পাটিসাপটা পিঠা খাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগlast year

IMG_20230722_175331_HDR.jpg
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালোই আছি। আবারো আপনাদের মাঝে হাজির হলাম একটি পোস্ট নিয়ে। পিঠাপুলি খাওয়ার আনন্দ অনেকটা। অনেকেরই পিঠা খুবই পছন্দ। একেকজনের একেক রকম পিঠা খেতে ভালো লাগে। আমি আপনাদের মাঝে পাটিসাপটা পিঠা খাওয়ার মজাদার অনুভূতি শেয়ার করব। পাটিসাপটা পিঠাকে অনেকেই জরা পিঠাও বলে থাকে। পাটিসাপটা পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বেশি ভালো লাগে এর মধ্যে কার নারকেলটা খেতে।

IMG_20230722_175223_HDR.jpg
এই পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেও খেতে খুবই ভালো লাগে। পিঠাগুলো সুন্দর লাগার জন্য আমি কেটে ছিলাম। পাটিসাপটা পিঠাগুলো এরকম জড়ানোই হয়। অনেকটা রুটির মত। দেখতে রুটির মত লাগে। এই পিঠা গুলা খুব সহজে বানানো যায়। এই পাটিসাপটা পিঠা গুলো আমার কাছে দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে। আসলে এটি আমার পছন্দের পিঠা। এই পিঠাটা যখন তখন খুব সহজেই তৈরি করা যায়। আমাদের পরিবারের সবাইও এই পিঠাটা পছন্দ করে। তাই আমি অনেকগুলো পিঠা তৈরি করেছিলাম। এই পাটিসাপটা পিঠা নারকেল দিয়ে তৈরি করতে হয়। এই পিঠা চিনি এবং গুর দিয়েও তৈরি করা যায়।

IMG_20230722_175221_HDR.jpg

IMG_20230722_175212_HDR.jpg
এই পিঠা টি অনেক সময় বাজারে বিক্রি করতেও দেখা যায়। শীতকালে বাজারে অনেক রকম পিঠা রাস্তার চারপাশে বিক্রি করে। পাটির মতো জড়ানো জড়ানো পিঠাটি হল পাটিসাপটা পিঠা। এই পিঠাটি জড়ানো পাউরুটির মতো লাগে। পাটিসাপটা পিঠাগুলো বাচ্চারা খেতেও ভালবাসে। আসলে এই পিঠাটি জড়ানো হয়। কেউ যদি ইচ্ছা করে এই পিঠাটির রুটি টা একটু নরম করবে বা অনেকটা সাদা করবে তাহলেও করা যায়। আবার অনেকেই এই পিঠাটি হালকা লালচে লালচে হলে খেতে ভালোবাসে।

IMG_20230722_174945_HDR.jpg
পাটিসাপটা পিঠার কথা বললেই মনে পড়ে যায় পাটির কথা। আসলে এই পিঠাটির নামই এরকম। তবুও যেন ভাল লাগে।পাটিসাপটা পিঠাটি আমার খুব পছন্দের একটি পিঠা। আপনাদের কি রকম পিঠা পছন্দ তা অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই শেষ। আগামী দিন অন্য একটি পোস্ট নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব।

Sort:  
 last year 

পাটি সামটা পিঠা আমার অনেক পছন্দের একটা পিঠা। খেতে দারুন লাগে আমার কাছে।আমার কাছে একটু গরম গরম খেতে বেশী ভালো লাগে। আপনার পিঠা দেখে তো আবার খেতে ইচ্ছে করলো। গুড়ের তৈরি পিঠা টা একটু বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

পিঠাগুলো খেতে আমারও অনেক ভালো লাগে। মাঝে মাঝে এগুলো আমার বাড়িতেও তৈরি হয় খেয়ে দেখেছি খুবই মজাদার। গুড়ের গুলো সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে।

 last year 

পাটিসাপটা পিঠা আমার খুবই প্রিয়। তবে অনেক দিন তৈরি করা হয় না। আমাদের বাসায় এই পিঠার সাধারণ নাম হচ্ছে জড়া পিঠা। অনেকদিন আগে আমাদের বাসায় প্রায় নিয়মিত তৈরি করা হতো। যাইহোক ভালো লাগলো অনেকদিন পর পাটিসাপটা পিঠা তৈরি করতে দেখে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 84807.59
ETH 3302.93
USDT 1.00
SBD 2.81