লাইফস্টাইলঃ পরিবারের চাহিদা পূরণের চেষ্টা

in আমার বাংলা ব্লগ6 months ago

IMG20231125163413.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার,১৯ ফেব্রুয়ারি ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। অন্যান্য বছরের তুলনায় দ্রব্যমূল্যের দাম এ বছর অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর এই কারণেই সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাপন করাটা খুবই কষ্টের হয়ে গিয়েছে। যেহেতু দ্রব্য ে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা সকলেই বাড়ির আশেপাশে থাকা ফাঁকা জায়গা তে এ ধরনের গাছ লাগাতে শুরু করে দিয়েছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ বলে আমার কাছে মনে হয় কেননা যদি বাড়ির আশেপাশে থাকে ফাঁকা জায়গাতে সবজি অথবা অন্যান্য ফলের গাছ লাগানো যায় তাহলে খুব সহজে সেখান থেকে পরিবারের চাহিদা মেটানো সম্ভব।

IMG20231125163406.jpg

IMG20231125163347.jpg

IMG20231125163327.jpg

যেহেতু এগুলো বাজারে বিক্রয়ের জন্য তৈরি করা হয় না শুধুমাত্র বাড়িতে খাবার জন্যই তৈরি করা হয় তাই এতে কোন ধরনের কীটনাশক ব্যবহার। আমরা সকলেই জানি কিন্তু সব মানুষ শরীরের জন্য কতটা ক্ষতিকর। আর যদি কীটনাশক মুক্ত খাবার গ্রহণ করা যায় তাহলে সেটা আমাদের সকলের জন্যই ভালো। যেহেতু আমরা গ্রামে বসবাস করি তাই আমাদের পরিবারের চাহিদা পূরণ করার জন্য সব জিনিস এখন নিজেদের জমিতে উৎপাদন করতে শুরু করে দিয়েছি।

IMG20231125163316.jpg

IMG20231125163312.jpg

IMG20231125163303.jpg

সবজি থেকে শুরু করে বিভিন্ন ফলমূল এখন আমাদের বাড়ির পাশে থাকা বাগানে উৎপাদন করা হচ্ছে। যেহেতু এবার শীতকাল চলে গেল তাই এখন শীতকালীন সবজিগুলো প্রায় শেষ হয়ে উঠেছে। আমরা শীতের প্রথমের দিকেই প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করেছিলাম যেন সহজে পরিবারে চাহিদা পূরণ করা সম্ভব। আমি লক্ষ্য করে দেখেছি সবজি উৎপাদন করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বেশি পরিমাণে পানি সরবরাহ করা। যদি সবজিগুলোতে সঠিকভাবে পানি দেওয়া হয় তাহলে সেগুলো থেকে খুবই ভালো ফলন পাওয়া সম্ভব।

IMG20231125163246.jpg

IMG20231125163239.jpg

যেহেতু এখন শীতকাল শেষ হয়ে গিয়েছে আর সেজন্য গরমের সময়ের জন্য বিভিন্ন ধরনের সবজি প্রস্তুত করতে শুরু করে দিয়েছি। আশা করি শীতকালের মতই গ্রীষ্মকালেও খুব সহজেই এই জায়গা থেকে পরিবারের সবজি চাহিদা পূরণ করতে পারবো।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি একজন গৃহিণী। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। যখনই সময় পাই এজন্য আপনাদের মাঝে আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে শেয়ার করে থাকি। এছাড়াও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে এবং প্রাকৃতিক সৌন্দর্যের নানা ধরনের চিত্র অঙ্কন করতে আমার কাছে খুবই ভালো লাগে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 6 months ago 

আপনি খুব ভালো উদ্যোগ গ্রহণ করেছেন আপু পরিবারের চাহিদা মেটাতে সবজি চাষ শুরু করে।ভীষণ ভালো হয়েছে আপনার কীটনাশক মুক্ত শাক, সবজি গুলো।শীতকালীন সবজি ও গরম কালীন সবজি গুলো ভীষণ চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর সবজি চাষের ফটোগ্রাফি ও পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

কীটনাশক মুক্ত শাকসবজি খেতে একটু বেশি সুস্বাদু লাগে আপু। তাই চেষ্টা করি এগুলো তৈরি করার জন্য।

 6 months ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনি পরিবারের চাহিদা পূরণের চেষ্টা করছেন যেন সত্যি বেশ ভালো লাগলো। বাড়ির পাশে জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন এগুলো দেখতে সত্যি বেশ অসাধারণ। সব সময় পরিবারের সহযোগিতায় নিজেকে চালিত রাখুন আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

চেষ্টা করব সব সময় পরিবারের পাশে থাকার জন্য ধন্যবাদ।

 6 months ago 

খুব ভালো করেছেন আপু বাড়িতে ছোটখাটো একটি সবজি বাগান করে। সত্যি বলেছেন এবছর দ্রব্যমূল্যের দাম খুবই বেশি। তাই আমাদের ফাঁকা জমিগুলো বা জায়গা গুলো কাজে লাগানো উচিত। বেশ ভালো লাগলো আপনার এই উদ্যোগটি দেখে। ধন্যবাদ আপু সুন্দর একটি আইডিয়া শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনি ঠিকই বলেছেন আপু এ বছর দ্রব্যমূলের দাম সত্যি অনেক বেশি। ধন্যবাদ আপু।

অনেক অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। পারিবারিক চাহিন্দা মেটানোর জন্য বাসার পাশে পড়ে থাকা জায়গা ব্যবহার করে বেশ কিছু সবজির গাছ চাষ করছেন। আমি যখন গ্রামে থাকতাম আপনার মত আমিও বিভিন্ন প্রকারের শাকসবজি চাষ করতাম। আপনার পোস্টটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে পড়ে থাকা যায় না ব্যবহার করে বিভিন্ন প্রকারের সবজি চাষ করে আর্থিকভাবেও পরিবারকে কিছুটা হলে সাপোর্ট দিচ্ছেন। তার ছাড়া নিজের করা খেতে কে যখন সবজিগুলো রান্না করে খাবেন অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। যেটা বাজার থেকে কিনে পাওয়া যায় না।

 6 months ago 

বাড়ির পাশে এরকম ফাঁকা জায়গায় সবজি চাষ করতে ভীষণ ভালো লাগে। তাছাড়া সব থেকে বেশি ভালো লাগে যখন নিজের তৈরি করা সবজি রান্না করে খাওয়া যায়। আপনিও গ্রামে থাকতে সবজি চাষ করতেন জেনে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

নিজের বাড়িতে ফরমালিন মুক্ত শাকসবজি চাষ করার মজাই আসলে আলাদা।কেননা বিশুদ্ধ শাকসবজি পরিবারের সবাইকে নিয়ে খাওয়া যায়।বর্তমান শীতকালীন গরমকালীন সব সবজি ভেজাল যুক্ত।আপনি বেশ ভালো একটি উদ্দেগ নিয়েছেন নিজের পরিবারের চাহিদা মেটাতে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61098.19
ETH 2625.94
USDT 1.00
SBD 2.63