ডাই: রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি

in আমার বাংলা ব্লগ6 months ago

IMG_20240106_195049~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, ৬ জানুয়ারি ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকেও আমি নতুন একটি পোস্ট নিয়ে মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো রঙিন কাগজের নকশা তৈরি। রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। এজন্য আমি মাঝে মাঝেই চেষ্টা করি আপনাদের মাঝে রঙিন কাগজের কোন না কোন জিনিস তৈরি করে শেয়ার করছে। কিন্তু ছেলে হবার পর থেকে একটু সময় কম পাচ্ছি তাই এ ধরনের জিনিস তৈরি করতে পারছিলাম না। আজকে যেহেতু একটু সময় পেলাম কারণ ছেলে ঘুমিয়ে পড়েছে তাই আপনাদের মাঝে রঙিন কাগজের একটা জিনিস তৈরি করে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
জেল কলম
কাঁইচি

ধাপ-১

IMG_20240106_193926~2.jpg

প্রথমে আমি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিলাম। এখানে একটি রঙিন কাগজ, জেল কলম ও কাঁইচি রয়েছে।

ধাপ-২

IMG_20240106_194031~2.jpg

IMG_20240106_193952~2.jpg

তারপর রঙিন কাগজ টি একটি ভাঁজ দিয়ে অবশিষ্ট অংশ টুকু কাঁইচি দিয়ে কেটে দিলাম।

ধাপ-৩

IMG_20240106_194057~2.jpg

এরপর কোনাকুনি ভাবে একটি ভাঁজ দিলাম।

ধাপ-৪

IMG_20240106_194127~2.jpg

তারপর আবার ও একই রকম করে একটি ভাঁজ দিয়ে নিলাম।

ধাপ-৫

IMG_20240106_194203~2.jpg

এরপর মাঝখানে একটি ভাঁজ দিয়ে দুই দিকে সমান করে নিলাম।

ধাপ-৬

IMG_20240106_194344.jpg

IMG_20240106_194517~2.jpg

এরপর আমি জেল কলম দিয়ে সম্পুর্ন নকশা এঁকে নিলাম। কেননা এখানে যতটা সুন্দরভাবে অংকন করে নেয়া যাবে নকশা টা দেখতে ততটাই ভালো হবে। এইজন্য নকশা তৈরি করার ক্ষেত্রে অংকন করে নেওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়।

ধাপ-৭

IMG_20240106_195451-COLLAGE.jpg

IMG_20240106_194917.jpg

তারপর কাঁইচি দিয়ে কেটে নিলাম।কেটে নেওয়ার পর দেখতে এই রকম লাগছিল। যখন কাগজের অংশগুলো কেটে নিতে হবে তখন একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ যদি একটু অসতর্কতা বসত কাজ করা যায় তাহলে পুরো পরিশ্রমটা খুব সহজেই বৃথা হয়ে যেতে পারে। এজন্য আমি কাগজগুলো খুবই সতর্কতার সঙ্গে কেটে নিয়েছি।

ধাপ-৮

IMG_20240106_195505-COLLAGE.jpg

IMG_20240106_195055~2.jpg

IMG_20240106_195020~2.jpg

IMG_20240106_195049~2.jpg

সবশেষে আমি রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই নকশার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কয়েকটা ফটোগ্রাফি ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার তৈরি করার রঙিন কাগজের এই নকশা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

ডিভাইসwalton orbit y21
লোকেশনhttps://w3w.co/unknotted.whimpered.many

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

আপু রঙ্গিন কাগজের এই ডিজাইন গুলো আমার কাছে খুবই ভালো লাগে। তবে দুঃখের বিষয় হলো আমি এই ফুলগুলো কাটতে পারিনা। আমাদের কমিউনিটিতে অনেকেই এ রঙ্গিন কাগজের ডিজাইন শেয়ার করে থাকে। আপনার আজকের ডিজাইনটি সবার থেকে একটু আলাদা সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 6 months ago (edited)

এই ডিজাইন গুলো একদম সহজ ভাইয়া। আপনি শুধু কলম দিয়ে একে নেবেন তারপরে কাঁইচি দিয়ে কেটে নিলেই হয়ে গেল ডিজাইন।

