই টিকা দিলে বাচ্চারা অনেক কান্নাকাটি করে আমার বাবুকেও দিতে পারছিনা না অসুস্থতার জন্য।যাই হোক পোস্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ
আপনাদের বাবু আছে জানতাম না আপু জেনে ভালো লাগলো ধন্যবাদ।
সর্বদা দোয়া করি তোমার বাবু যেন সুস্থ সবল থাকে এবং হাসিখুশি অবস্থায় থাকে। এতে তোমাদের যেমন ভালো লাগবে তেমন গোটা পরিবার আনন্দ থাকবে। বাবুকে দেখতে বেশ ভালো লাগলো আমার।
ছোট বাচ্চারা যদি সুস্থ থাকে তাহলে পরিবারে সবাই হাসিখুশি থাকে।
ঠিক বলেছেন আপু সন্তানের মুখের হাসি সকল বাবা-মার কাছেই অমূল্য। সন্তানের মুখের হাসি বাবা-মার কাছে যেন কোটি টাকার সমান। সন্তানের হাসি মুখগুলো দেখলে সকল কষ্ট দুঃখ দূর হয়ে যায়। যতই বেদনা থাকুক না কেন সন্তানের হাসি মুখ দেখলে সেই বেদনা নিমিষেই দূর হয়ে যায়।
আপু আপনি সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে যখন সন্ধানের মুখের একটি হাসি দেখতে পারলে কেমন সত্যি অনুভূতিটা অনেক সুন্দর।