ডাই: রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগlast year

IMG_20231101_120415~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই শুভেচ্ছা। কেমন আছেন সবাই। আশা করছি ভালো ও সুস্থ আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি বিভিন্ন রঙের রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর ওয়ালমেট তৈরি। এই ধরনের ওয়ালমেট গুলো দেখতে এবং তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এগুলো তৈরি করতে অনেক সময় প্রয়োজন হয়। বেশি সময় লাগলেও এগুলো তৈরি করে দেয়ালে টাঙিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের ওয়ালমেট টি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। কিভাবে আমি রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করলাম তা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
জেল কলম
কাঁইচি
গাম

ধাপ-১

IMG_20231101_113128_HDR~2.jpg

প্রথমে আমি প্রয়োজনীয় উপকরণ গুলো নিয়ে নিলাম। এখানে রয়েছে বিভিন্ন রঙের রঙিন কাগজ, জেল কলম, কাঁইচি, গাম।

ধাপ-২

IMG_20231126_123914-COLLAGE.jpg

তারপর আমি কিছু হলুদ , গোলাপি, সবুজ রঙের কাগজ চিকন চিকন করে কেটে নিলাম।

ধাপ-৩

IMG_20231126_124202-COLLAGE.jpg

এরপর কাগজের নিচের দিকে গাম লাগিয়ে মুড়িয়ে নিলাম।

ধাপ-৪

IMG_20231101_114413~2.jpg

তারপর একটি কাগজ অর্ধবৃত্ত আকারে কেটে নিয়ে সেটাতে গান লাগিয়ে দিলাম।

ধাপ-৫

IMG_20231126_124402-COLLAGE.jpg

এরপর রঙিন কাগজগুলো লাগিয়ে দিলাম।

ধাপ-৬

IMG_20231101_115443~2.jpg

এরপর মাঝখানে নীল রঙের কাগজ ব্যবহার করে একটি ফুল তৈরি করে বসিয়ে দিলাম।

ধাপ-৭

IMG_20231126_124004-COLLAGE.jpg

এরপর আবারো আমি একটি সবুজ রঙের কাগজ কেটে নিয়ে লাভ তৈরির জন্য ভাঁজ দিয়ে নিলাম।

IMG_20231126_124058-COLLAGE.jpg

এরপর কাঁইচি দিয়ে কেটে লাভ তৈরি করে নিলাম অনেকগুলো।

ধাপ-৮

IMG_20231101_115638~2.jpg

এরপর লাল রংয়ের কাগজ চার টুকরা কেটে নিলাম।

ধাপ-৯

IMG_20231126_124509-COLLAGE.jpg

তারপর কাগজে গাম লাগিয়ে লাভ গুলো লাগিয়ে নিলাম।

ধাপ-১০

IMG_20231101_115842~2.jpg

এরপর সেগুলো নিচের দিকে লাগিয়ে দিলাম।

IMG_20231101_120415~2.jpg

IMG_20231101_120415.jpg

IMG_20231101_120413.jpg

আর এরই মধ্যে দিয়ে আমার আজকে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি শেষ হলো। আজকের তৈরি ওয়ালমেট টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি ওয়ালমেট আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। আগামী দিন নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট দেখতে খুবই সুন্দর লাগছে আপু। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু।

 last year 

আপনার রঙিন কাগজের ওয়ালমেট দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে অনেক ভালো লাগে। তবে এগুলা তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন হয়। একটু সময় আর ধৈর্য নিয়ে করলে বেশ সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজের ওয়ালমেট গুলো তৈরি করতে সময় বেশি লাগলেও তৈরি করার পর দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু।

 last year 

খুবই দক্ষতার সাথে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। সত্যি আপনার এই ওয়ালমেট তৈরি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা ওয়ালমেট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজের এই ধরনের ওয়ালমেট তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। ওয়ালমেট তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়।

 last year 

আমার কাছে রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে ভীষণ ভালো লাগে ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করেছেন। বিভিন্ন ধরণের রঙিন কাগজ ব্যবহার করেছেন অনেক সুন্দর ফুটে উঠেছে। লাভ গুলো অনেক সুন্দর করে কেটে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি শেয়ার করার জন্য।

 last year 

আপনার কমেন্ট দেখে মনে হচ্ছে সম্পূর্ণ পোস্ট সুন্দরভাবে করেছেন ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। এই কাজগুলো করতে একটু সময় লাগলেও শেষে অনেক ভালো লাগে ওয়ালমেট দেখে। এ ধরনের ওয়ালমেট ঘরে রাখলে ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া ওয়ালমেট তৈরি করতে একটু সময় লাগে।

 last year 

আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে, সময় ব্যবহার করে, আজকে রঙিন কাগজ ব্যবহার করে এই ওয়ালমেট তৈরি করেছেন, যেটা সত্যি খুব সুন্দর হয়েছে। রঙিন কাগজ ব্যবহার করে এইভাবে যে কোন কিছু তৈরি করলে তা অনেক সুন্দর হয়। এই ওয়ালমেট টা তৈরি করার পদ্ধতি অনেক দারুন ছিল। এটা তৈরি করার উপস্থাপনা দেখে যে কেউ এটা তৈরি করে ফেলতে পারবে। এখন কি ঘরের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পাবে যদি এটি ঘরের দেয়ালে টাঙিয়ে রাখা হয়।

 last year 

একদম ঠিক বলেছেন আপু ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে।

 last year 

কাগজ দিয়ে খুব সুন্দর করে অনেক কিছু তৈরি করা যায় কিন্তু এটি সময় সাপেক্ষ ব্যাপার। যাইহোক আপনি কিন্তু খুব সুন্দর করে এটি তৈরি করেছেন। ধাপে ধাপে এই সম্পূর্ণ কাজ শেষ করেছেন বলেই এত সুন্দর করে ওয়ালমেটটি তৈরি করেছেন। খুব ভালো লাগলো দেখে।

 last year 

সময়ের কারণে ইচ্ছে করলেও অনেক কিছু তৈরি করা যায় না। ধন্যবাদ আপু।

 last year 

অসাধারণ হয়েছে আপু আমার দেখতে খুবই ভালো লাগলো আপনার তৈরি করা ওয়ালমেট। রঙ্গিন কাগজ গুলো দিয়ে ওয়ালমেট তৈরি করে তা যদি ঘরে টাঙিয়ে রাখা হয় বেশ ভালোই লাগে। বিশেষ করে বিভিন্ন কালারের মিশ্রণে যখন ওয়ালমেট গুলো তৈরি করা হয়। আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন দেখে আমার খুব ভালো লাগলো।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপু, আমি আগে ওয়ালমেট তৈরি করতাম। আমার কাছে ভীষণ ভালো লাগতো। আপনি দারুণ দক্ষতায় রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট সম্পূর্ণ করেছেন। কালার কম্বিনেশন টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই ধরনের কাজগুলি করতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয় ও ধৈর্য লাগে আর এই ধরনের কাজগুলোই দেয়ালে টাঙিয়ে রাখলে ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি পায়।বেশ ভালো লাগলো প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার উপস্থাপনা করার প্রক্রিয়াগুলি খুবই সাবলীল ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইল

 last year 

সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি ভাইয়া যেন আপনারা এটা দেখে শিখতে পারেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.031
BTC 89200.83
ETH 3215.57
USDT 1.00
SBD 2.84