 6 months ago 

রঙিন কাগজের নকশাগুলি খুবই ভালো লাগে দেখতে।তবে খুবই সাবধানে কাটতে হয় কাগজটি।কিছুদিন আগে আমিও এই নকশাটি তৈরি করেছিলাম অন্য রঙের কাগজ দিয়ে।তবে আপনারটা বেশি ভালো হয়েছে, ধন্যবাদ আপু।

 6 months ago 

আপনাদের তৈরি করা নকশা দেখেই আমি নকশা তৈরি করার চেষ্টা করি আপু ধন্যবাদ।

 6 months ago 

বাহ দারুন লাগছে তো। রঙিন কাগজ দিয়ে তৈরিকৃত নকশাটি দেখতে চমৎকার লাগছে। কাগজ দিয়ে নকশা তৈরি করতে অনেক ধৈর্য্য এবং দক্ষতার প্রয়োজন আপনার মধ্যে তা বিদ্যমান। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মতামত জানতে পেরে বেশ ভালো লাগলো।

 6 months ago 

কাগজের নকশা গুলো তৈরি করতে সময় একটু কম লাগলেও দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। সুন্দর একটি কাগজের নকশা তৈরি করেছেন। তৈরি করতে এবং কাটিং করতে খুব সাবধানে করতে হয়। এরকম নকশা করে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 6 months ago 

একদম ঠিক বলেছেন আপু এগুলো তৈরি করতে কম সময় লাগলেও দেখতে ভীষণ ভালো লাগে।

 6 months ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই নকশা গুলো দেখতে আমার কাছে ভীষণ সুন্দর লাগে। আসলে এই নকশা গুলো অনেক সাবধানে তৈরি করা লাগে। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব যত্ম সহকারে নকশাটি তৈরি করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 6 months ago 

এগুলো কাটার সময় অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয় ভাইয়া।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা আপনি আজ শেয়ার করলেন আপু।এ ধরনের নকশাগুলো ভীষণ ভালো লাগে আমার কাছে।আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এ ধরনের নকশা গুলো খুবই সাবধানতা অবলম্বন করে কাটতে হয়।একটু এদিক সেদিক হলেই নষ্ট হয়ে যেতে পারে।আপনি কিন্তু খুব সুন্দর করেই করে নিয়েছেন। ধন্যবাদ আপু চমৎকার এই নকশাটি শেয়ার করার জন্য।

 6 months ago 

সুন্দর মতামত প্রকাশ করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি নকশা তৈরি করেছেন। এটা দেখতে খুব ভালো লাগেছে। এটা দেখে মনে হচ্ছে এটা তৈরি করতে তেমন একটা সময় লাগেনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 6 months ago 

এই ডিজাইন গুলো তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন হয় না আপু। তবে কাটার সময় অনেক সতর্কতা অবলম্বন করতে হয়।

 6 months ago 

রঙিন কাগজের খুবই সুন্দর একটি নকশা কাটিং করেছেন ৷ আসলে এধরনের নকশা ডিজাইন গুলো দেখতে বেশ ভালোই লাগে ৷ আমিও মাঝে মাঝে এমন নকশা গুলো কাটিং করি ৷ তবে আপনার এই নকশা ডিজাইন কাটিং দেখে অনেক ভালো লাগলো ৷ খুবই চমৎকার হয়েছে ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 6 months ago 

এগুলো ভাজ দেওয়া এবং কাটতে একটু অসুবিধা হলেও যখন তৈরি করা হয়ে যায় তখন দেখতে ভীষণ ভালো লাগে ভাইয়া।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে দারুন একটি নকশা তৈরি করেছেন আপু।এধরনের নকশা তৈরি করতে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়।নকশা তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ভালো লেগেছে পোস্টটি ।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 6 months ago 

প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আপু।

 6 months ago 

যদিও বাবু হবার পর থেকে খুব একটা বেশি সময় পাচ্ছেন না তারপরেও একটু সময় পেয়েই আপনি রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে পারলে সত্যিই নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে সব সময়। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া বাবু হওয়ার পর থেকে সেরকম পোস্ট তৈরি করার সময় পাইনা। তারপরেও চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে সুন্দর সুন্দর পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39