দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

in আমার বাংলা ব্লগlast year (edited)

IMG_20230805_184109_HDR.jpg
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এবার আপনাদের মাঝে বাজারের বিভিন্ন ধরনের সবজি ও তরকারি নিয়ে হাজির হলাম। বর্তমান বাজারে শাকসবজি থেকে শুরু করে সব কিছুরই প্রচুর দাম বেড়ে গেছে। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের সবারই দরকার হয়। এর মধ্যে হাটবাজারে প্রতি সপ্তাহে যেতে হয়। কারণ আমার শাক সবজির সঙ্গে বিভিন্ন তরকারি ও আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। বর্তমান সময়ে হাট বাজার করতে খুব একটা বাজারে যাওয়া লাগে না। এখন অনেক বিক্রেতারা বিভিন্ন গাড়িতে করে বিভিন্ন সবজি বিক্রি করে বেড়ায়। এরমধ্যে ঝাল বেগুন ঢেঁড়স বিভিন্ন ধরনের জিনিস থাকে।

IMG_20230805_184104_HDR.jpg

IMG_20230805_184035_HDR.jpg
বর্তমান সময়ে তো সবসময়ই প্রায় সব ধরনের সবজি পাওয়া যায়। এখন হাটবাজারে বেশিরভাগ কচু ঢেড়শ বেগুন পটল ইত্যাদি সবজি পাওয়া যায়। বর্তমান বাজারে কাঁচা ঝালের দাম তো অনেক বেশি। এছাড়া বিভিন্ন জিনিস সবসময়ই পাওয়া যায়। আমাদের পরিচিত সবজি ঢেড়শ। ঢেঁড়স বিভিন্নভাবে রান্না করা যায়। আমার কাছে তো সব থেকে ঢেড়শ ভাজি খেতে বেশি ভালো লাগে। তবে এটাকে আবার অনেক মানুষ ভেন্ডি বলে চেনে। এখন বাজারে বেগুন ও বেশ দেখা যায়। বেগুন ও অনেকেই অনেক রকম করে রান্না করে। বেগুনের চপ খেতে খুবই ভালো লাগে।

IMG_20230805_184013_HDR.jpg

IMG_20230805_183944_HDR.jpg

IMG_20230805_183931_HDR.jpg
শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। আর সেটা যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে তো আরো বেশি ভালো হয়। কেননা বাজারে শাকসবজিতে অনেক সময় বিভিন্ন ধরনের বিষ ব্যবহার করা হয়। এজন্য আমাদের বাজারের তরকারি গুলো দেখেশুনে নেওয়ায় ভালো।এখন বাজারে পটল ও কচু দেখা যায়। বর্তমান সময়ে হাটবাজারে সবকিছুই পাওয়া যায়। তবে গ্রামের রাস্তাগুলোতে অনেক বিক্রেতাকে বিভিন্ন গাড়িতে করে প্রায় সবকিছু বিক্রি করতে দেখা যায়। তাই বাজারে যাওয়ার তেমন একটা দরকার পড়ে না। আমরা তো বেশিরভাগ জিনিস বাড়ি থেকেই কিনে ফেলি। বর্তমান কচু সবজি টি খেতে অনেক ভালো লাগে। তবে কচুর দাম অনেকটাই বেশি। আপনাদের কাছে কোন সবজিটি খেতে ভালো লাগে তা অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই শেষ। আগামী দিন নতুন একটা পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব।

Sort:  
 last year 

আসলে মানুষ তিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু উৎপাদন কমে যাচ্ছে যার কারণে সবকিছুর দাম অনেকটাই বেশি। যদি এখন বর্ষাকাল চারদিকে বিভিন্ন সবজিরাবাদ হচ্ছে তবুও অনেক দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। সাধারণ মানুষের জন্য খুবই ভোগান্তি।

 last year 

আপনি ঠিকই বলেছেন? বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আসলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলো সরতে খুবই কষ্ট হয়। সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।কচুর সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আপনি কচুর সবজি কিনেছেন জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনার পোষ্টের মধ্যে লেখার পরিমাণ অনেক কম হয়েছে, পরবর্তীতে অবশ্যই একটু বেশি লেখার চেষ্টা করবেন।

 last year 

সময়োপযোগী একটা পোস্ট করেছেন আপু।বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দ্রব্যমূলের উর্ধ্বগতি। আর এই সমস্যার সম্মুখীন হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষেরা।দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ে আপনি খুবই সুন্দর একটি লেখনী আমাদের মাঝে তুলে ধরেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44